ETV Bharat / state

আমার এখানে কোনও টাকার লেনদেন হয়নি : মুকুল - narada scam

তাঁর ফ্ল্যাটে কোনও টাকার লেনদেন হয়নি ৷ আজ মির্জ়াকে নিয়ে CBI তাঁর এলগিন রোডের ফ্ল্যাটে যাওয়ার পর একথা বললেন মুকুল রায় ৷

মুকুল রায়
author img

By

Published : Sep 29, 2019, 5:54 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে কোনও টাকা নেননি বলে মন্তব্য করলেন মুকুল রায় । নারদকাণ্ডে ধৃত পুলিশ অফিসার এস এম এইচ মির্জ়াকে নিয়ে আজ তাঁর এলগিন রোডের ফ্ল্যাটে যায় CBI ৷ এই নিয়ে মুকুল রায় বলেন, তাঁর ফ্ল্যাটে কোনও টাকা লেনদেন হয়নি । আজ তিনি আবারও বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ।"

ছদ্মবেশী নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন মুকুল । CBI তদন্তে উঠে এসেছে এমন তথ্যই । ম্যাথু এবং মির্জ়া উভয়েই জানিয়েছেন এই একই কথা । তবে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি নারদের ভিডিয়োতে । এদিকে ম্যাথুকে যে তিনি মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল । জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন ৷ সেই কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জ়ার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তিনি । তাঁর ভূমিকা ততটুকুই ।

এই সংক্রান্ত খবর : মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে CBI

গ্রেপ্তার হওয়ার পর মির্জ়া জেরায় CBI অফিসারদের জানিয়েছেন, তিনি প্রচুর টাকা এলগিন রোডের ফ্ল্যাটে মুকুলকে দিয়েছেন । টাকার অঙ্কটা কোটিরও বেশি । এমন কী ম্যাথুর থেকে পাওয়া টাকাও তিনি মুকুলকে দিয়েছেন বলে দাবি করেছেন । CBI সূত্রে খবর এমনই । মির্জ়ার এই দাবির সূত্র ধরেই আজ তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারের নেতৃত্বে 10 জনের একটি দল এলগিন রোডের ফ্ল্যাটে যায় । সেখানে টাকা লেনদেনের পুনর্নির্মাণ করা হয় বলে জানা গেছে । পুরো বিষয়টির ভিডিয়োগ্রাফি করা হয় । তারপর রঞ্জিত বলেন, “মির্জ়া জানিয়েছিলেন সমস্ত টাকার লেনদেন এই ফ্ল্যাটে হয়েছে । তাই আমরা তাঁকে নিয়ে এসেছিলাম । পুরোটা ভিডিয়োগ্রাফি করা হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

CBI-এর দল চলে যাওয়ার পর মুকুল বলেন, “অভিযোগ যে কেউ করতে পারেন । আমিও যে কোনও অভিযোগ করতে পারি । কিন্তু সেটার প্রমাণ থাকতে হবে ‌। ম্যাথুর কাছ থেকে আমি কোনও টাকা নিইনি । তার কোনও ভিডিয়ো ফুটেজ নেই । যাঁরা নিয়েছেন তাঁদের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে । আমার এই বাড়িতে টাকার কোনও লেনদেন হয়নি । আবারও বলছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ।"

কলকাতা, 29 সেপ্টেম্বর : ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে কোনও টাকা নেননি বলে মন্তব্য করলেন মুকুল রায় । নারদকাণ্ডে ধৃত পুলিশ অফিসার এস এম এইচ মির্জ়াকে নিয়ে আজ তাঁর এলগিন রোডের ফ্ল্যাটে যায় CBI ৷ এই নিয়ে মুকুল রায় বলেন, তাঁর ফ্ল্যাটে কোনও টাকা লেনদেন হয়নি । আজ তিনি আবারও বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ।"

ছদ্মবেশী নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন মুকুল । CBI তদন্তে উঠে এসেছে এমন তথ্যই । ম্যাথু এবং মির্জ়া উভয়েই জানিয়েছেন এই একই কথা । তবে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি নারদের ভিডিয়োতে । এদিকে ম্যাথুকে যে তিনি মির্জ়ার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল । জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন ৷ সেই কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জ়ার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তিনি । তাঁর ভূমিকা ততটুকুই ।

এই সংক্রান্ত খবর : মির্জ়াকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে CBI

