ETV Bharat / state

Blue Tick Missing: মমতা থেকে শুভেন্দু, কুণাল-মহুয়ারাও হারালেন ব্লু টিক

বৃহস্পতিবার থেকে টুইটার হ্যান্ডেলের পাশ থেকে উধাও ব্লুট টিক ৷ অমিতাভ-শাহরুখ-বিরাট-রাহুলের পাশাপাশি ব্লু টিক নেই মমতা-অভিষেক-মহুয়া-শুভেন্দু-দিলীপ-অধীরের টুইটার হ্যান্ডেলে ৷

Blue Tick
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 21, 2023, 1:09 PM IST

Updated : Apr 21, 2023, 2:57 PM IST

কলকাতা, 21 এপ্রিল: নীল চিহ্ন কোথায় গেল ? শুক্রবার সকাল থেকে দেশের তাবড় সেলিব্রিটি-নেতা-খেলোয়াড়দের টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক নেই ৷ ধন্দে ভক্তরা ৷ এমনকী এই নীল টিক চিহ্ন নেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টেও ৷ টুইটারে সদাসর্বদা সক্রিয় মহুয়া মৈত্রের অ্যাকাউন্টে নেই ব্লু টিক ৷

বৃহস্পতিবার থেকে টুইটার কর্তৃপক্ষ লিগেসি ভেরিফায়েড ব্লু টিক প্রোগ্রাম তুলে নিতে শুরু করেছে ৷ অর্থাৎ এর আগে থাকতে টুইটারে যে সব খ্যাতনামা ব্যক্তিত্বদের অ্যাকাউন্টের পাশে নীল চিহ্ন ছিল, সেগুলি মুছে দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ ৷ টুইটার কেনার পরপরই ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, ব্লু টিক পেতে হলে পয়সা খরচ করতে হবে ৷ এর আগে যাচাই করা অ্যাকাউন্টগুলির স্বীকৃতি চিহ্ন হিসেবে থাকত এই নীল টিক ৷

বৃহস্পতিবার থেকে টুইটার কর্তৃপক্ষ নীল টিক চিহ্ন মুছে ফেলার জন্য মাঠে নেমেছে ৷ আর তারপরই কোটি কোটি ভক্তকুল হয়রান হয়ে যাচ্ছেন ৷ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না ব্লু টিক ৷ এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইটার অ্যাকাউন্টেও নেই ব্লু টিক ৷ বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্টের পাশ থেকে মুছে গিয়েছে ব্লু টিক ৷

ইলন মাস্ক টুইটার কেনার আগে বিশ্বের ফিল্মি দুনিয়া থেকে ক্রীড়া এবং অন্য সব খ্যাতনামা ব্যক্তিত্ব, কোম্পানি, সংগঠন, সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টের পাশে এই ব্লু টিক দেখা যেত ৷ অন্য কোনও ব্যক্তি যাতে এই বিশিষ্ট ব্যক্তিদের নামে জালিয়াতি করে নকল টুইটার অ্যাকাউন্ট খুলতে না-পারে, তা রুখতে এই ব্যবস্থা নেওয়া হয় ৷ এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও টাকা দিতে হত না ৷

2009 সালে প্রথম টুইটার ব্লু চেক মার্ক পদ্ধতি চালু করে ৷ এতে ভক্তরাও নিজের নিজের পছন্দের মানুষের ব্লু টিক যুক্ত টুইটার অ্যাকাউন্টটি খুঁজে পেতেন ৷ কিন্তু ইলন মাস্ক ঘোষণা করেন, এবার থেকে যে কেউ টাকার বিনিময়ে এই ব্লু টিক পেতে পারবে ৷ এ নিয়ে বিস্তর বিতর্ক হলেও তিনি এই সিদ্ধান্ত বহাল রাখেন ৷

মার্চের প্রথম দিকে টুইটার কর্তৃপক্ষ তাদের নিজস্ব হ্যান্ডেলে লেখে, "1 এপ্রিল থেকে আমরা 'লিগেসি ভেরিফায়েড প্রোগ্রাম' (অর্থাৎ আগে থেকে যাচাই করা অ্যাকাউন্টে ব্লু টিক থাকা) সরিয়ে নিচ্ছি ৷ সেই চেকমার্ক অর্থাৎ ব্লুটিক মুছে ফেলা হবে ৷ টুইটারে ব্লু টিক চেকমার্ক রাখতে হলে যে কোনও ব্যক্তি টুইটার ব্লুতে সাইন আপ করতে পারেন ৷"

