ETV Bharat / state

গুলি চললে প্ররোচনাকারীরাই দায়ি থাকবে : মমতা - npr

গতকাল রানাঘাটের এক অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে। রাজ্য সভাপতির এই মন্তব্যে বিপাকে BJP । দিলীপের মন্তব্যের প্রসঙ্গেই আজ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ মমতার। বললেন, বাংলায় গুলি চলবে না। গুলি চললে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।

mamata
ছবি
author img

By

Published : Jan 13, 2020, 8:56 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : CAA নিয়ে উত্তপ্ত রাজ্য । সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি । দিন কয়েক ধরে ধর্মতলায় চলছে ধরনা । আজ সেই ধরনা মঞ্চ থেকে দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "এটা উত্তরপ্রদেশ নয় বাংলা । এখানে আন্দোলনের ভাষা অন্য । হিংসা বা গুলি চালানোর জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছে । যদি রাজ্যে এরকম কিছু ঘটে, তাহলে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।"

আজ বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউতে দলীয় ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন মমতা । সেখান থেকেই বিরোধী দলগুলিকে কার্যত সতর্ক করে দেন তিনি । বলেন, "আমি একজন রাজনৈতিক নেত্রী । গুলি চালাতে কি উৎসাহ দেব? বলছে, উত্তরপ্রদেশে যা করেছে ঠিক করেছে, বেঙ্গলে কেন হয়নি ? বেঙ্গলে হবে না । অনেকে তোমরা চাইছ বেঙ্গলে গুলি চলুক । তোমরা এটার জন্যই আন্দোলন আন্দোলন নাটক করে বেড়াচ্ছ । আর খেলে বেড়াচ্ছ । কোনও ঘটনা ঘটলে তোমাদের দায় থাকবে । তোমরাই প্ররোচনা দিচ্ছ ।"

আন্দোলনের নামে যাতে হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয় সেবিষয়ে স্পষ্ট বার্তা দেন মমতা । রাজ্যের বিরোধী দল ও কয়েকটি সংগঠন আন্দোলনের নামে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি । মমতা জানান, "আমি এখনও বলছি, প্রশাসন তোমাদের সঙ্গে রয়েছে । কারণ এই আন্দোলনটা তাদেরও । তাদের পরিবারের সদস্যরাও সমর্থন করে । তাহলে তুমি কেন মারপিট করবে ? হিংসা করবে ? সন্ত্রাস চালাবে ?"

পরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মমতার বার্তা, "আমি জানি ছাত্র-ছাত্রীদের খুব কষ্ট হচ্ছে । আমি কাজে থাকি । কয়েকদিন ধরে ওদের কাছে আসছি । আজ ওরা আমার কোলে মাথা রেখে কাঁদছিল । কারণ আবেগে, আদর্শে, দর্শনের জন্য কাঁদছিল ।" ছাত্র সমর্থনকে হাতিয়ার করে CPM ও কংগ্রেসকে মমতার কটাক্ষ, "এই জিনিস তোমরা পাবে না CPM-কংগ্রেস । আর BJP তুমি জাহান্নামে যাও ।"

কলকাতা, 13 জানুয়ারি : CAA নিয়ে উত্তপ্ত রাজ্য । সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি । দিন কয়েক ধরে ধর্মতলায় চলছে ধরনা । আজ সেই ধরনা মঞ্চ থেকে দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "এটা উত্তরপ্রদেশ নয় বাংলা । এখানে আন্দোলনের ভাষা অন্য । হিংসা বা গুলি চালানোর জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছে । যদি রাজ্যে এরকম কিছু ঘটে, তাহলে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।"

