ETV Bharat / state

উপড়ে পড়া গাছ কাটা নয়, বাঁচানোর চেষ্টা চলছে নিউটাউনে

নিউটাউনে প্রায় 400 টি গাছ উপড়ে গেছে । যার মধ্যে এখনও পর্যন্ত 100 টি গাছকে পুনরায় রোপণ করার কাজ হয়ে হয়ে গেছে । আর শুধু গাছ বাঁচানোই নয়, নতুন করে চারা গাছ লাগানোরও পরিকল্পনা করেছে NKDA ।

author img

By

Published : May 27, 2020, 12:35 PM IST

ছবি
ছবি

নিউটাউন, 27 মে : গাছ উপড়ে গেলেই কী সব গাছ কেটে ফেলতে হয় ? গাছকে কী বাঁচানো সম্ভব নয় ? আমফানের পর থেকে এমন সব প্রশ্ন ঘোরাফেরা করছিল সোশাল মিডিয়ায় । অনেক পরিবেশবিদই বলছেন, আমফানে কলকাতায় যে সংখ্যক গাছের ক্ষতি হয়েছে তাতে আগামীদিনে অধিক মাত্রায় দূষণ দেখা দিতে পারে । এসবের মাঝেই গাছ বাঁচানোর উদ্যোগ নিল নিউটাউন- কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA) । গাছ না কেটে, গাছগুলিকে বাঁচানোর অভিযান শুরু করেছে তারা ।

গত বুধবার আমফান তছনছ করেছে কলকাতাকে । ক্ষতিগ্রস্ত রাজারহাট, নিউটাউন বা সল্টলেকের একাধিক এলাকা । গাছ উপড়েছে বহু । যার জেরে বন্ধ হয়ে রয়েছে রাস্তাও । তড়িঘড়ি গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয় । তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, এত গাছ কেটে দিলে এরপর তো বিপদ হবে । গাছগুলিকে কি বাঁচানো সম্ভব নয় ? উপড়ে গেলে কি তাকে ফের বসানো যায় না ? এই প্রশ্নের উত্তর একটাই । কিছু গাছ উপড়ে গেলেও ফের তাকে বসানো যায় । আর সেকাজই করছে NKDA । বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করে, তাঁদের ও পরিবেশবিদদের সহযোগিতায় গাছ বাঁচানোর কাজ শুরু করেছে তারা ।

নিউটাউনে প্রায় 400 টি গাছ পড়ে গেছে । যার মধ্যে এখনও পর্যন্ত 100 টি গাছকে পুনরায় রোপণ করার কাজ হয়ে গেছে । বিষয়টি উল্লেখ করে NKDA-র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, "যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা চলছে । যেগুলির অবস্থা ঠিক আছে সেগুলিকে পুনরায় বসানো হচ্ছে । খুব দ্রুত একাজ করতে হচ্ছে, নাহলে গাছগুলি বাঁচবে না ।" নিউটাউনে প্রায় 38 হাজার গাছ রয়েছে । যার মধ্যে 400 টি উপড়েছে । এটা কম সংখ্যা নয় । যে কোনও একটি গাছ মরে যাওয়াও দুর্ভাগ্যের । তাই চেষ্টা চলছে তাদের বাঁচানোর । তবে, শুধু গাছ বাঁচানোই নয়, নতুন করে চারা গাছ লাগানোরও পরিকল্পনা করেছে NKDA ।

এবিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, "আমফানে গাছের অনেক ক্ষতি হয়েছে । আমরা সবুজায়ন অভিযান করব । নতুন করে গাছ লাগানো হবে । তবে, এখন আমাদের প্রথম লক্ষ্য রাস্তা পরিষ্কার করা ।" এবিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "30 মে আমি বন দপ্তর ও পরিবেশ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করব । তাঁদের সঙ্গে রুট ম্যাপ করে কোথায় কোথায় বৃক্ষরোপণ সম্ভব সে বিষয়ে আলোচনা করব । আমি দেখতে চাই না, সার্দার্ন অ্যাভিনিউ, বালিগঞ্জ সার্কুলার রোড বা কলকাতার কোনও অংশে গাছ নেই ।"

