ETV Bharat / state

Kolkata Water Problem: কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে

কলকাতা ও সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের ৷ এই সমস্যা কাটাতে ধাপায় নয়া জল প্রকল্প তৈরি করতে চলেছে কলকাতা পৌরনিগম (new water treatment plant project in Kolkata by KMC) ৷

ETV Bharat
dhapa water plant project
author img

By

Published : Nov 13, 2022, 11:03 PM IST

কলকাতা, 13 নভেম্বর: কবে মিটবে কলকাতায় পানীয় জল সমস্যা? এই প্রশ্ন বহুদিনের ৷ কলকাতার সংযুক্ত এলাকা, দক্ষিণ ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের । ধাপা জল প্রকল্পের জল বেশ কিছু এলাকায় গেলেও আকছার অভিযোগ ওঠে জলের চাপ কম (Kolkata drinking water Problem) । কিছু এলাকায় নাগরিকদের নির্ভর করতে হয় ভূগর্ভস্থ জলের উপর । শহরের নাগরিকদের কথা ভেবে বেশ কয়েক বছর আগেই সিদ্ধান্ত হয়েছিল ধাপা জল প্রকল্পের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে । তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সঙ্কট । তবে অবশেষে সবুজ সংকেত মিলেছে (new project in Dhapa water treatment plant)।

132 কোটি টাকা খরচে ধাপা জল প্রকল্পে নির্মাণ হতে চলেছে 20 এমজিডি জল উৎপাদন কেন্দ্র ৷ চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে এই প্রকল্পের কাজ, এমনটাই খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷ বামফ্রন্ট আমলে দক্ষিণ, পূর্ব কলকাতা ও সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশে নাগরিকদের পানীয় জল সমস্যার সমাধানে ধাপায় গড়ে তোলা হয়েছিল 30 মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতা সম্পন্ন জল প্রকল্প জ্যোতি বসু জল প্রকল্প । পরে তৃণমূল বোর্ড কলকাতা কর্পোরেশনের ক্ষমতায় এলে সেই নাম বদল করা হয় ।

আরও পড়ুন: টনক নড়ল অবশেষে! আগামী বছর শুরু থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হবে কেএমসি

যত দিন গিয়েছে, কলকাতায় বেড়েছে জনসংখ্যা ৷ জনবসতি বৃদ্ধি পাওয়ার ফলে বেড়েছে জলের চাহিদাও ৷ গরম পড়লে তীব্র জল কষ্ট দেখা দেয় । বাইপাস, গড়িয়া, আনন্দপুর, কসবা এলাকার একাংশে এই জল প্রকল্পের জল আসে ৷ বাকি এলাকায় পরিস্রুত জল পৌঁছায় না । সেখানে বড় সংখ্যায় মানুষ ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করেন । কিছু কিছু অংশে ধাপার জল ও ভূগর্ভস্থ জল মিশিয়ে পাঠানো হয় । নয়া প্রকল্প তৈরি হয়ে গেলে এই বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ প্রকল্পের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৷ কাজ শেষ হতে সময় লাগবে বছর দুয়েক (new water treatment plant project in Kolkata) ৷

কলকাতা, 13 নভেম্বর: কবে মিটবে কলকাতায় পানীয় জল সমস্যা? এই প্রশ্ন বহুদিনের ৷ কলকাতার সংযুক্ত এলাকা, দক্ষিণ ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের । ধাপা জল প্রকল্পের জল বেশ কিছু এলাকায় গেলেও আকছার অভিযোগ ওঠে জলের চাপ কম (Kolkata drinking water Problem) । কিছু এলাকায় নাগরিকদের নির্ভর করতে হয় ভূগর্ভস্থ জলের উপর । শহরের নাগরিকদের কথা ভেবে বেশ কয়েক বছর আগেই সিদ্ধান্ত হয়েছিল ধাপা জল প্রকল্পের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে । তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সঙ্কট । তবে অবশেষে সবুজ সংকেত মিলেছে (new project in Dhapa water treatment plant)।

132 কোটি টাকা খরচে ধাপা জল প্রকল্পে নির্মাণ হতে চলেছে 20 এমজিডি জল উৎপাদন কেন্দ্র ৷ চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে এই প্রকল্পের কাজ, এমনটাই খবর কলকাতা পৌরনিগম সূত্রে ৷ বামফ্রন্ট আমলে দক্ষিণ, পূর্ব কলকাতা ও সংযুক্ত এলাকার বিস্তীর্ণ অংশে নাগরিকদের পানীয় জল সমস্যার সমাধানে ধাপায় গড়ে তোলা হয়েছিল 30 মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতা সম্পন্ন জল প্রকল্প জ্যোতি বসু জল প্রকল্প । পরে তৃণমূল বোর্ড কলকাতা কর্পোরেশনের ক্ষমতায় এলে সেই নাম বদল করা হয় ।

আরও পড়ুন: টনক নড়ল অবশেষে! আগামী বছর শুরু থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হবে কেএমসি

যত দিন গিয়েছে, কলকাতায় বেড়েছে জনসংখ্যা ৷ জনবসতি বৃদ্ধি পাওয়ার ফলে বেড়েছে জলের চাহিদাও ৷ গরম পড়লে তীব্র জল কষ্ট দেখা দেয় । বাইপাস, গড়িয়া, আনন্দপুর, কসবা এলাকার একাংশে এই জল প্রকল্পের জল আসে ৷ বাকি এলাকায় পরিস্রুত জল পৌঁছায় না । সেখানে বড় সংখ্যায় মানুষ ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করেন । কিছু কিছু অংশে ধাপার জল ও ভূগর্ভস্থ জল মিশিয়ে পাঠানো হয় । নয়া প্রকল্প তৈরি হয়ে গেলে এই বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ প্রকল্পের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৷ কাজ শেষ হতে সময় লাগবে বছর দুয়েক (new water treatment plant project in Kolkata) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.