আজ বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউতে দলীয় ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন মমতা । সেখান থেকেই বিরোধী দলগুলিকে কার্যত সতর্ক করে দেন তিনি । বলেন, "আমি একজন রাজনৈতিক নেত্রী । গুলি চালাতে কি উৎসাহ দেব? বলছে, উত্তরপ্রদেশে যা করেছে ঠিক করেছে, বেঙ্গলে কেন হয়নি ? বেঙ্গলে হবে না । অনেকে তোমরা চাইছ বেঙ্গলে গুলি চলুক । তোমরা এটার জন্যই আন্দোলন আন্দোলন নাটক করে বেড়াচ্ছ । আর খেলে বেড়াচ্ছ । কোনও ঘটনা ঘটলে তোমাদের দায় থাকবে । তোমরাই প্ররোচনা দিচ্ছ ।"

আন্দোলনের নামে যাতে হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয় সেবিষয়ে স্পষ্ট বার্তা দেন মমতা । রাজ্যের বিরোধী দল ও কয়েকটি সংগঠন আন্দোলনের নামে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি । মমতা জানান, "আমি এখনও বলছি, প্রশাসন তোমাদের সঙ্গে রয়েছে । কারণ এই আন্দোলনটা তাদেরও । তাদের পরিবারের সদস্যরাও সমর্থন করে । তাহলে তুমি কেন মারপিট করবে ? হিংসা করবে ? সন্ত্রাস চালাবে ?"

পরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মমতার বার্তা, "আমি জানি ছাত্র-ছাত্রীদের খুব কষ্ট হচ্ছে । আমি কাজে থাকি । কয়েকদিন ধরে ওদের কাছে আসছি । আজ ওরা আমার কোলে মাথা রেখে কাঁদছিল । কারণ আবেগে, আদর্শে, দর্শনের জন্য কাঁদছিল ।" ছাত্র সমর্থনকে হাতিয়ার করে CPM ও কংগ্রেসকে মমতার কটাক্ষ, "এই জিনিস তোমরা পাবে না CPM-কংগ্রেস । আর BJP তুমি জাহান্নামে যাও ।"

Intro:কলকাতা, ১৩ জানুয়ারি : "বেঙ্গলে গুলি চলবে না । তোমরা যারা ইন্সিষ্ট করছো । কোনও ঘটনা ঘটলে এর দায়িত্ব থাকবে সবার ।' আজ বিকেলে রানী রাসমণি এভেনিউতে দলীয় ছাত্র সংগঠনের ঘটনা মঞ্চে উপস্থিত হয়ে বিরোধী দলগুলিকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Body:আন্দোলনের নামে রাজ্যে কোনও রকম হিংসাত্মক ঘটনা ঘটুক তা চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । বার বারই শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিচ্ছেন তিনি । কিন্তু রাজ্যের বিরোধী দল ও কয়েকটি সংগঠন আন্দোলনের নামে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন মমতা । তিনি মনে করছেন, রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্যই আন্দোলনের নামে উস্কানি মূলক কাজ চলছে। আজ রানী রাসমণি এভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে হাজির হয়ে রীতিমতো অনুযোগের সুরে মমতা বলেন, "আমি একটা পলিটিকাল লিডার । গুলি চালাতে কি এনকারেজ করব ? বলছে ইউপিতে করেছে ঠিক করেছে । বেঙ্গলে কেন হয়নি ? " এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, "বেঙ্গলে হবে না । তোমরা অনেকেই চাইছো বেঙ্গলে গুলি চলুক। সে কারণে NRC র নামে আন্দোলনের নাটক করে বেড়াচ্ছ । খেলে বেড়াচ্ছ। কোন ঘটনা ঘটলে দায়িত্ব তোমাদের সবার থাকবে যারা ইন্সিস্ট করছো ।" পাশাপাশি তিনি জানিয়ে দেন, " আমি এখনও বলি প্রশাসন তোমাদের সঙ্গে রয়েছে। কারণ এই আন্দোলন তাদেরও। তাদের পরিবারের লোকেরাও সমর্থন করে। তুমি কেন মারপিট করবে ? তুমি কেন গন্ডগোল করতে যাবে ? তুমি কেন হিংসা করবে ? কেন সন্ত্রাস চালাবে। ভালোভাবে শান্তিপূর্ণভাবে করো ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.