ETV Bharat / state

Nitish Kumar meets to Mamata: নজরে বিরোধী জোট, মমতা-নীতীশ বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

দুপুর দু'টোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমারের বৈঠক হওয়ার কথা। তার আগেই এই বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

Etv Bharat
নজরে বিরোধী জোট
author img

By

Published : Apr 24, 2023, 12:23 PM IST

কলকাতা, 24 এপ্রিল: নজরে বিরোধী জোট ৷ 2024 সালের লোকসভা ভোটে জাতীয় স্তরে বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দলের জোট গঠনই এখন মূল লক্ষ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ সেই মর্মে কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ ৷ সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি ৷ যার জেরে, জাতীয় রাজনীতিতে সোমবার একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কারণ বিরোধী জোটের যে সলতে পাকানোর প্রক্রিয়া শুরু হয়েছে তারই পরবর্তী পদক্ষেপ হিসাবে এদিন নবান্নে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এদিন দুপুর দু'টোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমারের বৈঠক হবে। তার আগেই এই বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। ঠিক কোন জায়গা থেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ! আগামী বছর লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট সময় বাকি থাকলেও বিরোধী শিবির ছিন্ন-বিচ্ছিন্ন। আর এটাই কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে সবচেয়ে বড় শক্তি। শরদ পাওয়ার বা কংগ্রেসের তরফ থেকে নিজের মতো করে বিরোধীদের একজোট করার চেষ্টা হলেও এখনও পর্যন্ত সবাইকে এক মঞ্চে নিয়ে আসার সম্ভব হয়নি

ঠিক এই সময়ে মঞ্চে অবতীর্ণ হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। এক্ষেত্রে নীতীশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই মুহূর্তে দেশের রাজনীতির অন্যতম বড় শক্তিগুলি অর্থাৎ কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের দল আপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, এমকে স্ট্যালিনের ডিএমকে এবং অখিলেশের দল সমাজবাদী পার্টিকে নিয়ে আসা। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বৈঠক করে অ-কংগ্রেসি ও অ-বিজেপি জোটের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁদের আবার কংগ্রেস-সহ বৃহত্তর বিরোধী মঞ্চে নিয়ে আসার কাজটাই করতে হবে বিহারের মুখ্যমন্ত্রীকে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেন, "বিরোধী শিবিরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মুখ। বিভিন্ন সময়ে কখনও নেতার সঙ্গে নেতার কখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেখান থেকেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন, "2019-এর লোকসভা ভোটের পর থেকে গোটা দেশে বিজেপির ভোটের হার কমেছে। এই মুহূর্তে ১৬ টা রাজনৈতিক দল তাদের ছেড়ে চলে গিয়েছে। তারা জানে যত বিজেপি বিরোধী দলগুলো কাছাকাছি আসবে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যখন এই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছেন তখন ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে। আর সেই কারণেই বিজেপি আতঙ্কিত। এ ধরনের বৈঠক যত হবে বিজেপির বিপদ তত বাড়বে।" অন্যদিকে নীতীশ-মমতার বৈঠক নিয়ে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি ৷ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "যত লোকসভা নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের বৈঠক বাড়বে। এই ধরনের প্রেমালাপ চলবে। কিন্তু প্রেমহীন ভালোবাসা দিয়ে কোনও সুখের ঘর ওরা বাঁধতে পারবে না।" বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "লোকসভা ভোট আসছে, আবার ঘোট পাকানোর চেষ্টা হচ্ছে। আগেরবারও চেষ্টা হয়েছিল কিন্তু সফল হয়নি। নীতীশ কুমার ইতিমধ্যেই আমাদের একবার ধোঁকা দিয়েছেন। আরও একবার দিলেন। তবে চিন্তা নেই বিহার থেকে নীতিশ কুমারের রাজত্ব শেষ হবে, আর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের রাজত্বও শেষ করব আমরা।"

আরও পড়ুন: সফর সূচিতে বদল, মঙ্গল নয় সোমেই মমতার দরবারে নীতীশ

প্রসঙ্গত, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর উত্তরপ্রদেশ যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। যতদূর শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বিরোধী শীর্ষ নেতৃত্বের বৈঠক নির্বাচনের আগে তৃণমূলের গুরুত্ব তা আরও একবার প্রমাণ করছে। প্রথমে মমতা অখিলেশ বৈঠক, তারপর মমতা নবীন পট্টনায়ক সাক্ষাৎ, মমতা কুমার স্বামীর বৈঠকের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার এই বৈঠকের পর এই দুই বড় নেতা কী বলেন!