গ্রেপ্তার হওয়ার পর মির্জ়া জেরায় CBI অফিসারদের জানিয়েছেন, তিনি প্রচুর টাকা এলগিন রোডের ফ্ল্যাটে মুকুলকে দিয়েছেন । টাকার অঙ্কটা কোটিরও বেশি । এমন কী ম্যাথুর থেকে পাওয়া টাকাও তিনি মুকুলকে দিয়েছেন বলে দাবি করেছেন । CBI সূত্রে খবর এমনই । মির্জ়ার এই দাবির সূত্র ধরেই আজ তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারের নেতৃত্বে 10 জনের একটি দল এলগিন রোডের ফ্ল্যাটে যায় । সেখানে টাকা লেনদেনের পুনর্নির্মাণ করা হয় বলে জানা গেছে । পুরো বিষয়টির ভিডিয়োগ্রাফি করা হয় । তারপর রঞ্জিত বলেন, “মির্জ়া জানিয়েছিলেন সমস্ত টাকার লেনদেন এই ফ্ল্যাটে হয়েছে । তাই আমরা তাঁকে নিয়ে এসেছিলাম । পুরোটা ভিডিয়োগ্রাফি করা হয়েছে ।"

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

CBI-এর দল চলে যাওয়ার পর মুকুল বলেন, “অভিযোগ যে কেউ করতে পারেন । আমিও যে কোনও অভিযোগ করতে পারি । কিন্তু সেটার প্রমাণ থাকতে হবে ‌। ম্যাথুর কাছ থেকে আমি কোনও টাকা নিইনি । তার কোনও ভিডিয়ো ফুটেজ নেই । যাঁরা নিয়েছেন তাঁদের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে । আমার এই বাড়িতে টাকার কোনও লেনদেন হয়নি । আবারও বলছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ।"

Intro:কলকাতা, 29 সেপ্টেম্বর: নারদাতে কোনো টাকা নেননি বলে দাবি করলেন মুকুল রায়। জানিয়ে দিলেন তার ফ্ল্যাটে কোনো টাকা লেনদেন হয়নি। গ্রেপ্তার হওয়া পুলিশ অফিসার SMH মির্জাকে নিয়ে মুকুলের ফ্ল্যাটে সিবিআই যাওয়ার পরে এই দাবি করলেন মুকুল। একইসঙ্গে তিনি আবারও বললেন, “ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।"Body:ছদ্মবেশি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে মির্জার কাছে পাঠিয়েছিলেন মুকুল। সিবিআই তদন্তে উঠে এসেছে এমন তথ্যই। ম্যাথু এবং মির্জা উভয়েই জানিয়েছেন এই একই কথা। তবে মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি নারদের ভিডিওতে। এদিকে ম্যাথুকে যে তিনি মির্জার কাছে পাঠিয়েছিলেন, তা অস্বীকার করেননি মুকুল। জানিয়েছেন, উনি শিল্প করতে চেয়েছিলেন, সেই কারণে বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার মির্জার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর ভূমিকা ততটুকুই।

গ্রেফতার হওয়ার পর মির্জা জেরায় সিবিআই অফিসার জানিয়েছেন, তিনি প্রচুর টাকা এলগিন রোডের ফ্ল্যাটে মুকুলকে দিয়েছেন। টাকার অংকটা কোটিরও বেশি। এমনকি ম্যাথুর থেকে পাওয়া টাকাও তিনি মুকুলকে দিয়েছেন বলে দাবি করেছেন। সিবিআই সূত্রে খবর এমনটাই। মির্জার এই দাবির সূত্র ধরেই আজ তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারের নেতৃত্বে 10 জনের একটি দল এলগিন রোডের ফ্ল্যাটে যায়। সেখানে টাকা লেনদেনের পুনর্নির্মাণ করা হয় বলে জানা গেছে। পুরো বিষয়টির ভিডিওগ্রাফি করা হয়। তারপর রঞ্জিত বলেন, “ মির্জা জানিয়েছিলেন সমস্ত টাকা ট্রানজেকশন এই ফ্ল্যাটে হয়েছে। তাই আমরা উনাকে নিয়ে এসেছিলাম। পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছে।"
Conclusion:সিবিআই-এর দল চলে যাওয়ার পর মুকুল বলেন, “ অভিযোগ যে কেউ করতে পারেন। আমিও যে কোনো অভিযোগ করতে পারি। কিন্তু সেটার প্রমাণ থাকতে হবে‌। ম্যাথুর কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। তার কোনো ভিডিও ফুটেজ নেই। যারা নিয়েছেন তাদের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। আমার এই বাড়িতে টাকার কোন লেনদেন হয়নি।আবারো বলছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.