ETV Bharat / state

JU Student Death: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি - JU Death Case about the mysterious letter

যাদবপুরে ছাত্রমৃত্যুর তদন্তে নয়া মোড় ৷ মৃত প্রথম বর্ষের পড়ুয়ার হস্টেলের ঘর থেকে পাওয়া চিঠির লেখক নিজেই স্বীকার করলেন তিনি লিখেছেন চিঠিটা ৷ পুলিশি জেরার সামনে কার্যত স্বীকার করলেন দীপশেখর ৷

Etv Bharat
দীপশেখর দত্ত
author img

By

Published : Aug 14, 2023, 5:18 PM IST

Updated : Aug 14, 2023, 6:30 PM IST

যাদবপুর, 14 অগস্ট: যাদবপুর-কাণ্ডে সামনে এল বিস্ফোরক তথ্য ৷ যে চিঠি ঘিরে বেড়েছে জল্পনা, সেই চিঠি আসলে লেখেইনি মৃত ছাত্র । পুলিশ সূত্রে খবর, চিঠিটি লিখেছে ধৃত ছাত্র দীপশেখর । পুলিশ জেরায় স্বীকারও করেছে সে । যেখানে দীপশেখরের জানাচ্ছে, যাদবপুর-কাণ্ডে ধৃত অপর দুই ছাত্র সৌরভ ও মনোতোষের উপস্থিতিতেই চিঠিটি লেখা হয় । উপস্থিত ছিল মৃত ছাত্রও ।

চিঠিটি লেখা হয়েছিল হস্টেলের এক সিনিয়র 'রুদ্র দা' র বিরুদ্ধে । অভিযোগ আকারেই চিঠিতে লেখা হয়, প্রথম বর্ষের ছাত্রকে ভয় দেখানোর চেষ্টা করছে এই সিনিয়র । সিনিয়রদের দাপটে ভয় পাচ্ছে সেই ছাত্র ও তার পরিবার । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'ডিন অফ স্টুডেন্ট' কে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয় । জেরায় দীপশেখর স্বীকার করে, এই চিঠি তারই লেখা ।

রবিবার সকাল থেকেই মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ ছাত্রের বাবা দাবি করেছিলেন এই চিঠির হাতের লেখা তাঁর ছেলের নয় ৷ চিঠির রহস্য উদঘাটনে নামেন তদন্তকারীরা ৷ তারপরই যাদবপুর-কাণ্ডে ধৃত দীপশেখর দত্তকে জেরা করে মিলল চিঠি সংক্রান্ত তথ্য ৷ জেরায় সে জানায়, চিঠির হাতের লেখা তার ৷ এমনকি চিঠি লেখার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল মৃত পড়ুয়াও । তবে চিঠিটিতে যে সই করা রয়েছে সেই সই দীপশেখরের নয় ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের 104 নম্বর ঘরে ওই পড়ুয়াকে সামনে বসিয়ে লেখা হয়েছিল এই চিঠি । দীপশেখর চিঠি লেখার সময় ঘরে উপস্থিত ছিল অপর দুই ধৃত সৌরভ চৌধুরী ও মনোতোষ ঘোষ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনকে জিজ্ঞাসাবাদ এবং তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে । আজ সকাল থেকেই কলকাতা পুলিশের ডিসিএসএসডি বিদিশা কালিতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে গিয়ে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করেন ।

পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছয় পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে । এছাড়াও ঘটনার দিন ধৃত সৌরভ ছাড়াও মনোতোষ এবং দীপশেখরের ঠিক কী ভূমিকা ছিল সেগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা । তাঁদের বিশ্বাস, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে ৷ তবে, এই মুহূর্তে প্রশ্ন সেই চিঠি ঘিরেই । কে এই রুদ্র দা ? তদন্তের গভীরে পুলিশ।

আরও পড়ুন : যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে সরব সেলেব প্রাক্তনীরা, গাফিলতির অভিযোগ

যাদবপুর, 14 অগস্ট: যাদবপুর-কাণ্ডে সামনে এল বিস্ফোরক তথ্য ৷ যে চিঠি ঘিরে বেড়েছে জল্পনা, সেই চিঠি আসলে লেখেইনি মৃত ছাত্র । পুলিশ সূত্রে খবর, চিঠিটি লিখেছে ধৃত ছাত্র দীপশেখর । পুলিশ জেরায় স্বীকারও করেছে সে । যেখানে দীপশেখরের জানাচ্ছে, যাদবপুর-কাণ্ডে ধৃত অপর দুই ছাত্র সৌরভ ও মনোতোষের উপস্থিতিতেই চিঠিটি লেখা হয় । উপস্থিত ছিল মৃত ছাত্রও ।

চিঠিটি লেখা হয়েছিল হস্টেলের এক সিনিয়র 'রুদ্র দা' র বিরুদ্ধে । অভিযোগ আকারেই চিঠিতে লেখা হয়, প্রথম বর্ষের ছাত্রকে ভয় দেখানোর চেষ্টা করছে এই সিনিয়র । সিনিয়রদের দাপটে ভয় পাচ্ছে সেই ছাত্র ও তার পরিবার । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 'ডিন অফ স্টুডেন্ট' কে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয় । জেরায় দীপশেখর স্বীকার করে, এই চিঠি তারই লেখা ।

রবিবার সকাল থেকেই মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ ছাত্রের বাবা দাবি করেছিলেন এই চিঠির হাতের লেখা তাঁর ছেলের নয় ৷ চিঠির রহস্য উদঘাটনে নামেন তদন্তকারীরা ৷ তারপরই যাদবপুর-কাণ্ডে ধৃত দীপশেখর দত্তকে জেরা করে মিলল চিঠি সংক্রান্ত তথ্য ৷ জেরায় সে জানায়, চিঠির হাতের লেখা তার ৷ এমনকি চিঠি লেখার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল মৃত পড়ুয়াও । তবে চিঠিটিতে যে সই করা রয়েছে সেই সই দীপশেখরের নয় ।

তদন্তকারীরা জানতে পেরেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের 104 নম্বর ঘরে ওই পড়ুয়াকে সামনে বসিয়ে লেখা হয়েছিল এই চিঠি । দীপশেখর চিঠি লেখার সময় ঘরে উপস্থিত ছিল অপর দুই ধৃত সৌরভ চৌধুরী ও মনোতোষ ঘোষ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনকে জিজ্ঞাসাবাদ এবং তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে । আজ সকাল থেকেই কলকাতা পুলিশের ডিসিএসএসডি বিদিশা কালিতার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে গিয়ে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করেন ।

পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছয় পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে । এছাড়াও ঘটনার দিন ধৃত সৌরভ ছাড়াও মনোতোষ এবং দীপশেখরের ঠিক কী ভূমিকা ছিল সেগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা । তাঁদের বিশ্বাস, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে ৷ তবে, এই মুহূর্তে প্রশ্ন সেই চিঠি ঘিরেই । কে এই রুদ্র দা ? তদন্তের গভীরে পুলিশ।

আরও পড়ুন : যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে সরব সেলেব প্রাক্তনীরা, গাফিলতির অভিযোগ

Last Updated : Aug 14, 2023, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.