ETV Bharat / state

Registry Marriage Rules: একদিনেই সম্পন্ন হবে আইনি বিয়ে, রাজ্যে চালু হচ্ছে বিবাহ রেজিস্ট্রির নয়া নিয়ম

অপেক্ষার প্রহর গোনা শেষ হবে ৷ সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে পারবেন একদিনেই ৷ এমনই নিয়ম আসতে চলেছে রাজ্যে ৷ বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদন ৷

ETV Bharat
একদিনেই রেজিস্ট্রি বিয়ে
author img

By

Published : Jun 25, 2023, 9:46 PM IST

Updated : Jun 25, 2023, 11:06 PM IST

কলকাতা, 25 জুন: মালা বদল, সাত পাকের ঝঞ্ঝাট এড়িয়ে আইনি বিয়ে করবেন ভাবছেন ? কিন্তু তাতেও একমাসের অপেক্ষা বলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে ? তাহলে আপনার জন্য সুখবর ৷ প্রিয় মানুষটিকে পেতে আর 30 দিনের অপেক্ষা নয় ৷ একদিনেই আইনিভাবে তাঁর দায়িত্ব নিতে পারবেন ৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই রাজ্যে চালু হতে চলেছে বিয়ের এই নয়া রেজিস্ট্রির নিয়ম ৷

একদিনের নোটিশেই এবার করা যাবে বিয়ের রেজিস্ট্রি । শোনা যাচ্ছে, এবার এই তৎকাল বিয়েকেই আইনি রূপ দিতে প্রস্তুতি শুরু করে ফেলেছে রাজ্য সরকার । এতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়ায় হিন্দু ম্যারেজ অ্যাক্ট মেনে বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি করতে হলে মাসখানেক আগে রেজিস্ট্রির জন্য নোটিশ দিতে হত । স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারা অনুযায়ী একটি নির্দিষ্ট আবেদন পত্রে পাত্রপাত্রীর নাম ধাম-সহ বয়সের প্রমাণপত্র দিয়ে আবেদনপত্র দাখিল করতে হয় । এরপর বিয়ের জন্য তারিখ নির্ধারিত হয় । কিন্তু এবার এবার গোটা প্রক্রিয়াটি সরলীকরণ করতে চলেছে রাজ্য ।

নতুন পদ্ধতি অনুযায়ী, 30 দিন আগে আর নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না । নির্দিষ্ট প্রমাণপত্র এবং আবেদনপত্র সঠিকভাবে পূরণ করলেই একদিনেই বিয়ে সম্পন্ন করা যাবে । তবে এই বিবাহের সুবিধা পাবেন শুধু যাদের বিয়ে সম্পন্ন হবে হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে তাঁরা । স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই সুবিধা পাওয়া যাবে না ।

যদিও এই ব্যবস্থাপনা এখনও রাজ্য সরকারের আইন দফতরের প্রক্রিয়া স্তরে রয়েছে । ইতিমধ্যেই অন্যান্য আইনি সবদিক খতিয়ে দেখার কাজও শুরু হয়ে গিয়েছে । সেই কাজ সম্পন্ন হলে তা অনুমোদনের জন্য পাঠানো হবে রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর দফতরে । এরপর রাজ্য মন্ত্রিসভা এই তৎকাল বিয়েতে অনুমতি দিলেই তা আইনি রূপ পাবে ।

তবে আগামী ছয় মাসের মধ্যে যারা বিয়ে করবেন বলে ভাবছেন তাঁরা এই সুবিধা পাবেন বলে মনে হচ্ছে না । কারণ সম্পূর্ণভাবে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবে তা লাগু করতে সময় লাগবে বলেই জানা যাচ্ছে । মনে করা হচ্ছে আগামী বছর হয়ে যেতে পারে ৷ আইন দফতরের তরফ থেকে যতটুকু জানা যাচ্ছে তাতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই তৎকাল বিবাহের সুবিধা থাকছে । যাতে বিদেশে বসবাসকারী ভারতীয়রা এই আইনকে ব্যবহার করে তৎকাল বিয়ের সুযোগ নিতে পারেন ।

এই ধরনের তৎকাল বিয়ের ব্যবস্থা রয়েছে দিল্লিতে । রাজধানীর পথ অনুসরণ করে রাজ্যেও এই ব্যবস্থা চালু করার বিষয়ে চেষ্টা করা হচ্ছে । যদিও এই নিয়ে এদিন আইন দফতরের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " এখনই এই আইন লাগু হতে চলেছে আমরা একথা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না । ইতিমধ্যেই এই প্রক্রিয়া চালু করার জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে । এরপর মন্ত্রিসভা যদি অনুমোদন দেয় তবেই এ বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে ।"

