ETV Bharat / state

সেন্ট্রাল পার্কের গেটের ২০ মিটারের মধ্যে আন্দোলন নয়, হাইকোর্ট - Para teacher related news

পার্শ্বশিক্ষকদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "আমরা প্রথম থেকেই সেন্ট্রাল পার্কের গেট ছেড়েই বসে আছি । পাশাপাশি বিধান রায়ের মূর্তির পেছন দিকে জায়গা না থাকায় সামনের দিকে অল্প সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অবস্থান করছেন ।"

হাইকোর্ট
author img

By

Published : Nov 23, 2019, 12:31 AM IST


কলকাতা, 22 নভেম্বর : সেন্ট্রাল পার্কের যে কোনও গেটের 20 মিটারের মধ্যে বসতে পারবেন না পার্শ্বশিক্ষকরা । পাশাপাশি নিয়মিত ট্রাফিক ব্যবস্থা যেন কোনওভাবেই ব্যাহত না করা হয়, নির্দেশ হাইকোর্টের । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল ৷ আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে AG কিশোর দত্ত আবারও এই অবস্থানের বিরোধিতা করে পার্শ্বশিক্ষকরা যাতে জায়গা ছেড়ে দেন সেই আর্জি জানান । ওই এলাকায় যাতায়াতের খুব সমস্যা হচ্ছে ৷

পার্শ্বশিক্ষকদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "আমরা প্রথম থেকেই সেন্ট্রাল পার্কের গেট ছেড়েই বসে আছি । পাশাপাশি বিধান রায়ের মূর্তির পেছন দিকে জায়গা না থাকায় সামনের দিকে অল্প সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অবস্থান করছেন ।"

রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেন, "শিক্ষকরা আপত্তিকর বিভিন্ন কথা অবস্থান মঞ্চ থেকে বলছেন । এটা অবিলম্বে যেন বন্ধ করা হয়, সেই ব্যবস্থা করুক আদালত ।" বিচারপতি সঙ্গে সঙ্গে মন্তব্য করেন, "আমি কেন বলতে যাব ৷ আপনার সরকারকে বলুন ওই খানে সংবাদমাধ্যমের লোকজনকে ঢুকতে না দিতে । তাহলেই কিছু ছড়াবে না ।"


কলকাতা, 22 নভেম্বর : সেন্ট্রাল পার্কের যে কোনও গেটের 20 মিটারের মধ্যে বসতে পারবেন না পার্শ্বশিক্ষকরা । পাশাপাশি নিয়মিত ট্রাফিক ব্যবস্থা যেন কোনওভাবেই ব্যাহত না করা হয়, নির্দেশ হাইকোর্টের । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল ৷ আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে AG কিশোর দত্ত আবারও এই অবস্থানের বিরোধিতা করে পার্শ্বশিক্ষকরা যাতে জায়গা ছেড়ে দেন সেই আর্জি জানান । ওই এলাকায় যাতায়াতের খুব সমস্যা হচ্ছে ৷

পার্শ্বশিক্ষকদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "আমরা প্রথম থেকেই সেন্ট্রাল পার্কের গেট ছেড়েই বসে আছি । পাশাপাশি বিধান রায়ের মূর্তির পেছন দিকে জায়গা না থাকায় সামনের দিকে অল্প সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অবস্থান করছেন ।"

রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেন, "শিক্ষকরা আপত্তিকর বিভিন্ন কথা অবস্থান মঞ্চ থেকে বলছেন । এটা অবিলম্বে যেন বন্ধ করা হয়, সেই ব্যবস্থা করুক আদালত ।" বিচারপতি সঙ্গে সঙ্গে মন্তব্য করেন, "আমি কেন বলতে যাব ৷ আপনার সরকারকে বলুন ওই খানে সংবাদমাধ্যমের লোকজনকে ঢুকতে না দিতে । তাহলেই কিছু ছড়াবে না ।"

Intro:সেন্ট্রাল পার্কের গেটের ২০ মিটারের মধ্যে ও নিয়মিত ট্রাফিক ব্যাহত না করার নির্দেশ পার্শ্বশিক্ষক দেরকে Body:মানস নস্কর

