ETV Bharat / state

দিল্লি-মুম্বই-সহ ছয় শহরের সঙ্গে কলকাতার উড়ানে নিষেধাজ্ঞা

author img

By

Published : Jul 4, 2020, 4:04 PM IST

Updated : Jul 8, 2020, 11:06 PM IST

6 থেকে 19 জুলাই পর্যন্ত এই শহরগুলি থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান নামবে না ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কলকাতা, 4 জুলাই : দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর, আহমেদাবাদ থেকে বাতিল হল কলকাতাগামী সমস্ত উড়ান । 6 থেকে 19 জুলাই পর্যন্ত এই শহরগুলি থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান নামবে না । উড়বে না এই শহরগুলির উদ্দেশ্য়েও । বিষয়টি জানিয়ে আজ টুইট করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিনই রেকর্ড হারে ছড়াচ্ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে হটস্পট জ়োন থেকে রাজ্যে কোনও বিমান প্রবেশ না করার কথা বলা হয় । 6 জুলাই থেকে দেশের মোট আটটি রাজ্য থেকে বিমান যেন পশ্চিমবঙ্গে না ঢোকে, এই দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রে ।

আবেদনে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ ও সুরাত এই আটটি শহর থেকে আসা বিমান যাতে রাজ্যে প্রবেশ না করে তার আবেদন জানানো হয় ।

আরও পড়ুন : হটস্পট জ়োন থেকে রাজ্যে বিমান নয় : মমতা

তারপরই আজ কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ থেকে টুইট করে বিষয়টি জানিয়ে দেওয়া হয় । প্রসঙ্গত, দিল্লি, মুম্বইয়ের মতো শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার । দেশের মধ্য়ে সব থেকে বেশি কোরোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে । বাণিজ্যনগরী মুম্বইয়ের অবস্থা খুবই চিন্তার । রাজ্যে যে দিন থেকে ভিন রাজ্যে কাজ করা শ্রমিকদের প্রবেশ শুরু হয়েছে, সে দিন থেকেই কোরোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ । এই পরিস্থিতিতেই ভিন রাজ্য়ের সঙ্গে বিমান যোগাযোগ কিছুটা সংকোচন করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছিল নবান্ন ।

নবান্নের তরফে অসাময়িক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল, এই মুহূর্তে গোটা দেশে রেল পরিষেবা অনেকটাই বন্ধ হয়েছে । কিন্তু, বিমান পরিষেবা সে দিক থেকে অনেকটাই উন্মুক্ত । যদি বিমান পরিষেবার ক্ষেত্রে কিছুটা কঠোরতা অবলম্বন করা যায়, তা হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা ।

সাধারণ সময় শুধুমাত্র দিল্লি কলকাতার মধ্যে সপ্তাহে 223 বার উড়ান যাতায়াত করে । যদিও গত এপ্রিল মাস থেকে কিছুটা কমানো হয়েছে উড়ানের সংখ্যা । তাও সংখ্য়াটি 150-এর বেশি বলেই মন্ত্রক সূত্রে খবর । সেখানে মুম্বই-কলকাতার মধ্য়ে সংখ্য়াটা বেশ কিছুটা বেশি। হিসেব বলে, গত জানুয়ারি মাসে দৈনিক 200 টি বিমান এই দুই শহরের মধ্য়ে যাতায়াত করেছে । দিল্লির মতো মুম্বইয়ের ক্ষেত্রেও উড়ান সংখ্য়া বেশ খানিকটা কমেছে । সন্দেহ নেই, আগামী 19 তারিখ পর্যন্ত এই ছয়টি শহরের মধ্য়ে পরিষেবা বন্ধ থাকায় ফের ধাক্কা খাবে উড়ান শিল্প ।

কলকাতা, 4 জুলাই : দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর, আহমেদাবাদ থেকে বাতিল হল কলকাতাগামী সমস্ত উড়ান । 6 থেকে 19 জুলাই পর্যন্ত এই শহরগুলি থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান নামবে না । উড়বে না এই শহরগুলির উদ্দেশ্য়েও । বিষয়টি জানিয়ে আজ টুইট করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিনই রেকর্ড হারে ছড়াচ্ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে হটস্পট জ়োন থেকে রাজ্যে কোনও বিমান প্রবেশ না করার কথা বলা হয় । 6 জুলাই থেকে দেশের মোট আটটি রাজ্য থেকে বিমান যেন পশ্চিমবঙ্গে না ঢোকে, এই দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রে ।

আবেদনে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ ও সুরাত এই আটটি শহর থেকে আসা বিমান যাতে রাজ্যে প্রবেশ না করে তার আবেদন জানানো হয় ।

আরও পড়ুন : হটস্পট জ়োন থেকে রাজ্যে বিমান নয় : মমতা

তারপরই আজ কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ থেকে টুইট করে বিষয়টি জানিয়ে দেওয়া হয় । প্রসঙ্গত, দিল্লি, মুম্বইয়ের মতো শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার । দেশের মধ্য়ে সব থেকে বেশি কোরোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে । বাণিজ্যনগরী মুম্বইয়ের অবস্থা খুবই চিন্তার । রাজ্যে যে দিন থেকে ভিন রাজ্যে কাজ করা শ্রমিকদের প্রবেশ শুরু হয়েছে, সে দিন থেকেই কোরোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ । এই পরিস্থিতিতেই ভিন রাজ্য়ের সঙ্গে বিমান যোগাযোগ কিছুটা সংকোচন করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছিল নবান্ন ।

নবান্নের তরফে অসাময়িক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল, এই মুহূর্তে গোটা দেশে রেল পরিষেবা অনেকটাই বন্ধ হয়েছে । কিন্তু, বিমান পরিষেবা সে দিক থেকে অনেকটাই উন্মুক্ত । যদি বিমান পরিষেবার ক্ষেত্রে কিছুটা কঠোরতা অবলম্বন করা যায়, তা হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা ।

সাধারণ সময় শুধুমাত্র দিল্লি কলকাতার মধ্যে সপ্তাহে 223 বার উড়ান যাতায়াত করে । যদিও গত এপ্রিল মাস থেকে কিছুটা কমানো হয়েছে উড়ানের সংখ্যা । তাও সংখ্য়াটি 150-এর বেশি বলেই মন্ত্রক সূত্রে খবর । সেখানে মুম্বই-কলকাতার মধ্য়ে সংখ্য়াটা বেশ কিছুটা বেশি। হিসেব বলে, গত জানুয়ারি মাসে দৈনিক 200 টি বিমান এই দুই শহরের মধ্য়ে যাতায়াত করেছে । দিল্লির মতো মুম্বইয়ের ক্ষেত্রেও উড়ান সংখ্য়া বেশ খানিকটা কমেছে । সন্দেহ নেই, আগামী 19 তারিখ পর্যন্ত এই ছয়টি শহরের মধ্য়ে পরিষেবা বন্ধ থাকায় ফের ধাক্কা খাবে উড়ান শিল্প ।

Last Updated : Jul 8, 2020, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.