ETV Bharat / state

এখনও জোটের কোনও মুখ ঠিক হয়নি : সূর্যকান্ত

author img

By

Published : Nov 21, 2020, 10:52 PM IST

অধীর রঞ্জন চৌধুরিকে বাম-কংগ্রেস জোটের প্রধান মুখ করলে বামফ্রন্ট আদৌ মেনে নেবে কি না তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে । এবিষয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে CPI(M)-র রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, জোটের মুখ কে হবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ।

Suryakanta Mishra
সূর্যকান্ত মিশ্র

কলকাতা, 22 নভেম্বর : বাম-কংগ্রেস জোটের নির্দিষ্ট কোনও মুখ এখনও ঠিক হয়নি । জোটের মুখ্যমন্ত্রীর মুখ বলে একটি নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে । বিষয়টি সম্পূর্ণ অসত‍্য বলে জানিয়েছেন CPI(M)-র রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । এখনও পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে এমন কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি । কিছুটা সংবাদ মাধ‍্যমের রটনা বলেও জানান তিনি ।

ইতিমধ্যে একাধিকবার বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠক হয়েছে । সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটের প্রধান মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন CPI(M) রাজ্য সম্পাদক । অধীর রঞ্জন চৌধুরিকে বাম-কংগ্রেস জোটের প্রধান মুখ করলে বামফ্রন্ট আদৌ মেনে নেবে কি না তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে । CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীরা প্রত্যেকেই বিষয়টিকে অসত্য এবং অমূলক বলে মন্তব্য করেছেন । গত সপ্তাহের বাম কংগ্রেস বৈঠকের পর কংগ্রেসের যুব নেতা ঋজু ঘোষাল সোশ্যাল মিডিয়ায় অসত্য মন্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ করেছেন বামফ্রন্টের একাংশ । আলোচনার বিষয়বস্তু ছিল এক গুচ্ছ । কিন্তু সেখানে অধীর চৌধুরি জোটের প্রধান মুখ, এমন কোনও সিদ্ধান্ত হয়নি ।

কংগ্রেস কর্মীরা অধীর চৌধুরিকে চাইতেই পারেন । তা বলে বামফ্রন্টের ইচ্ছাকেও গুরুত্ব দিতে হবে জোট গড়ার ক্ষেত্রে । দাবি শরিকদলের নেতাদের । RSP-র এক শীর্ষ নেতার কথায়, অধীর চৌধুরির মধ্যে এমন কোনও ম্যাজিক নেই যে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন । সবটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে রটানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি । শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে জোটের মধ্যে ফাটল না ধরে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস এবং বামফ্রন্টের একাধিক নেতৃত্ব ।

কলকাতা, 22 নভেম্বর : বাম-কংগ্রেস জোটের নির্দিষ্ট কোনও মুখ এখনও ঠিক হয়নি । জোটের মুখ্যমন্ত্রীর মুখ বলে একটি নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে । বিষয়টি সম্পূর্ণ অসত‍্য বলে জানিয়েছেন CPI(M)-র রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । এখনও পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে এমন কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি । কিছুটা সংবাদ মাধ‍্যমের রটনা বলেও জানান তিনি ।

ইতিমধ্যে একাধিকবার বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠক হয়েছে । সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটের প্রধান মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন CPI(M) রাজ্য সম্পাদক । অধীর রঞ্জন চৌধুরিকে বাম-কংগ্রেস জোটের প্রধান মুখ করলে বামফ্রন্ট আদৌ মেনে নেবে কি না তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে । CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীরা প্রত্যেকেই বিষয়টিকে অসত্য এবং অমূলক বলে মন্তব্য করেছেন । গত সপ্তাহের বাম কংগ্রেস বৈঠকের পর কংগ্রেসের যুব নেতা ঋজু ঘোষাল সোশ্যাল মিডিয়ায় অসত্য মন্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ করেছেন বামফ্রন্টের একাংশ । আলোচনার বিষয়বস্তু ছিল এক গুচ্ছ । কিন্তু সেখানে অধীর চৌধুরি জোটের প্রধান মুখ, এমন কোনও সিদ্ধান্ত হয়নি ।

কংগ্রেস কর্মীরা অধীর চৌধুরিকে চাইতেই পারেন । তা বলে বামফ্রন্টের ইচ্ছাকেও গুরুত্ব দিতে হবে জোট গড়ার ক্ষেত্রে । দাবি শরিকদলের নেতাদের । RSP-র এক শীর্ষ নেতার কথায়, অধীর চৌধুরির মধ্যে এমন কোনও ম্যাজিক নেই যে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন । সবটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে রটানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি । শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে জোটের মধ্যে ফাটল না ধরে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস এবং বামফ্রন্টের একাধিক নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.