কলকাতা, 5 জুলাই: রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । ভরছে হাসপাতালের বেডও । আবার কিছুজন বাড়িতে আইসোলেশনে থাকছেন ৷ সামান্য উপসর্গ থাকলেও অনেকে নমুনা পরীক্ষা করাচ্ছেন না ৷ কিন্তু করোনা আক্রান্তদের কখন ভর্তি হতে হবে হাসপাতালে, সেই নির্দেশিকা দিল স্বাস্থ্যভবন (New Health Guide of Swasthya bhawan for Corona patients)।
স্বাস্থ্যভবনের নির্দেশিকা:
1. যদি টানা দু'দিনের বেশি জ্বর থাকে
2. প্রবল কাশি কিংবা শ্বাসকষ্ট থাকলে
3. রক্তে যদি অক্সিজেনের মাত্রা 94 শতাংশ বা তার চেয়েও কমে যায়
4. বুকে ব্যথা বা মানসিক আচ্ছন্নভাব থাকে যদি
5. বাড়াবাড়ি রকমের কো-মর্বিডিটি থাকলে
উপরোক্ত উপসর্গ নিয়ে কোনও ব্যক্তি হাসপাতালে এলে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যভবন । স্বাস্থ্যকর্তারা জানান, করোনার গুরুতর উপসর্গগুলো যাতে রোগী বা চিকিৎসক কোনও পক্ষই লঘু করে না দেখেন, সেই উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে । কেননা, উপসর্গ লঘু করে দেখলে অনেক সময়েই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় । এড়ানো যায় না মৃত্যু । তাই উপসর্গ দেখা মাত্রই চিকিৎসা শুরু করার কথা বলছে স্বাস্থ্যভবন ৷
আরও পড়ুন : ক্যানিংয়ে পুলিশের মানবিক মুখ, রাস্তা থেকে ক্যানসার আক্রান্তকে চিত্তরঞ্জনে স্থানান্তর