কলকাতা, 29 জুন: নতুন নিয়ম ইতিমধ্যেই জারি করা হয়েছে । শিক্ষাক্ষেত্রে এসেছে জাতীয় শিক্ষানীতি । আর তিন বছর নয়, এ বার থেকে চার বছরের অনার্স কোর্স পড়তে হচ্ছে পড়ুয়াদের । তবে তার মধ্যেই আরও নতুন নিয়ম আনল কলকাতা বিশ্ববিদ্যালয় । উপস্থিতির হারে যে 10 নম্বর দেওয়া হত, তা বন্ধ করে দেওয়া হল । এতদিন কোনও পড়ুয়ার উপস্থিতির হার 60 থেকে 75 শতাংশ হলেই, তিনি পরীক্ষায় বসতে পারতেন । তার সঙ্গে তাঁকে দেওয়া হত 10 নম্বর । সেই নিয়মই বন্ধ করে দেওয়া হল ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন যে নিয়মের কথা বলা হয়েছে সেখানে কোনও পরীক্ষার্থীর উপস্থিতির হার 60 শতাংশ হলে, তিনি কোনওভাবেই সেমেস্টারে বসতে পারবেন না । ফলে তাঁকে ফের পরের বছর পরীক্ষা দিতে হবে ।
জুলাই মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলিতে । এই বছর থেকেই আর তিন নয়, অনার্স করতে লাগবে চার বছর । জাতীয় শিক্ষানীতির যে নিয়ম, তা মেনেই হবে ভর্তি । এর ফলে সব পড়ুয়ার ভালো হবে বলেই মত শিক্ষক শিক্ষিকাদের । স্নাতকে ভর্তির আবেদনের জন্য স্ট্যান্ড অ্যালোন অনলাইন পোর্টাল খুলবে 1 জুলাই থেকে । আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15 জুলাই । স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হবে 20 জুলাইয়ের মধ্যে । ভর্তির প্রক্রিয়া শেষ হবে 31 জুলাইয়ের মধ্যে । স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু 1 অগাস্ট থেকে ।
আরও পড়ুন: ফের উপাচার্যহীন কলকাতা বিশ্ববিদ্যালয়, সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা
শিক্ষা দফতরের যে নির্দেশিকা তাতে জানানো হয়েছে, কলেজগুলি তাদের প্রতিষ্ঠানের শূন্যপদের উপর নির্ভর করে দুটি পর্যায়ে স্ট্যান্ড অ্যালোন অ্যাডমিশন পোর্টাল খুলতে পারে । তবে সমস্ত কলেজকেই তাদের স্নাতকে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া 31 অগাস্টের মধ্যে শেষ করতে হবে । বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি প্রক্রিয়া চালাবে, মূলত তা নিয়ে 7 দফা নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর । সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, মেধার ভিত্তিতেই পড়ুয়াদের কলেজে ভর্তি করা হবে । কোনও ছাত্র বা ছাত্রীর থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাসের জন্য টাকা নেওয়া যাবে না । যোগ্য প্রার্থীদের ই-মেইল কিংবা চিঠির মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে ।