ETV Bharat / state

Cancer Diagnosis Equipment: সঠিক সময়ে স্তন ক্যানসার সনাক্তকরণে শহরে এল নয়া চিকিৎসা সরঞ্জাম - স্তন ক্যানসার সনাক্তকরণ

স্তন ক্যানসার সনাক্তকরণে নয়া দিশা শহর কলকাতায় ৷ মহিলাদের স্তন ক্যানসার সঠিক সময়ে সনাক্তকরণের লক্ষ্যে নয়া চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসলেন চিকিৎসক অপূর্ব ঘোষ (New medical equipment for breast cancer diagnosis in Kolkata) ৷

Etv Bharat
স্তন ক্যানসার সনাক্তকরণে শহরে এল নয়া চিকিৎসা সরঞ্জাম
author img

By

Published : Feb 4, 2023, 9:45 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: কথায় বলে মারণ রোগ ক্যানসার (Cancer)। এই রোগ শরীরে বাসা বাঁধলে যমে-মানুষে টানাটানি অবস্থা ৷ এককথায় ক্যানসারে আক্রান্ত হলে নিস্তার নেই বললেই চলে ৷ যদিও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে বর্তমানে ক্যানসার নিরাময় তুলনামূলক অনেক সহজ হলেও মারণ রোগে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান মানুষের কাছে এখনও উদ্বেগের। প্রথম পর্যায়ে রোগ ধরা পড়লে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ক্যানসার নিরাময়ের অনুপাত বহুগুণে বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু সমস্যা রোগ সনাক্তকরণে।

বহু রোগীর ক্ষেত্রে রোগ সনাক্তকরণে বিলম্ব রোগ নিরাময়ে কাঁটা হয়ে দাঁড়ায়। মহিলাদের মধ্যে সর্বাধিক দেখা যায় স্তন ক্যানসারের প্রবণতা ৷ তবে সেই স্তন ক্যানসার সনাক্তকরণে নয়া দিশা ৷ মহিলাদের স্তন ক্যানসার সঠিক সময়ে সনাক্তকরণের লক্ষ্যে নয়া চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসলেন চিকিৎসক অপূর্ব ঘোষ (New medical equipment for breast cancer diagnosis in Kolkata) ৷ এমনিতে ক্যানসার সনাক্ত করার জন্য ব্যবহৃত নিয়মিত পদ্ধতিগুলি যথেষ্ট খরচসাপেক্ষ। চিকিৎসকের পরামর্শ নেওয়াও যথেষ্ট খরচসাপেক্ষ হিসেবে পরিগণিত হয়। বিভিন্ন পরীক্ষাগুলোর রিপোর্ট যে সবসময় নির্ভূল আসে তাও নয় ৷ সবদিক পর্যালোচনা করে নতুন এই সরঞ্জাম নিয়ে আসলেন শহর কলকাতার চিকিৎসক।

যন্ত্রটির নাম থার্মোলিক্স। বিশ্ব ক্যানসার দিবসে এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষ জানান, "এই যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হলে রোগীর শরীরে র‍্যাডিয়েশনের প্রভাব কম পড়বে। পাশাপাশি দ্রুত রোগ সনাক্তকরন সম্ভব হবে।" ইতিমধ্যেই স্তন ক্যানসারে আক্রান্ত বেশ কিছু রোগীর শরীরে এটা পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে অন্যান্য যন্ত্রের তুলনায় এই যন্ত্রে রোগীর শরীরে ব্যথা কম লাগে। এমনকী এই যন্ত্রে পরীক্ষা চলাকালীন রোগী সেটা অনুভবও করতে পারবে না। সবে মাত্র এই যন্ত্র কলকাতায় এসেছে। আমারা আমজনতার প্রতিক্রিয়া দেখতে চাই। সাড়া ভালো পেলে তবেই এই যন্ত্র নিয়মিত ব্যবহার হবে এবং মহিলাদের কাছে পৌঁছবে ৷"