সেন্ট্রাল পার্কের গেটের ২০ মিটারের মধ্যে বসা যাবেনা, নিয়মিত ট্রাফিক ব্যাহত করা যাবেনা, পার্শ্বশিক্ষকদেরকে নির্দেশ হাইকোর্টের


কলকাতা ২২ নভেম্বর ঃ
সেন্ট্রাল পার্কের যে কোন গেটের ২০ মিটারের মধ্যে বসতে পারবে না পার্শ্বশিক্ষকরা।পাশাপাশি নিয়মিত ট্রাফিক ব্যাবস্থা যেন কোন ভাবেই ব্যাহত না করা হয়; নির্দেশ হাইকোর্টের। বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল।আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত আবারও এই অবস্থানের বিরোধিতা করে পার্শ্বশিক্ষকরা যাতে জায়গা ছেড়ে দেয় সেই আর্জি জানান।কারন ঐ এলাকায় যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। সেন্ট্রাল পার্কে যাতায়াতের সমস্যা হচ্ছে। কিন্ত পার্শ্বশিক্ষকদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন,"আমরা প্রথম থেকেই সেট্রাল পার্কের গেট ছেড়েই বসে আছি।পাশাপাশি বিধান রায়ের মুর্তির পেছনদিকে জায়গা না থাকায় সামনের দিকে অল্পসংখ্যক শিক্ষাক-শিক্ষিকা অবস্থান করছেন।"
রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, "শিক্ষক আপত্তিকর বিভিন্ন কথা অবস্থানে বসে বলছে।এটা অবিলম্বে যাতে বন্ধ করা হয় সেই ব্যাবস্থা করুক আদালত। '" বিচারপতি সঙ্গে সঙ্গে মন্তব্য করেন, "আমি কেন বলতে যাব!আপনার সরকারকে বলুন তারা ঐখানে যাতে সংবাদমাধ্যমের লোকজনকে ঢুকতে না দিতে। তাহলেই কিছু ছড়াবে না।"

প্রসঙ্গত পার্শ্বশিক্ষকদের অবস্থান প্রায় দুসপ্তাহ হতে চলেছে। ইতিমধ্যে গত এক জনের মৃত্যু ও আর এক জনের ব্রেন স্ট্রোকের মত মরমান্তিক ঘটনা ঘটে গেছে।কিন্ত এখনো পর্যন্ত সরকারের তরফে তেমন ইতিবাচক পদক্ষেপের সম্ভাবনা দেখা যায় নি যাতে এই অবস্থান ওঠে।


১০ অক্টোবর হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে ধর্না অবস্থানে বসার অনুমতি পান পার্শ্বশিক্ষকরা। হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব ব্যানার্জি ও কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।তবে কিছু বিধিনিষেধ আরোপ করে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ ছিল,
বিকাশ ভবনের ১০০ মিটার দূরে ধর্না, অবস্থানে বসতে পারবেন মাত্র ৩০০ জন পার্শ্বশিক্ষক শিক্ষিকা। বাকিদের সেন্ট্রাল পার্কের কাছে বিধান চন্দ্র রায়ের মূর্তির কাছে শান্তিপূর্ণ অবস্থান করতে বলা হয়৷ পুলিশকে বলা হয় ওই শিক্ষকদের প্রতি কোনোরকম বেপরোয়া মনোভাব যেন না দেখানো হয়। আর পার্শ্বশিক্ষকদেরও বলা হয় শান্তিপূর্ণ অবস্থান করতে। এজি কিশোর দত্তকে বলা হয়, শিক্ষকদের যে দাবিদাওয়াগুলি ন্যায্য হবে সেগুলি বিবেচনা করতে। এবং শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখাতে। কারণ এরা রাজ্য সরকারেরই কর্মচারী । কিন্ত রাজ্যের তরফে এখন পর্যন্ত তেমন কোন সহানুভূতির দেখা মেলেনি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.