কলকাতা, 25 নভেম্বর: কলকাতার রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং । এই দৃশ্য নতুন নয় ৷ এর জেরে ব্যস্ত সময়ে শহরে যানজটেরও সৃষ্টি হয় । কোনও স্কুলের সামনে গাড়ি পার্কিংয়ের জেরে যান যন্ত্রণার ছবিও অপরিচিত নয় কলকাতায় ৷ যত্রতত্র পার্কিংয়ের এই সমস্যা মেটাতে অতীতে একাধিক দাওয়াই দিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ । কিন্তু কোনও ফল হয়নি (parking problem in Kolkata) ।
এবার শহরের রাস্তায় যত্রতত্র পার্কিং এবং বেআইনি পার্কিংয়ের বিষয়ে রাশ টানতে কড়া দাওয়াই প্রয়োগ করতে চলেছে লালবাজার । এই বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শহরের রাজপথে কোথাও গাড়ি পার্কিং সংক্রান্ত অভিযোগ থাকলে 100 নম্বরে ডায়াল করলেই মিলবে সুরাহা (new initiative of Kolkata police to solve parking problem) ৷
ট্রাফিক পুলিশের দাবি, অভিযোগ পেলে তার সত্যতা খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সুনীল কুমার যাদব জানিয়েছেন, শহরের রাজপথে কোন রকমের বেআইনি পার্কিং সংক্রান্ত অভিযোগ সামনে আসলে তা আইনগতভাবে খতিয়ে দেখা হবে (Kolkata Parking Problem)।
আরও পড়ুন: তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের
লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই শহরের কোন কোন জায়গায় বেআইনি পার্কিং গজিয়ে উঠেছে তার একটি তালিকা তৈরি করার জন্য শহরের 25টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের দায়িত্ব দেওয়া হয়েছে (Kolkata Traffic Police) । লালবাজারের (Lalbazaar) ট্রাফিক বিভাগ সূত্রে খবর, গাড়ি পার্কিং সংক্রান্ত কোনও বিবাদ সামনে এলে আইনি ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করা হবে ।