কলকাতা, 27 মে :ফের বিরল অস্ত্রপ্রচার কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিনামূল্যে 7 বছরের এক শিশুর সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। অস্থিমজ্জা প্রতিস্থাপন করলেন হাসপাতালের হেমাটোলজি বিভাগ। এপ্রিলের শেষ দিকে শুরু হয়েছিল এই চিকিৎসা ৷ সরকারি হাসপাতালে বিনামূল্যে এই ক্যানসার চিকিৎসা বিরল বলেই মনে করছে স্বাস্থ্য ভবন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা কৃষ্ণ আগরওয়ালের আড়াই বছর বয়সে বোনম্যারোতে ক্যানসার ধরা পড়েছিল। কেমো-রেডিয়েশন দিয়ে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও বারবার এই মারণ রোগ গ্রাস করে নিচ্ছিল শিশুটির দেহ। চিকিৎসকরা জানিয়েছিলেন, কৃষ্ণ-র সেরে ওঠার একমাত্র উপায় অস্থিমজ্জা প্রতিস্থাপন। তবে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে গেলে তার খরচ প্রায় 30 লক্ষ টাকা। ফলে কৃষ্ণার পরিবার দারস্থ হয়েছিল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগে।
চিকিৎসক সন্দীপ সাহার তত্ত্বাবধানে এপ্রিলের শেষের দিকে 7 বছরের কৃষ্ণর অস্ত্রোপচার শুরু হয়েছিল। চিকিৎসক বলেন," আমাদের প্রথম দিকে সমস্যায় পড়তে হয়েছিল ৷ কারণ কৃষ্ণর বোনম্যারোর সঙ্গে ডোনারের বোনম্যারো পুরোপুরি মিলছিল না। আমরা হাফ মিল পাচ্ছিলাম। যা অনেক চিন্তার। এমনকি ডোনারের সঙ্গে তার রক্তের গ্রুপেরও মিল নেই। তখন বিষয়টা জটিল হয়ে দাঁড়ায়। তারপর একমাস ধরে তাঁর বোনম্যারো প্রতিস্থাপন করা হয়েছে। রেডিও থেরাপি ও কেমো দিয়ে পুরো কাজ সম্পূর্ণ করি ৷ মাঝে ওষুধও দিতাম। এর ফলে হাড়ের খারাপ অংশটা ফেলে দিয়ে ভালোটা প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে ওই শিশুটি সম্পূর্ণ সুস্থ। তবে নিয়ম মেনে ওষুধ খেয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শও নিতে হবে।"
তবে এইভাবে বোনম্যারো প্রতিস্থাপন নতুন নয়। তবে বিনামূল্যে এ ধরণের চিকিৎসা আগে কোথাও হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। চিকিৎসক জানান, সমাজের অনেক উচ্চবৃত্ত মানুষেরাও এই ধরণের রোগের ক্ষেত্রে অর্থের চিন্তা করেই পিছিয়ে আসেন। কারণ বেসরকারি ক্ষেত্রে এর খরচা প্রায় কয়েক লক্ষ টাকা। তা একদম বিনামূল্যে হয়তো কোথাও হয়নি। দ্বিতীয়ত কোনও শিশুর এই হাফ ম্যাচে অস্থি প্রতিস্থাপন হয়েছে কিনা তাও জানা নেই।
আরও পড়ুন: জরায়ুতে সাড়ে পাঁচ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচারে নজির শিলিগুড়িতে
পাশাপাশি চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, এই ধরণের অপারেশনের ক্ষেত্রে নিরাপত্তা ও সতর্কতা বেশি অবলম্বন করতে হয় ৷ নাহলে ইনফেকশন হওয়ার প্রচন্ড ঝুঁকি থাকে ৷ ফলত সবকিছুর দিকে নজর রেখেই এই অপারেশন করা হয়েছে ৷