শুধু NKDA -ই নয়, গাছ বাঁচানোর কাজ করছে কলকাতা পৌরনিগমও । রবীন্দ্র সরোবর এলাকায় প্রায় 200 টি গাছ পড়ে গেছে । যার মধ্যে এখনও পর্যন্ত 100 টি গাছ পুনরায় বসানো হয়েছে বলে জানালেন KMC-র এক আধিকারিক ।

নিউটাউন, 27 মে : গাছ উপড়ে গেলেই কী সব গাছ কেটে ফেলতে হয় ? গাছকে কী বাঁচানো সম্ভব নয় ? আমফানের পর থেকে এমন সব প্রশ্ন ঘোরাফেরা করছিল সোশাল মিডিয়ায় । অনেক পরিবেশবিদই বলছেন, আমফানে কলকাতায় যে সংখ্যক গাছের ক্ষতি হয়েছে তাতে আগামীদিনে অধিক মাত্রায় দূষণ দেখা দিতে পারে । এসবের মাঝেই গাছ বাঁচানোর উদ্যোগ নিল নিউটাউন- কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA) । গাছ না কেটে, গাছগুলিকে বাঁচানোর অভিযান শুরু করেছে তারা ।

গত বুধবার আমফান তছনছ করেছে কলকাতাকে । ক্ষতিগ্রস্ত রাজারহাট, নিউটাউন বা সল্টলেকের একাধিক এলাকা । গাছ উপড়েছে বহু । যার জেরে বন্ধ হয়ে রয়েছে রাস্তাও । তড়িঘড়ি গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয় । তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, এত গাছ কেটে দিলে এরপর তো বিপদ হবে । গাছগুলিকে কি বাঁচানো সম্ভব নয় ? উপড়ে গেলে কি তাকে ফের বসানো যায় না ? এই প্রশ্নের উত্তর একটাই । কিছু গাছ উপড়ে গেলেও ফের তাকে বসানো যায় । আর সেকাজই করছে NKDA । বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করে, তাঁদের ও পরিবেশবিদদের সহযোগিতায় গাছ বাঁচানোর কাজ শুরু করেছে তারা ।

নিউটাউনে প্রায় 400 টি গাছ পড়ে গেছে । যার মধ্যে এখনও পর্যন্ত 100 টি গাছকে পুনরায় রোপণ করার কাজ হয়ে গেছে । বিষয়টি উল্লেখ করে NKDA-র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, "যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা চলছে । যেগুলির অবস্থা ঠিক আছে সেগুলিকে পুনরায় বসানো হচ্ছে । খুব দ্রুত একাজ করতে হচ্ছে, নাহলে গাছগুলি বাঁচবে না ।" নিউটাউনে প্রায় 38 হাজার গাছ রয়েছে । যার মধ্যে 400 টি উপড়েছে । এটা কম সংখ্যা নয় । যে কোনও একটি গাছ মরে যাওয়াও দুর্ভাগ্যের । তাই চেষ্টা চলছে তাদের বাঁচানোর । তবে, শুধু গাছ বাঁচানোই নয়, নতুন করে চারা গাছ লাগানোরও পরিকল্পনা করেছে NKDA ।

এবিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, "আমফানে গাছের অনেক ক্ষতি হয়েছে । আমরা সবুজায়ন অভিযান করব । নতুন করে গাছ লাগানো হবে । তবে, এখন আমাদের প্রথম লক্ষ্য রাস্তা পরিষ্কার করা ।" এবিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "30 মে আমি বন দপ্তর ও পরিবেশ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করব । তাঁদের সঙ্গে রুট ম্যাপ করে কোথায় কোথায় বৃক্ষরোপণ সম্ভব সে বিষয়ে আলোচনা করব । আমি দেখতে চাই না, সার্দার্ন অ্যাভিনিউ, বালিগঞ্জ সার্কুলার রোড বা কলকাতার কোনও অংশে গাছ নেই ।"

শুধু NKDA -ই নয়, গাছ বাঁচানোর কাজ করছে কলকাতা পৌরনিগমও । রবীন্দ্র সরোবর এলাকায় প্রায় 200 টি গাছ পড়ে গেছে । যার মধ্যে এখনও পর্যন্ত 100 টি গাছ পুনরায় বসানো হয়েছে বলে জানালেন KMC-র এক আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.