ETV Bharat / state

কোরোনা কেড়েছে জৌলুস, ফাটাকেষ্টর কালীপুজোতে আসছেন না কোনও তারকা - Kali Puja 2020

এই বছর তারকা গায়ক অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়নি । পুজোর মণ্ডপের আয়তন ছোটো করা হয়েছে অন্যান্য বছরের তুলনায় । মঞ্চ ছোটো করা হয়েছে । সেই সঙ্গে ভিড় সামাল দিতে সবরকম ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তরা ।

ফাটাকেষ্টর কালীপুজো
ফাটাকেষ্টর কালীপুজো
author img

By

Published : Nov 12, 2020, 10:58 PM IST

Updated : Nov 13, 2020, 1:23 AM IST

কলকাতা, 12 নভেম্বর : আজ থেকে 63 বছর আগে পাড়ার কয়েকজন মিলে শুরু করেছিল নব যুবক সংঘের কালীপুজো । যদিও পরে সেই পুজো প্রসিদ্ধ হয় কৃষ্ণ চন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর কালীপুজো নামে । ফাটাকেষ্টর কালী প্রতিমা দর্শন করতে টলিপাড়ার বহু তারকাই আসেন এখানে । আসেন মুম্বইয়ের গায়ক-অভিনেতারাও । রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে, উত্তম কুমার, মান্না দে'রা এসেছেন এই পুজোয় । বর্তমান সময়ে বাপি লাহিড়ী, প্রীতম, জিৎ গাঙ্গুলি থেকে সমস্ত গায়ক-অভিনেতা আসেন এই পুজোতে । তারকাখচিত এই পুজোতে এবছর আসছেন না কোনও তারকা।

আচার রীতিনীতি এক থাকলেও ফাটাকেষ্টর পুজোর জৌলুস কমেছে এবছর কোরোনা পরিস্থিতির জন্য । দেশের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন হিরের নাকছাবি দিয়েছেন এই ফাটাকেষ্টর পুজোর কালী প্রতিমাকে । মানুষের বিশ্বাস এই কালী প্রতিমার কাছে মানত করলে সেই মানত পূর্ণ হয় । তাই মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই কালী মায়ের কাছে পুজো দিতে । পুজোর দু'দিন আগেই বিশাল সমারোহে এই পুজোর উদ্বোধন হয় । টলি-বলির সেরা অভিনেতা, অভিনেত্রী, গায়করা আসেন পুজোর উদ্বোধনে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে অনেক কিছুর পরিবর্তন করতে হয়েছে উদ্যোক্তাদের ।

এই বছর তারকাহীন থাকবে ফাটাকেষ্টর কালীপুজো

এবছর তারকা গায়ক অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়নি । পুজোর মণ্ডপের আয়তন ছোটো করা হয়েছে অন্যান্য বছরের তুলনায় । মঞ্চ ছোটো করা হয়েছে । সেই সঙ্গে ভিড় সামাল দিতে সবরকম ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তরা । স্থানীয় বাসিন্দাদের যাতে যাতায়াতে সমস্যা না হয় তার জন্য পরিচয় পত্র দেওয়া হয়েছে বাসিন্দাদের । পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা ।

কোনওদিন এই রকম পরিস্থিতিতে পুজো হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পুজো উদ্যোক্তারা । প্রতিবছরই এই প্রতিমা দর্শন করতেও পুজো দিতে হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে এই পুজো মণ্ডপে । কিন্তু কোরোনা পরিস্থিতির জন্য এবছর সবকিছুই বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা । তারা জানিয়েছেন মণ্ডপে যাতে একসঙ্গে বেশি মানুষের ভিড় না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। তাছাড়াও মণ্ডপের বাইরে বসানো হবে স্যানিটাইজ়ার টানেল গেট । কোরোনার বিধি মেনেই সবরকম ব্যবস্থা করেই এবছর পুজো করা হবে ।

কলকাতা, 12 নভেম্বর : আজ থেকে 63 বছর আগে পাড়ার কয়েকজন মিলে শুরু করেছিল নব যুবক সংঘের কালীপুজো । যদিও পরে সেই পুজো প্রসিদ্ধ হয় কৃষ্ণ চন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর কালীপুজো নামে । ফাটাকেষ্টর কালী প্রতিমা দর্শন করতে টলিপাড়ার বহু তারকাই আসেন এখানে । আসেন মুম্বইয়ের গায়ক-অভিনেতারাও । রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে, উত্তম কুমার, মান্না দে'রা এসেছেন এই পুজোয় । বর্তমান সময়ে বাপি লাহিড়ী, প্রীতম, জিৎ গাঙ্গুলি থেকে সমস্ত গায়ক-অভিনেতা আসেন এই পুজোতে । তারকাখচিত এই পুজোতে এবছর আসছেন না কোনও তারকা।

আচার রীতিনীতি এক থাকলেও ফাটাকেষ্টর পুজোর জৌলুস কমেছে এবছর কোরোনা পরিস্থিতির জন্য । দেশের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন হিরের নাকছাবি দিয়েছেন এই ফাটাকেষ্টর পুজোর কালী প্রতিমাকে । মানুষের বিশ্বাস এই কালী প্রতিমার কাছে মানত করলে সেই মানত পূর্ণ হয় । তাই মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই কালী মায়ের কাছে পুজো দিতে । পুজোর দু'দিন আগেই বিশাল সমারোহে এই পুজোর উদ্বোধন হয় । টলি-বলির সেরা অভিনেতা, অভিনেত্রী, গায়করা আসেন পুজোর উদ্বোধনে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে অনেক কিছুর পরিবর্তন করতে হয়েছে উদ্যোক্তাদের ।

এই বছর তারকাহীন থাকবে ফাটাকেষ্টর কালীপুজো

এবছর তারকা গায়ক অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়নি । পুজোর মণ্ডপের আয়তন ছোটো করা হয়েছে অন্যান্য বছরের তুলনায় । মঞ্চ ছোটো করা হয়েছে । সেই সঙ্গে ভিড় সামাল দিতে সবরকম ব্যবস্থা নিয়েছেন উদ্যোক্তরা । স্থানীয় বাসিন্দাদের যাতে যাতায়াতে সমস্যা না হয় তার জন্য পরিচয় পত্র দেওয়া হয়েছে বাসিন্দাদের । পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা ।

কোনওদিন এই রকম পরিস্থিতিতে পুজো হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পুজো উদ্যোক্তারা । প্রতিবছরই এই প্রতিমা দর্শন করতেও পুজো দিতে হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে এই পুজো মণ্ডপে । কিন্তু কোরোনা পরিস্থিতির জন্য এবছর সবকিছুই বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা । তারা জানিয়েছেন মণ্ডপে যাতে একসঙ্গে বেশি মানুষের ভিড় না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। তাছাড়াও মণ্ডপের বাইরে বসানো হবে স্যানিটাইজ়ার টানেল গেট । কোরোনার বিধি মেনেই সবরকম ব্যবস্থা করেই এবছর পুজো করা হবে ।

Last Updated : Nov 13, 2020, 1:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.