কলকাতা, 27 এপ্রিল: রাজ্য পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। তবে কোন রুটে এই নয়া বন্দে ভারত চালানো হবে সেই বিষয় এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। সম্প্রতি রাজ্যে এসে পৌঁছেছে 16 বগির আরও একটি রেক।
হাওড়া-রাঁচি কিংবা হাওড়া-পুরী রুটে এই ট্রেন চালানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত এই দু'টি রুটের মধ্যে একটি রুটেই চালানো হতে পারে বন্দে ভারত। সূত্রের খবর অনুসারে, এই নয়া ট্রেনটি হাওড়া-পুরীর মধ্যে চালানোর সম্ভাবনাই প্রবল। যদি হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য যেমন পাবে তার দ্বিতীয় বন্দে ভারত তেমনই ওড়িশা পাবে তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷
বরাবরই এই রুটটি বঙ্গবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রায় প্রতিমাসেই রাজ্যের মানুষ ওড়িশায় জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। অন্যদিকে, গরম পড়লেই মানুষজন কয়েকটা দিনের জন্য সমুদ্র সৈকতে ঘুরে আসেন। তাই এখন এই রুটে যেই ট্রেনগুলি চলাচল করে তার ব্যাপক চাহিদা থাকে। স্বাভাবিকভাবে যদি এই রুটে বন্দে ভারত ট্রেন চালু হলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারত ট্রেন অনেক আগেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। বর্তমানে জনশতাব্দী এক্সপ্রেস সাড়ে পাঁচ ঘণ্টায় ভুবনেশ্বর পৌঁছে যাওয়া যায়। আর ভুবনেশ্বর থেকে আরও 100 কিলোমিটার দূরত্ব পুরীর। পাশাপাশি প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই রুটে বন্দে ভারত শুরু হলে তা পুরী পৌঁছবে 6 ঘণ্টার আশেপাশের সময়ের মধ্যে।
অন্যদিকে, সম্প্রতি হাওড়া-রাঁচির মধ্যে বন্দে ভারত চালানো হবে এই খবরটি সোশাল মিডিয়ায় বেশ কিছু জায়গায় ভাইরাল হয়। তবে এই সম্ভাবনাকে খণ্ডন করে দক্ষিণ পূর্ব রেলের কতৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, 16 বগির দু'টি রেক চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল ফ্যাক্টরি (আইসিএফ) থেকে এসেছে যার মধ্যে একটি গিয়েছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে আর অপরটি এসেছে সাউথ ইস্টার্ন রেলওয়ের সাঁতরাগাছি ডিপোতে। ওয়াকিবহাল মহলের মতে, ট্রায়াল রান শেষ করে প্রথম সম্ভাব্য যে দিনটিতে এই ট্রেনটি যাত্রী পরিষেবার জন্য চালু হতে পারে 1 মে।
আরও পড়ুন: আগামী বছরের মধ্যেই সিকিমে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, ঘোষণা রেলমন্ত্রীর
কারণ আজ থেকে 55 বছর আগে দক্ষিণ-পূর্ব রেলের প্রথম ইএমইউ লোকাল চালানো হয়েছিল এই দিন। যদিও এই তারিখটি আপাতত সম্ভাবনা মাত্রই। কারণ যে ব্যক্তি রাজ্যে এসে পৌঁছেছে সেটি এখনও কমিশনিং হওয়া বাকি রয়েছে এবং নিয়মমতো একটি রেট কমিশন হওয়ার পরে পরেই সেটিকে টেস্ট এবং ট্রায়াল রানের জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে, যেই রেটটি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে পাঠানো হয়েছে সেটি নিউ জলপাইগুড়ি, গুয়াহাটির মধ্যে চলার সম্ভাবনা প্রবল। আপাতত, হাওড়া-পুরী রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলি হল হাওড়া-পুরী জনশতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস।