ETV Bharat / state

চারদিন ধরে বিদ্যুৎ নেই, রাস্তা অবরোধ করে বিক্ষোভ বেহালার ভূপেন রায় রোডের বাসিন্দাদের - no electricity for four days at behala

বাসিন্দাদের অভিযোগ, তারাতলায় CESE-র অফিসে গিয়ে কথা বলার পরও কোনও লাভ হয়নি । স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষও শুধু আশ্বাস দিয়েছেন। শেষমেশ আজ সকাল 10টা থেকে জেমস লঙ সরণি অবরোধ করেন এলাকাবাসীরা। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন সকলে ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 5:03 PM IST

কলকাতা, 23 মে : আমফানের তাণ্ডবে তছনছ গোটা কলকাতা। চারদিন ধরে এখনও বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। রয়েছে জলের সমস্যাও। যতই দিন যাচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছেন স্থানীয়রা । বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এবার পথে নেমেছেন তাঁরা । বিদ্যুৎ না থাকায় আজ বেহালা জেমস লঙ সরণি অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভূপেন রায় রোডের বাসিন্দারা।

স্থানীয়দের বক্তব্য, আমফান আসার দিন থেকেই বিদ্যুৎ নেই এলাকায়। গত চারদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে গোটা এলাকা। বিদ্যুৎহীন ওই এলাকায় প্রায় সাড়ে চারশো পরিবার থাকেন। তার মধ্যে একটি বস্তিও রয়েছে। ফলে মহিলা, শিশু, অসুস্থ লোকজন ও বয়স্ক মানুষরা চরম দুর্ভোগে রয়েছেন । গতকাল তারাতলায় CESE-র অফিসে গিয়ে কথা বলেছিলেন তাঁরা। সেখান থেকে বলা হয়েছিল, দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে লোক পাঠানো হবে। কিন্তু, গতকাল থেকে আজ বিকেল পর্যন্ত কেউ আসেননি। স্থানীয় কাউন্সিলরের কাছে গিয়ে বারবার আবেদন করেও লাভ হয়নি। তাই আজ সকাল 10টা থেকে জেমস লঙ সরণি অবরোধ করেন এলাকাবাসীরা। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন সকলে ।

image
বেহালার ভূপেন রায় রোডে বাসিন্দাদের বিক্ষোভ

এবিষয়ে স্থানীয় বাসিন্দা পুলক নায়ের বলেন, "আমাদের এখানে চারদিন ধরে বিদ্যুৎ নেই। প্রায় সাড়ে 400 বাড়ি আছে এলাকায়। আমরা স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষকেও জানিয়েছি। তিনি আসবে, আসবে বলছেন। কিন্তু, এখনও বিদ্যুতের দেখা নেই । বাড়িতে বাচ্চা, অসুস্থ লোকজন রয়েছেন । আমরা CESE-তে গেছিলাম। ওখান থেকে বলল লোক যাবে। কিন্তু, এখনও কেউ আসেনি। প্রশাসনের থেকেও কোনও সদুত্তর পাচ্ছি না। আমাদের খুব খারাপ অবস্থা।"

আর এক বাসিন্দা লক্ষ্মী নাথ বলেন, "আমাদের এখানে চারদিন ধরে বিদ্যুৎ নেই। বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। বয়স্করা কষ্ট পাচ্ছেন। চারদিক অন্ধকার। আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম। উনি শুধু, কালকে দেব, পরশু দেব বলে যাচ্ছেন।" এমনকি, এর আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ দেখালে পুলিশ স্থানীয়দের মারধর করেছে বলেও অভিযোগ তুলছেন স্থানীয়রা। লক্ষ্মী নাথ আরও বলেন, " এর আগে এলাকায় পুলিশ এসেছিল । আমরা তাঁদেরও আমাদের কথা বলেছি। কিন্তু, পুলিশ আমাদের এলাকার ছেলেদের মারধর করেছে ।"

কলকাতা, 23 মে : আমফানের তাণ্ডবে তছনছ গোটা কলকাতা। চারদিন ধরে এখনও বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। রয়েছে জলের সমস্যাও। যতই দিন যাচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছেন স্থানীয়রা । বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এবার পথে নেমেছেন তাঁরা । বিদ্যুৎ না থাকায় আজ বেহালা জেমস লঙ সরণি অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভূপেন রায় রোডের বাসিন্দারা।

স্থানীয়দের বক্তব্য, আমফান আসার দিন থেকেই বিদ্যুৎ নেই এলাকায়। গত চারদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে গোটা এলাকা। বিদ্যুৎহীন ওই এলাকায় প্রায় সাড়ে চারশো পরিবার থাকেন। তার মধ্যে একটি বস্তিও রয়েছে। ফলে মহিলা, শিশু, অসুস্থ লোকজন ও বয়স্ক মানুষরা চরম দুর্ভোগে রয়েছেন । গতকাল তারাতলায় CESE-র অফিসে গিয়ে কথা বলেছিলেন তাঁরা। সেখান থেকে বলা হয়েছিল, দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে লোক পাঠানো হবে। কিন্তু, গতকাল থেকে আজ বিকেল পর্যন্ত কেউ আসেননি। স্থানীয় কাউন্সিলরের কাছে গিয়ে বারবার আবেদন করেও লাভ হয়নি। তাই আজ সকাল 10টা থেকে জেমস লঙ সরণি অবরোধ করেন এলাকাবাসীরা। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন সকলে ।

image
বেহালার ভূপেন রায় রোডে বাসিন্দাদের বিক্ষোভ

এবিষয়ে স্থানীয় বাসিন্দা পুলক নায়ের বলেন, "আমাদের এখানে চারদিন ধরে বিদ্যুৎ নেই। প্রায় সাড়ে 400 বাড়ি আছে এলাকায়। আমরা স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষকেও জানিয়েছি। তিনি আসবে, আসবে বলছেন। কিন্তু, এখনও বিদ্যুতের দেখা নেই । বাড়িতে বাচ্চা, অসুস্থ লোকজন রয়েছেন । আমরা CESE-তে গেছিলাম। ওখান থেকে বলল লোক যাবে। কিন্তু, এখনও কেউ আসেনি। প্রশাসনের থেকেও কোনও সদুত্তর পাচ্ছি না। আমাদের খুব খারাপ অবস্থা।"

আর এক বাসিন্দা লক্ষ্মী নাথ বলেন, "আমাদের এখানে চারদিন ধরে বিদ্যুৎ নেই। বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। বয়স্করা কষ্ট পাচ্ছেন। চারদিক অন্ধকার। আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম। উনি শুধু, কালকে দেব, পরশু দেব বলে যাচ্ছেন।" এমনকি, এর আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ দেখালে পুলিশ স্থানীয়দের মারধর করেছে বলেও অভিযোগ তুলছেন স্থানীয়রা। লক্ষ্মী নাথ আরও বলেন, " এর আগে এলাকায় পুলিশ এসেছিল । আমরা তাঁদেরও আমাদের কথা বলেছি। কিন্তু, পুলিশ আমাদের এলাকার ছেলেদের মারধর করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.