আরও পড়ুন: যোগী থেকে রাহুল, অমিতাভ থেকে শাহরুখ-আলিয়া ! রাতারাতি খোয়ালেন টুইটারের ব্লু টিক

কলকাতা, 21 এপ্রিল: নীল চিহ্ন কোথায় গেল ? শুক্রবার সকাল থেকে দেশের তাবড় সেলিব্রিটি-নেতা-খেলোয়াড়দের টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক নেই ৷ ধন্দে ভক্তরা ৷ এমনকী এই নীল টিক চিহ্ন নেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টেও ৷ টুইটারে সদাসর্বদা সক্রিয় মহুয়া মৈত্রের অ্যাকাউন্টে নেই ব্লু টিক ৷

বৃহস্পতিবার থেকে টুইটার কর্তৃপক্ষ লিগেসি ভেরিফায়েড ব্লু টিক প্রোগ্রাম তুলে নিতে শুরু করেছে ৷ অর্থাৎ এর আগে থাকতে টুইটারে যে সব খ্যাতনামা ব্যক্তিত্বদের অ্যাকাউন্টের পাশে নীল চিহ্ন ছিল, সেগুলি মুছে দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ ৷ টুইটার কেনার পরপরই ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, ব্লু টিক পেতে হলে পয়সা খরচ করতে হবে ৷ এর আগে যাচাই করা অ্যাকাউন্টগুলির স্বীকৃতি চিহ্ন হিসেবে থাকত এই নীল টিক ৷

বৃহস্পতিবার থেকে টুইটার কর্তৃপক্ষ নীল টিক চিহ্ন মুছে ফেলার জন্য মাঠে নেমেছে ৷ আর তারপরই কোটি কোটি ভক্তকুল হয়রান হয়ে যাচ্ছেন ৷ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না ব্লু টিক ৷ এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইটার অ্যাকাউন্টেও নেই ব্লু টিক ৷ বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্টের পাশ থেকে মুছে গিয়েছে ব্লু টিক ৷

ইলন মাস্ক টুইটার কেনার আগে বিশ্বের ফিল্মি দুনিয়া থেকে ক্রীড়া এবং অন্য সব খ্যাতনামা ব্যক্তিত্ব, কোম্পানি, সংগঠন, সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টের পাশে এই ব্লু টিক দেখা যেত ৷ অন্য কোনও ব্যক্তি যাতে এই বিশিষ্ট ব্যক্তিদের নামে জালিয়াতি করে নকল টুইটার অ্যাকাউন্ট খুলতে না-পারে, তা রুখতে এই ব্যবস্থা নেওয়া হয় ৷ এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও টাকা দিতে হত না ৷

2009 সালে প্রথম টুইটার ব্লু চেক মার্ক পদ্ধতি চালু করে ৷ এতে ভক্তরাও নিজের নিজের পছন্দের মানুষের ব্লু টিক যুক্ত টুইটার অ্যাকাউন্টটি খুঁজে পেতেন ৷ কিন্তু ইলন মাস্ক ঘোষণা করেন, এবার থেকে যে কেউ টাকার বিনিময়ে এই ব্লু টিক পেতে পারবে ৷ এ নিয়ে বিস্তর বিতর্ক হলেও তিনি এই সিদ্ধান্ত বহাল রাখেন ৷

মার্চের প্রথম দিকে টুইটার কর্তৃপক্ষ তাদের নিজস্ব হ্যান্ডেলে লেখে, "1 এপ্রিল থেকে আমরা 'লিগেসি ভেরিফায়েড প্রোগ্রাম' (অর্থাৎ আগে থেকে যাচাই করা অ্যাকাউন্টে ব্লু টিক থাকা) সরিয়ে নিচ্ছি ৷ সেই চেকমার্ক অর্থাৎ ব্লুটিক মুছে ফেলা হবে ৷ টুইটারে ব্লু টিক চেকমার্ক রাখতে হলে যে কোনও ব্যক্তি টুইটার ব্লুতে সাইন আপ করতে পারেন ৷"

আরও পড়ুন: যোগী থেকে রাহুল, অমিতাভ থেকে শাহরুখ-আলিয়া ! রাতারাতি খোয়ালেন টুইটারের ব্লু টিক

Last Updated : Apr 21, 2023, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.