ETV Bharat / state

Mominpur Case: মোমিনপুর কাণ্ডে জেএমবি-র ছায়া দেখছে এনআইএ, উদ্ধার লক্ষ লক্ষ টাকা - মোমিনপুরের ঘটনা

মোমিনপুর কাণ্ডে (Mominpur Case) জেএমবি-র ছায়া দেখছে (JMB link in Mominpur case) জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)৷ আজ মোমিনপুরের ভূ-কৈলাস রোডের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে ৷

NIA ETV Bharat
এনআইএ
author img

By

Published : Jan 4, 2023, 5:36 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: মোমিনপুর উত্তেজনা (Mominpur Case) কাণ্ডের তদন্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র ছায়া (JMB link in Mominpur case) দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)৷ এই ঘটনায় এনআইএ গোয়েন্দারা আজ মোমিনপুরের ভূ-কৈলাস রোডের মোট 17টি জায়গায় তল্লাশি অভিযান চালান । তার মধ্যে চারটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 35 লক্ষ টাকা । এনআইএ গোয়েন্দাদের অভিযোগ, এই 35 লক্ষ টাকার পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র ৷ যা থেকে প্রাথমিকভাবে জঙ্গি যোগের ছায়া দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ।

মোমিনপুরের উত্তেজনার ঘটনার নেপথ্যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি বা জামাতুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাজ করেছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রের খবর, এলাকার প্রভাবশালী সালাউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে আজ তল্লাশি অভিযান চালানো হয় । কিন্তু ঘটনাচক্রে সালাউদ্দিনের খোঁজ এখনও পর্যন্ত মেলেনি । অভিযোগ, তাঁর পরিবারের এক সদস্যকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা একবালপুর এলাকার ভূ-কৈলাশ রোডে ঢুকতে গেলে প্রবল বাধার সম্মুখীন হতে হয় গোয়েন্দাদের । পরে স্থানীয় একবালপুর থানার পুলিশ এসে গোটা পরিস্থিতি সামাল দেয় । এরপরই শুরু হয় তদন্ত প্রক্রিয়া । শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ঘটনাস্থলে এখনও রয়েছেন এনআইএ গোয়েন্দারা ৷ রয়েছেন একবালপুর থানার প্রচুর পুলিশ কর্মীও ।

আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষের তদন্তে মোমিনপুরে পৌঁছলেন এনআইএ প্রতিনিধিরা

সূত্রের খবর, টাকা গোনার মেশিন দিয়ে এখনও পর্যন্ত টাকা গোনার পর্ব চলছে । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা তদন্ত প্রক্রিয়ায় মোট 35 লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে ।

সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় একবালপুর-মোমিনপুর এলাকায় । সেখানে পুলিশ গিয়েও পরিস্থিতি সামাল দিতে না পারায় অভিযোগ তোলে বিরোধীরা । এরপর এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া হাতে আসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দাদের হাতে । তদন্তে নেমে এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

কলকাতা, 4 জানুয়ারি: মোমিনপুর উত্তেজনা (Mominpur Case) কাণ্ডের তদন্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র ছায়া (JMB link in Mominpur case) দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)৷ এই ঘটনায় এনআইএ গোয়েন্দারা আজ মোমিনপুরের ভূ-কৈলাস রোডের মোট 17টি জায়গায় তল্লাশি অভিযান চালান । তার মধ্যে চারটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 35 লক্ষ টাকা । এনআইএ গোয়েন্দাদের অভিযোগ, এই 35 লক্ষ টাকার পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র ৷ যা থেকে প্রাথমিকভাবে জঙ্গি যোগের ছায়া দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ।

মোমিনপুরের উত্তেজনার ঘটনার নেপথ্যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি বা জামাতুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাজ করেছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রের খবর, এলাকার প্রভাবশালী সালাউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে আজ তল্লাশি অভিযান চালানো হয় । কিন্তু ঘটনাচক্রে সালাউদ্দিনের খোঁজ এখনও পর্যন্ত মেলেনি । অভিযোগ, তাঁর পরিবারের এক সদস্যকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা একবালপুর এলাকার ভূ-কৈলাশ রোডে ঢুকতে গেলে প্রবল বাধার সম্মুখীন হতে হয় গোয়েন্দাদের । পরে স্থানীয় একবালপুর থানার পুলিশ এসে গোটা পরিস্থিতি সামাল দেয় । এরপরই শুরু হয় তদন্ত প্রক্রিয়া । শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ঘটনাস্থলে এখনও রয়েছেন এনআইএ গোয়েন্দারা ৷ রয়েছেন একবালপুর থানার প্রচুর পুলিশ কর্মীও ।

আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষের তদন্তে মোমিনপুরে পৌঁছলেন এনআইএ প্রতিনিধিরা

সূত্রের খবর, টাকা গোনার মেশিন দিয়ে এখনও পর্যন্ত টাকা গোনার পর্ব চলছে । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা তদন্ত প্রক্রিয়ায় মোট 35 লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে ।

সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় একবালপুর-মোমিনপুর এলাকায় । সেখানে পুলিশ গিয়েও পরিস্থিতি সামাল দিতে না পারায় অভিযোগ তোলে বিরোধীরা । এরপর এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া হাতে আসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দাদের হাতে । তদন্তে নেমে এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.