ETV Bharat / state

Nachiketa daughter : জন্মদিনে প্রকাশ পেল নচিকেতা কন্যার নতুন গান - nachiketa's daughter

জন্মদিনের দিনই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে নচিকেতা কন্যা ধানসিঁড়ির নতুন গান “তুমি ছাড়া” ।

Nachiketa daughter
জন্মদিনে প্রকাশ পেল নচিকেতা কন্যার নতুন গান
author img

By

Published : Sep 27, 2021, 7:56 PM IST

কলকাতা ও দুর্গাপুর, 27 সেপ্টেম্বর : রবিবার ছিল সঙ্গীতশিল্পী নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীর জন্মদিন । বাবার মতোই সৃষ্টিশীলতার আনন্দে নিজের জন্মদিন পালন করলেন ধানসিঁড়ি ।

জন্মদিনের দিনই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে নচিকেতা কন্যার নতুন গান “তুমি ছাড়া” । সঙ্গী বন্ধু সায়ক । সায়কেরই কথায় ও সুরে দু‘জনে এই গানটি গেয়েছেন ৷ গানটি ইতিমধ্যেই নেটিজেনদের মনোগ্রাহী হয়েছে । ধানসিঁড়ি এবং সায়ক দুজনেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন ।

আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

ছোট থেকেই সঙ্গীত ঘরানায় বড় হয়েছেন ধানসিঁড়ি । বাবার কাছে পেয়েছেন ধ্রুপদী গান ও গজলের তালিম । পাশপাশি তাঁর ভাল লাগে পাশ্চাত্য সুরও । পপ তারকা মাইকেল জ্যাকসন খুব প্রিয় ধানসিঁড়ির । সায়কের কম্পোজিশনের এই গানেও রয়েছে পাশ্চাত্য সুরের মেলবন্ধন । ইটিভি ভারতের প্রতিনিধিকে ধানসিঁড়ি বলেন, “আমি খুব ভাগ্যবান যে আমার জন্মদিনে এই গানটি রিলিজ করতে পারছি । গানটি সায়কের কম্পোজিশন । আমরা নতুন ধরনের একটি ফিউশন করতে চেয়েছি । সেটা হল মার্গ-রক।”

বাবার মতোই সৃষ্টিশীলতার আনন্দে নিজের জন্মদিন পালন করলেন ধানসিঁড়ি

কিন্তু এই গান কেমন লেগেছে বাবার? সঙ্গীত শিল্পী নচিকেতা কি বলেছেন এই গান শুনে? ধানসিঁড়ি বলেন, “বাবা অনেকদিন আগেই শুনেছেন । আমার সাহস ছিল না, মা-ই শুনিয়েছিল বাবাকে । বাবা বলেছেন ভাল গেয়েছ ।” ধানসিঁড়ি জানিয়েছেন, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এই গান কখনই হত না ৷ গানের কথাতেই তার উল্লেখ রয়েছে ৷ ধানসিঁড়ির আগামী সঙ্গীত জীবন আরও সুন্দর হয়ে উঠুক, ইটিভি ভারতের পক্ষ থেকে সেই শুভেচ্ছা রইল ।

কলকাতা ও দুর্গাপুর, 27 সেপ্টেম্বর : রবিবার ছিল সঙ্গীতশিল্পী নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীর জন্মদিন । বাবার মতোই সৃষ্টিশীলতার আনন্দে নিজের জন্মদিন পালন করলেন ধানসিঁড়ি ।

জন্মদিনের দিনই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে নচিকেতা কন্যার নতুন গান “তুমি ছাড়া” । সঙ্গী বন্ধু সায়ক । সায়কেরই কথায় ও সুরে দু‘জনে এই গানটি গেয়েছেন ৷ গানটি ইতিমধ্যেই নেটিজেনদের মনোগ্রাহী হয়েছে । ধানসিঁড়ি এবং সায়ক দুজনেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন ।

আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

ছোট থেকেই সঙ্গীত ঘরানায় বড় হয়েছেন ধানসিঁড়ি । বাবার কাছে পেয়েছেন ধ্রুপদী গান ও গজলের তালিম । পাশপাশি তাঁর ভাল লাগে পাশ্চাত্য সুরও । পপ তারকা মাইকেল জ্যাকসন খুব প্রিয় ধানসিঁড়ির । সায়কের কম্পোজিশনের এই গানেও রয়েছে পাশ্চাত্য সুরের মেলবন্ধন । ইটিভি ভারতের প্রতিনিধিকে ধানসিঁড়ি বলেন, “আমি খুব ভাগ্যবান যে আমার জন্মদিনে এই গানটি রিলিজ করতে পারছি । গানটি সায়কের কম্পোজিশন । আমরা নতুন ধরনের একটি ফিউশন করতে চেয়েছি । সেটা হল মার্গ-রক।”

বাবার মতোই সৃষ্টিশীলতার আনন্দে নিজের জন্মদিন পালন করলেন ধানসিঁড়ি

কিন্তু এই গান কেমন লেগেছে বাবার? সঙ্গীত শিল্পী নচিকেতা কি বলেছেন এই গান শুনে? ধানসিঁড়ি বলেন, “বাবা অনেকদিন আগেই শুনেছেন । আমার সাহস ছিল না, মা-ই শুনিয়েছিল বাবাকে । বাবা বলেছেন ভাল গেয়েছ ।” ধানসিঁড়ি জানিয়েছেন, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এই গান কখনই হত না ৷ গানের কথাতেই তার উল্লেখ রয়েছে ৷ ধানসিঁড়ির আগামী সঙ্গীত জীবন আরও সুন্দর হয়ে উঠুক, ইটিভি ভারতের পক্ষ থেকে সেই শুভেচ্ছা রইল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.