ETV Bharat / state

Election Commission on Containment Zone : কনটেইনমেন্ট জোনের ভোটদাতাদের জন্য নয়া নির্দেশিকা কমিশনের - municipal election 2022

আপনি কি কনটেইনমেন্ট জোনে রয়েছেন ? ভাবছেন তো কী করে ভোট দেবেন ? এই বিষয়েই নয়া নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন (municipal election 2022) ৷ ভোট প্রক্রিয়ার শেষ এক ঘণ্টা বরাদ্দ করা হয়েছে কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের জন্য ৷

Election Commission
কনটেইনমেন্ট জোনের ভোটদাতাদের জন্য নয়া নির্দেশিকা কমিশনের
author img

By

Published : Jan 12, 2022, 9:38 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ এর মধ্যেই 22 জানুয়ারি চারটি পৌরনিগমে নির্বাচন ৷ সংক্রমণ রুখতে তাই এবার কনটেইনমেন্ট জোনের ভোটারদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন ৷

ভোটের দিন কনটেইনমেন্ট জোনের ভেতরে বসবাসকারী ভোটাররা ভোটদানের শেষ এক ঘণ্টায় বুথে এসে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (new guidelines for containment zone voters) ৷ এছাড়াও করোনা আবহে নির্বাচনে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কমিশনের পক্ষ থেকে প্রতি বুথে একজন নোডাল অফিসার থাকবেন ৷ তাঁর তত্ত্বাবধানেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া চলবে । বুথের মধ্যে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে, ভোটকর্মীদের হাতে গ্লাভস থাকতে হবে, স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ।

আরও বলুন : Kolkata COVID Surge : 10 ওয়ার্ডে করোনার লাগামছাড়া সংক্রমণ, চিন্তায় কলকাতা পৌরনিগম

আসন্ন চার পৌরনিগমে নির্বাচনের জন্য প্রায় 12 হাজার 500 ভোটকর্মী থাকছেন । এর মধ্যে 9 হাজার 500 ভোটকর্মী বুথে থাকবেন আর বাকিদের রিজার্ভে রাখা হবে ৷ ঠিক একইভাবে রিজার্ভ ও দায়িত্বে থাকা মিলিয়ে মোট 9 হাজার 500 জন সশস্ত্র পুলিশকর্মী থাকছেন । তবে আগামী শুক্রবারের মধ্যেই বাহিনীর চূড়ান্ত সংখ্যা ঠিক হয়ে যাবে । প্রয়োজনে সশস্ত্রবাহিনী বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন ।

সংক্রমণ বৃদ্ধি রুখতে তাই কমিশনের তরফে বারেবারে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হচ্ছে । প্রচারে কোনওরকমভাবেই লাউড স্পিকারের ব্যবহার করা যাবে না । রাত 9টার থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা । কোনরকম প্লাস্টিক ব্যানার বা পোস্টার ব্যবহার করা যাবে না । বিশেষ করে শব্দ দূষণ রোধে যাতে রাজনৈতিক দলগুলি সচেতন হয় সে বিষয়ে নজর দিতে হবে । কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য ও কোভিড বিধি না মানার জন্য এখনও পর্যন্ত 3 জনকে শোকজ করা হয়েছে ।

আরও বলুন : Bengal Corona Active cases : মহারাষ্ট্রের পরই পশ্চিমবঙ্গ, সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয় বাংলা

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ এর মধ্যেই 22 জানুয়ারি চারটি পৌরনিগমে নির্বাচন ৷ সংক্রমণ রুখতে তাই এবার কনটেইনমেন্ট জোনের ভোটারদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন ৷

ভোটের দিন কনটেইনমেন্ট জোনের ভেতরে বসবাসকারী ভোটাররা ভোটদানের শেষ এক ঘণ্টায় বুথে এসে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (new guidelines for containment zone voters) ৷ এছাড়াও করোনা আবহে নির্বাচনে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কমিশনের পক্ষ থেকে প্রতি বুথে একজন নোডাল অফিসার থাকবেন ৷ তাঁর তত্ত্বাবধানেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া চলবে । বুথের মধ্যে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে, ভোটকর্মীদের হাতে গ্লাভস থাকতে হবে, স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ।

আরও বলুন : Kolkata COVID Surge : 10 ওয়ার্ডে করোনার লাগামছাড়া সংক্রমণ, চিন্তায় কলকাতা পৌরনিগম

আসন্ন চার পৌরনিগমে নির্বাচনের জন্য প্রায় 12 হাজার 500 ভোটকর্মী থাকছেন । এর মধ্যে 9 হাজার 500 ভোটকর্মী বুথে থাকবেন আর বাকিদের রিজার্ভে রাখা হবে ৷ ঠিক একইভাবে রিজার্ভ ও দায়িত্বে থাকা মিলিয়ে মোট 9 হাজার 500 জন সশস্ত্র পুলিশকর্মী থাকছেন । তবে আগামী শুক্রবারের মধ্যেই বাহিনীর চূড়ান্ত সংখ্যা ঠিক হয়ে যাবে । প্রয়োজনে সশস্ত্রবাহিনী বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন ।

সংক্রমণ বৃদ্ধি রুখতে তাই কমিশনের তরফে বারেবারে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হচ্ছে । প্রচারে কোনওরকমভাবেই লাউড স্পিকারের ব্যবহার করা যাবে না । রাত 9টার থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা । কোনরকম প্লাস্টিক ব্যানার বা পোস্টার ব্যবহার করা যাবে না । বিশেষ করে শব্দ দূষণ রোধে যাতে রাজনৈতিক দলগুলি সচেতন হয় সে বিষয়ে নজর দিতে হবে । কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য ও কোভিড বিধি না মানার জন্য এখনও পর্যন্ত 3 জনকে শোকজ করা হয়েছে ।

আরও বলুন : Bengal Corona Active cases : মহারাষ্ট্রের পরই পশ্চিমবঙ্গ, সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয় বাংলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.