ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - rain

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যদিও ঝড়-বৃষ্টি মিটে গেলেই ফের তাপমাত্রার পারদ চড়তে পারে ।

আগামীকাল দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ও পরশু বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর
author img

By

Published : May 31, 2019, 11:10 PM IST

Updated : May 31, 2019, 11:28 PM IST

কলকাতা , 31 মে : আগামী 48 ঘন্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । জানাল আলিপুর আবহাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঝড়-বৃষ্টিতে গরম থেকে সাময়িক রেহাই পাওয়া যেতে পারে । যদিও ঝড়-বৃষ্টি মিটে গেলেই ফের তাপমাত্রার পারদ চড়বে । এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রাজ্যের পূর্ব থেকে পশ্চিমদিক পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । পাশাপাশি বিহারের নিচে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল ও পরশু বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি আগামী 2 জুন থেকে বর্ষা ঢুকবে কেরালাতে যা কেরালা হয়ে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও দক্ষিণ পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে ।

তবে আগামী 48 ঘণ্টায় রাজ্যে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর । দিনের বেলা বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে অস্বস্তি বজায় থাকলেও, নতুন করে তাপমাত্রা বৃদ্ধি না হওয়ার কারণে বিকেল বা সন্ধ্যার পর অস্বস্তি অনেকটাই কমবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে । আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা , 31 মে : আগামী 48 ঘন্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । জানাল আলিপুর আবহাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঝড়-বৃষ্টিতে গরম থেকে সাময়িক রেহাই পাওয়া যেতে পারে । যদিও ঝড়-বৃষ্টি মিটে গেলেই ফের তাপমাত্রার পারদ চড়বে । এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রাজ্যের পূর্ব থেকে পশ্চিমদিক পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । পাশাপাশি বিহারের নিচে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল ও পরশু বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি আগামী 2 জুন থেকে বর্ষা ঢুকবে কেরালাতে যা কেরালা হয়ে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও দক্ষিণ পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে ।

তবে আগামী 48 ঘণ্টায় রাজ্যে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর । দিনের বেলা বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে অস্বস্তি বজায় থাকলেও, নতুন করে তাপমাত্রা বৃদ্ধি না হওয়ার কারণে বিকেল বা সন্ধ্যার পর অস্বস্তি অনেকটাই কমবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে । আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Intro:অবশেষে আসার খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। টানা তীব্র গরমে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ঝর বৃষ্টিতে সামরিক রেহাই মিলবে এই তীব্র গরম থেকে। যদিও ঝড়-বৃষ্টি মিটে গেলেই ফের একবার তাপমাত্রার পারদ বাড়বে। বর্ষা না আসা পর্যন্ত উচ্চতাজনিত কষ্ট চলবে দক্ষিণবঙ্গে।
রাজ্যের পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি বিহারের নিচে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।


Body:এর জেরে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আগামীকাল ও পরশু বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গের জেলা গুলির মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া হুগলি হাওড়া ও কলকাতায় ঝড় হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী দোসরা জুন থেকে সময় নির্ঘন্ট মেনে ঢুকবে কেরালাতে। কেরালা হয়ে বর্ষা ছড়িয়ে পড়বে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড দক্ষিণ পূর্ব ভারতে।


Conclusion:আগামী 48 ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা নতুন করে বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের বেলা জলীয় বাষ্প সঙ্গে অস্বস্তি বজায় থাকলে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে না কারণ বিকেল বা সন্ধ্যার পর অস্বস্তি অনেকটাই কমবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 8 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। আদ্রতার পরিমাণ 93 শতাংশ। আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Last Updated : May 31, 2019, 11:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.