ETV Bharat / state

পাকিস্তানের জঙ্গি আয়েশার সঙ্গে তানিয়ার যোগ খুঁজে পেল এনআইএ - বাদুড়িয়া থেকে ধৃত লস্কর-ই-তৈবা নেত্রী তানিয়া পারভিন

বুধবার তানিয়া পারভিন মামলায় চাজশিট দিয়েছে এনআইএ । আজ কলকাতার এন আই এ এর বিশেষ আদালতে জমা দেওয়া হয়েছে এই সাপ্লিমেন্টরি চার্জশিট । এনআইএ সূত্রের খবর চার্জশিটে 121 এ ধারায় রাস্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, 122 ধারায় সেই কাজের জন্য অস্ত্র সংগ্রহ করা, পাশাপাশি ইউএপিএ ধারাও দেওয়া হয়েছে ।

এনআইএ
এনআইএ
author img

By

Published : May 5, 2021, 10:49 PM IST

কলকাতা, 5 মে : বাদুড়িয়া থেকে ধৃত লস্কর-ই-তৈবার জঙ্গি তানিয়া পারভিনের সঙ্গে নাকি এক পাকিস্তানি মহিলা জঙ্গির সরাসরি যোগাযোগ ছিল ৷ অনন্ত এনএআই সূত্রে এমনটাই খবর ৷ এনএআই জানিয়েছে পাকিস্তনি ওই জঙ্গির নাম আয়েশা ৷

বুধবার তানিয়া পারভিন মামলায় চাজশিট দিয়েছে এনআইএ । আজ কলকাতার এন আই এ এর বিশেষ আদালতে জমা দেওয়া হয়েছে এই সাপ্লিমেন্টরি চার্জশিট । এনআইএ সূত্রের খবর চার্জশিটে 121 এ ধারায় রাস্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, 122 ধারায় সেই কাজের জন্য অস্ত্র সংগ্রহ করা, পাশাপাশি ইউএপিএ ধারাও দেওয়া হয়েছে ।
এনআইএ সূত্রে আরও খবর, তানিয়া পারভিনকে জেরা করে সম্প্রতি কাশ্মীর থেকে আলতাফাক আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । পরে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করে এনআইএ । জানা গিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা আয়েশা বুরহানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত তানিয়া । পাকিস্তান থেকে সরাসরি আয়েশা বুরহান এই চক্র চালাত। সে নিজেই আলতাফকে নিয়োগ করেছিল । পরে আলতাফ নিয়োগ করে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়ার তানিয়া পারভিনকে ৷

গত বছর মার্চ মাসে তানিয়া পারভিনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । পরে তাদের থেকে এই তদন্তভার নেয় এনআইএ এর গোয়েন্দারা ।

কলকাতা, 5 মে : বাদুড়িয়া থেকে ধৃত লস্কর-ই-তৈবার জঙ্গি তানিয়া পারভিনের সঙ্গে নাকি এক পাকিস্তানি মহিলা জঙ্গির সরাসরি যোগাযোগ ছিল ৷ অনন্ত এনএআই সূত্রে এমনটাই খবর ৷ এনএআই জানিয়েছে পাকিস্তনি ওই জঙ্গির নাম আয়েশা ৷

বুধবার তানিয়া পারভিন মামলায় চাজশিট দিয়েছে এনআইএ । আজ কলকাতার এন আই এ এর বিশেষ আদালতে জমা দেওয়া হয়েছে এই সাপ্লিমেন্টরি চার্জশিট । এনআইএ সূত্রের খবর চার্জশিটে 121 এ ধারায় রাস্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, 122 ধারায় সেই কাজের জন্য অস্ত্র সংগ্রহ করা, পাশাপাশি ইউএপিএ ধারাও দেওয়া হয়েছে ।
এনআইএ সূত্রে আরও খবর, তানিয়া পারভিনকে জেরা করে সম্প্রতি কাশ্মীর থেকে আলতাফাক আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । পরে তাদের মুখোমুখি বসিয়ে জেরা করে এনআইএ । জানা গিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা আয়েশা বুরহানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত তানিয়া । পাকিস্তান থেকে সরাসরি আয়েশা বুরহান এই চক্র চালাত। সে নিজেই আলতাফকে নিয়োগ করেছিল । পরে আলতাফ নিয়োগ করে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়ার তানিয়া পারভিনকে ৷

গত বছর মার্চ মাসে তানিয়া পারভিনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । পরে তাদের থেকে এই তদন্তভার নেয় এনআইএ এর গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.