ETV Bharat / state

পশ্চিমবঙ্গে পাঠানো কোরোনা টেস্ট কিটে সমস্যা আছে, মেনে নিল কেন্দ্রীয় সংস্থা

author img

By

Published : Apr 21, 2020, 2:07 PM IST

পশ্চিমবঙ্গে টেস্ট অত‍্যন্ত কম সংখ্যায় করানো হচ্ছে । গোটা দেশের নিরিখে এই তালিকায় নিচের দিকে আছে রাজ্যের নাম । সেটা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে ।

problem
কোরোনা টেস্ট কিটে সমস্যা

কলকাতায়, 21 এপ্রিল: কোরোনার টেস্ট কিটে সমস্যা আছে । ওই কিটের মাধ্যমে পরীক্ষায় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় । বিষয়টি মেনে নিল কেন্দ্রীয় সংস্থা NICED। সংস্থার অন্যতম ডিরেক্টর শান্তা দত্ত বিষয়টি মেনে নিয়ে জানান, ICMR গুরুত্বের সঙ্গে দ্রুত এই ত্রুটি সংশোধনের চেষ্টা চালাচ্ছে ।

পশ্চিমবঙ্গে টেস্ট অত‍্যন্ত কম সংখ্যায় হচ্ছে । গোটা দেশের নিরিখে এই তালিকায় নিচের দিকে আছে রাজ্যের নাম । সেটা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে । পাশাপাশি অভিযোগ উঠেছে, স্যাম্পল নেওয়ার পর টেস্ট রিপোর্ট আসতে অনেকটাই দেরি হচ্ছে । এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলেছেন অনেকেই । সেই সূত্র ধরে অভিযোগকারীদের সন্দেহ, ইচ্ছাকৃতভাবে আক্রান্তের সংখ্যা কম দেখানোর জন্য সরকার টেস্ট রিপোর্ট দেরি করে দিচ্ছে । আশঙ্কা, এর ফলে সংক্রমণ আরও বাড়তে পারে ।

অবশেষে রবিবার নবান্নের তরফে পালটা অভিযোগ করা হয় । বলা হয়, আগে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সরাসরি যে কিটগুলি এসেছে সেগুলিতে কোনও সমস্যা ছিল না । পরের কিটগুলি পাঠানো হয়েছে ICMR-নাইসেড কলকাতা থেকে । এই কিটগুলি ত্রুটিপূর্ণ । তার জেরে একাধিকবার টেস্ট করতে হচ্ছে । সেই কারণে রিপোর্ট আসতে দেরি হচ্ছে ।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শান্তা দত্ত বলেন, "এই ত্রুটির বিষয়টি ICMR-এর নজরে এসেছে । যাঁরা ওই কিট তৈরি করেছেন তাঁরা বিষয়টি ঠিকমতো পরীক্ষা না করেই পাঠিয়ে দিয়েছিলেন । বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ICMR ।"

কলকাতায়, 21 এপ্রিল: কোরোনার টেস্ট কিটে সমস্যা আছে । ওই কিটের মাধ্যমে পরীক্ষায় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় । বিষয়টি মেনে নিল কেন্দ্রীয় সংস্থা NICED। সংস্থার অন্যতম ডিরেক্টর শান্তা দত্ত বিষয়টি মেনে নিয়ে জানান, ICMR গুরুত্বের সঙ্গে দ্রুত এই ত্রুটি সংশোধনের চেষ্টা চালাচ্ছে ।

পশ্চিমবঙ্গে টেস্ট অত‍্যন্ত কম সংখ্যায় হচ্ছে । গোটা দেশের নিরিখে এই তালিকায় নিচের দিকে আছে রাজ্যের নাম । সেটা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে । পাশাপাশি অভিযোগ উঠেছে, স্যাম্পল নেওয়ার পর টেস্ট রিপোর্ট আসতে অনেকটাই দেরি হচ্ছে । এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলেছেন অনেকেই । সেই সূত্র ধরে অভিযোগকারীদের সন্দেহ, ইচ্ছাকৃতভাবে আক্রান্তের সংখ্যা কম দেখানোর জন্য সরকার টেস্ট রিপোর্ট দেরি করে দিচ্ছে । আশঙ্কা, এর ফলে সংক্রমণ আরও বাড়তে পারে ।

অবশেষে রবিবার নবান্নের তরফে পালটা অভিযোগ করা হয় । বলা হয়, আগে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সরাসরি যে কিটগুলি এসেছে সেগুলিতে কোনও সমস্যা ছিল না । পরের কিটগুলি পাঠানো হয়েছে ICMR-নাইসেড কলকাতা থেকে । এই কিটগুলি ত্রুটিপূর্ণ । তার জেরে একাধিকবার টেস্ট করতে হচ্ছে । সেই কারণে রিপোর্ট আসতে দেরি হচ্ছে ।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শান্তা দত্ত বলেন, "এই ত্রুটির বিষয়টি ICMR-এর নজরে এসেছে । যাঁরা ওই কিট তৈরি করেছেন তাঁরা বিষয়টি ঠিকমতো পরীক্ষা না করেই পাঠিয়ে দিয়েছিলেন । বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ICMR ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.