আরও পড়ুন: ক্যানসার প্রতিরোধে কোন কোন ফল খাবেন জেনে নিন

রাজ্যে এই যন্ত্রের ব্যবহার এই প্রথম। সম্প্রতি শহরের এক বেসকারি হাসপাতালে ক্যানসার নিরাময়ের অনুপাত নিয়ে স্বচ্ছ ধারণা পেতে একটি প্যানেল আলোচনা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা বহু মানুষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুবীরেশ গঙ্গোপাধ্যায়।

কলকাতা, 4 ফেব্রুয়ারি: কথায় বলে মারণ রোগ ক্যানসার (Cancer)। এই রোগ শরীরে বাসা বাঁধলে যমে-মানুষে টানাটানি অবস্থা ৷ এককথায় ক্যানসারে আক্রান্ত হলে নিস্তার নেই বললেই চলে ৷ যদিও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে বর্তমানে ক্যানসার নিরাময় তুলনামূলক অনেক সহজ হলেও মারণ রোগে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান মানুষের কাছে এখনও উদ্বেগের। প্রথম পর্যায়ে রোগ ধরা পড়লে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ক্যানসার নিরাময়ের অনুপাত বহুগুণে বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু সমস্যা রোগ সনাক্তকরণে।

বহু রোগীর ক্ষেত্রে রোগ সনাক্তকরণে বিলম্ব রোগ নিরাময়ে কাঁটা হয়ে দাঁড়ায়। মহিলাদের মধ্যে সর্বাধিক দেখা যায় স্তন ক্যানসারের প্রবণতা ৷ তবে সেই স্তন ক্যানসার সনাক্তকরণে নয়া দিশা ৷ মহিলাদের স্তন ক্যানসার সঠিক সময়ে সনাক্তকরণের লক্ষ্যে নয়া চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসলেন চিকিৎসক অপূর্ব ঘোষ (New medical equipment for breast cancer diagnosis in Kolkata) ৷ এমনিতে ক্যানসার সনাক্ত করার জন্য ব্যবহৃত নিয়মিত পদ্ধতিগুলি যথেষ্ট খরচসাপেক্ষ। চিকিৎসকের পরামর্শ নেওয়াও যথেষ্ট খরচসাপেক্ষ হিসেবে পরিগণিত হয়। বিভিন্ন পরীক্ষাগুলোর রিপোর্ট যে সবসময় নির্ভূল আসে তাও নয় ৷ সবদিক পর্যালোচনা করে নতুন এই সরঞ্জাম নিয়ে আসলেন শহর কলকাতার চিকিৎসক।

যন্ত্রটির নাম থার্মোলিক্স। বিশ্ব ক্যানসার দিবসে এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষ জানান, "এই যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হলে রোগীর শরীরে র‍্যাডিয়েশনের প্রভাব কম পড়বে। পাশাপাশি দ্রুত রোগ সনাক্তকরন সম্ভব হবে।" ইতিমধ্যেই স্তন ক্যানসারে আক্রান্ত বেশ কিছু রোগীর শরীরে এটা পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে অন্যান্য যন্ত্রের তুলনায় এই যন্ত্রে রোগীর শরীরে ব্যথা কম লাগে। এমনকী এই যন্ত্রে পরীক্ষা চলাকালীন রোগী সেটা অনুভবও করতে পারবে না। সবে মাত্র এই যন্ত্র কলকাতায় এসেছে। আমারা আমজনতার প্রতিক্রিয়া দেখতে চাই। সাড়া ভালো পেলে তবেই এই যন্ত্র নিয়মিত ব্যবহার হবে এবং মহিলাদের কাছে পৌঁছবে ৷"

আরও পড়ুন: ক্যানসার প্রতিরোধে কোন কোন ফল খাবেন জেনে নিন

রাজ্যে এই যন্ত্রের ব্যবহার এই প্রথম। সম্প্রতি শহরের এক বেসকারি হাসপাতালে ক্যানসার নিরাময়ের অনুপাত নিয়ে স্বচ্ছ ধারণা পেতে একটি প্যানেল আলোচনা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা বহু মানুষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুবীরেশ গঙ্গোপাধ্যায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.