আরও পড়ুন : মাতৃগর্ভেই ঠিক হয় মেয়েদের বিয়ে, মধ্যপ্রদেশে আজব গ্রামের খোঁজ

কলকাতা, 25 জুন: মালা বদল, সাত পাকের ঝঞ্ঝাট এড়িয়ে আইনি বিয়ে করবেন ভাবছেন ? কিন্তু তাতেও একমাসের অপেক্ষা বলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে ? তাহলে আপনার জন্য সুখবর ৷ প্রিয় মানুষটিকে পেতে আর 30 দিনের অপেক্ষা নয় ৷ একদিনেই আইনিভাবে তাঁর দায়িত্ব নিতে পারবেন ৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই রাজ্যে চালু হতে চলেছে বিয়ের এই নয়া রেজিস্ট্রির নিয়ম ৷

একদিনের নোটিশেই এবার করা যাবে বিয়ের রেজিস্ট্রি । শোনা যাচ্ছে, এবার এই তৎকাল বিয়েকেই আইনি রূপ দিতে প্রস্তুতি শুরু করে ফেলেছে রাজ্য সরকার । এতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়ায় হিন্দু ম্যারেজ অ্যাক্ট মেনে বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি করতে হলে মাসখানেক আগে রেজিস্ট্রির জন্য নোটিশ দিতে হত । স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারা অনুযায়ী একটি নির্দিষ্ট আবেদন পত্রে পাত্রপাত্রীর নাম ধাম-সহ বয়সের প্রমাণপত্র দিয়ে আবেদনপত্র দাখিল করতে হয় । এরপর বিয়ের জন্য তারিখ নির্ধারিত হয় । কিন্তু এবার এবার গোটা প্রক্রিয়াটি সরলীকরণ করতে চলেছে রাজ্য ।

নতুন পদ্ধতি অনুযায়ী, 30 দিন আগে আর নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না । নির্দিষ্ট প্রমাণপত্র এবং আবেদনপত্র সঠিকভাবে পূরণ করলেই একদিনেই বিয়ে সম্পন্ন করা যাবে । তবে এই বিবাহের সুবিধা পাবেন শুধু যাদের বিয়ে সম্পন্ন হবে হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে তাঁরা । স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই সুবিধা পাওয়া যাবে না ।

যদিও এই ব্যবস্থাপনা এখনও রাজ্য সরকারের আইন দফতরের প্রক্রিয়া স্তরে রয়েছে । ইতিমধ্যেই অন্যান্য আইনি সবদিক খতিয়ে দেখার কাজও শুরু হয়ে গিয়েছে । সেই কাজ সম্পন্ন হলে তা অনুমোদনের জন্য পাঠানো হবে রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর দফতরে । এরপর রাজ্য মন্ত্রিসভা এই তৎকাল বিয়েতে অনুমতি দিলেই তা আইনি রূপ পাবে ।

তবে আগামী ছয় মাসের মধ্যে যারা বিয়ে করবেন বলে ভাবছেন তাঁরা এই সুবিধা পাবেন বলে মনে হচ্ছে না । কারণ সম্পূর্ণভাবে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবে তা লাগু করতে সময় লাগবে বলেই জানা যাচ্ছে । মনে করা হচ্ছে আগামী বছর হয়ে যেতে পারে ৷ আইন দফতরের তরফ থেকে যতটুকু জানা যাচ্ছে তাতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই তৎকাল বিবাহের সুবিধা থাকছে । যাতে বিদেশে বসবাসকারী ভারতীয়রা এই আইনকে ব্যবহার করে তৎকাল বিয়ের সুযোগ নিতে পারেন ।

এই ধরনের তৎকাল বিয়ের ব্যবস্থা রয়েছে দিল্লিতে । রাজধানীর পথ অনুসরণ করে রাজ্যেও এই ব্যবস্থা চালু করার বিষয়ে চেষ্টা করা হচ্ছে । যদিও এই নিয়ে এদিন আইন দফতরের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " এখনই এই আইন লাগু হতে চলেছে আমরা একথা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না । ইতিমধ্যেই এই প্রক্রিয়া চালু করার জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে । এরপর মন্ত্রিসভা যদি অনুমোদন দেয় তবেই এ বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে ।"

আরও পড়ুন : মাতৃগর্ভেই ঠিক হয় মেয়েদের বিয়ে, মধ্যপ্রদেশে আজব গ্রামের খোঁজ

Last Updated : Jun 25, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.