কলকাতা, 24 এপ্রিল: নজরে বিরোধী জোট ৷ 2024 সালের লোকসভা ভোটে জাতীয় স্তরে বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দলের জোট গঠনই এখন মূল লক্ষ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৷ সেই মর্মে কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ ৷ সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি ৷ যার জেরে, জাতীয় রাজনীতিতে সোমবার একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কারণ বিরোধী জোটের যে সলতে পাকানোর প্রক্রিয়া শুরু হয়েছে তারই পরবর্তী পদক্ষেপ হিসাবে এদিন নবান্নে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এদিন দুপুর দু'টোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমারের বৈঠক হবে। তার আগেই এই বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। ঠিক কোন জায়গা থেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ! আগামী বছর লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট সময় বাকি থাকলেও বিরোধী শিবির ছিন্ন-বিচ্ছিন্ন। আর এটাই কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে সবচেয়ে বড় শক্তি। শরদ পাওয়ার বা কংগ্রেসের তরফ থেকে নিজের মতো করে বিরোধীদের একজোট করার চেষ্টা হলেও এখনও পর্যন্ত সবাইকে এক মঞ্চে নিয়ে আসার সম্ভব হয়নি

ঠিক এই সময়ে মঞ্চে অবতীর্ণ হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। এক্ষেত্রে নীতীশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই মুহূর্তে দেশের রাজনীতির অন্যতম বড় শক্তিগুলি অর্থাৎ কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের দল আপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, এমকে স্ট্যালিনের ডিএমকে এবং অখিলেশের দল সমাজবাদী পার্টিকে নিয়ে আসা। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বৈঠক করে অ-কংগ্রেসি ও অ-বিজেপি জোটের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁদের আবার কংগ্রেস-সহ বৃহত্তর বিরোধী মঞ্চে নিয়ে আসার কাজটাই করতে হবে বিহারের মুখ্যমন্ত্রীকে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ বলেন, "বিরোধী শিবিরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মুখ। বিভিন্ন সময়ে কখনও নেতার সঙ্গে নেতার কখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেখান থেকেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন, "2019-এর লোকসভা ভোটের পর থেকে গোটা দেশে বিজেপির ভোটের হার কমেছে। এই মুহূর্তে ১৬ টা রাজনৈতিক দল তাদের ছেড়ে চলে গিয়েছে। তারা জানে যত বিজেপি বিরোধী দলগুলো কাছাকাছি আসবে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যখন এই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছেন তখন ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে। আর সেই কারণেই বিজেপি আতঙ্কিত। এ ধরনের বৈঠক যত হবে বিজেপির বিপদ তত বাড়বে।" অন্যদিকে নীতীশ-মমতার বৈঠক নিয়ে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি ৷ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "যত লোকসভা নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের বৈঠক বাড়বে। এই ধরনের প্রেমালাপ চলবে। কিন্তু প্রেমহীন ভালোবাসা দিয়ে কোনও সুখের ঘর ওরা বাঁধতে পারবে না।" বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "লোকসভা ভোট আসছে, আবার ঘোট পাকানোর চেষ্টা হচ্ছে। আগেরবারও চেষ্টা হয়েছিল কিন্তু সফল হয়নি। নীতীশ কুমার ইতিমধ্যেই আমাদের একবার ধোঁকা দিয়েছেন। আরও একবার দিলেন। তবে চিন্তা নেই বিহার থেকে নীতিশ কুমারের রাজত্ব শেষ হবে, আর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের রাজত্বও শেষ করব আমরা।"

আরও পড়ুন: সফর সূচিতে বদল, মঙ্গল নয় সোমেই মমতার দরবারে নীতীশ

প্রসঙ্গত, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর উত্তরপ্রদেশ যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। যতদূর শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বিরোধী শীর্ষ নেতৃত্বের বৈঠক নির্বাচনের আগে তৃণমূলের গুরুত্ব তা আরও একবার প্রমাণ করছে। প্রথমে মমতা অখিলেশ বৈঠক, তারপর মমতা নবীন পট্টনায়ক সাক্ষাৎ, মমতা কুমার স্বামীর বৈঠকের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার এই বৈঠকের পর এই দুই বড় নেতা কী বলেন!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.