ETV Bharat / state

Governor CV Ananda Bose: রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস, শপথগ্রহণ কাল - রাজ্যপাল সিভি আনন্দ বোস

আজ সকাল 9.30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ তাঁকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) ।

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose
author img

By

Published : Nov 22, 2022, 11:21 AM IST

Updated : Nov 22, 2022, 1:07 PM IST

কলকাতা, 22 নভেম্বর: শহরে এসে পৌঁছলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । আগামিকাল অর্থাৎ বুধবার হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান (Swearing in ceremony to take place Wednesday) । যদিও শপথগ্রহণ অনুষ্ঠানের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি । তবে জানা গিয়েছে, আজ দুপুরে রাজভবনে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন সিভি আনন্দ বোস । তারপরেই হয়তো চূড়ান্ত করা হবে আগামিকালের অনুষ্ঠানের সময়সূচি । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।

আজ সকাল 9.30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন নবনিযুক্ত রাজ্যপাল । এরপর বিমানবন্দরেই তাঁকে সসম্মানে স্বাগত জানানো হয় ৷ দেওয়া হয় গার্ড অফ অনার । তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । সঙ্গে ছিলেন অপর মন্ত্রী শশী পাঁজা । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিজি মনোজ মালব্য ।

উল্লেখ্য, এর আগে সিভি আনন্দ বোস মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন । জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হওয়ার পর লা গনেশনকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের বাড়তি দ্বায়িত্ব দেওয়া হয়েছিল । তবে এবার পাকাপাকি ভাবে রাজ্যপাল হিসেবে পদের দ্বায়িত্ব নিতে চলেছেন বোস ।

পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে ইত্যিমধ্যে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নয়া রাজ্যপালকে ফোন করেন । তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে । তিনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি । এই রাজ্যে স্থায়ী রাজ্যপালের পদ কয়েকমাস ধরে ফাঁকা রয়েছে । জুলাই নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্যই তিনি ইস্তফা দেন । পরে তিনি উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন । অন্যদিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় লা গণেশনকে । তিনি মণিপুরের স্থায়ী রাজ্যপাল। তার সঙ্গেই অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয় তাঁকে ।

রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস

আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করব', অঙ্গীকার নয়া রাজ্যপালের

কলকাতা, 22 নভেম্বর: শহরে এসে পৌঁছলেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । আগামিকাল অর্থাৎ বুধবার হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান (Swearing in ceremony to take place Wednesday) । যদিও শপথগ্রহণ অনুষ্ঠানের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি । তবে জানা গিয়েছে, আজ দুপুরে রাজভবনে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন সিভি আনন্দ বোস । তারপরেই হয়তো চূড়ান্ত করা হবে আগামিকালের অনুষ্ঠানের সময়সূচি । তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য।

আজ সকাল 9.30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন নবনিযুক্ত রাজ্যপাল । এরপর বিমানবন্দরেই তাঁকে সসম্মানে স্বাগত জানানো হয় ৷ দেওয়া হয় গার্ড অফ অনার । তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । সঙ্গে ছিলেন অপর মন্ত্রী শশী পাঁজা । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিজি মনোজ মালব্য ।

উল্লেখ্য, এর আগে সিভি আনন্দ বোস মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন । জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হওয়ার পর লা গনেশনকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের বাড়তি দ্বায়িত্ব দেওয়া হয়েছিল । তবে এবার পাকাপাকি ভাবে রাজ্যপাল হিসেবে পদের দ্বায়িত্ব নিতে চলেছেন বোস ।

পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে ইত্যিমধ্যে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নয়া রাজ্যপালকে ফোন করেন । তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছিল ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে । তিনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি । এই রাজ্যে স্থায়ী রাজ্যপালের পদ কয়েকমাস ধরে ফাঁকা রয়েছে । জুলাই নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার জন্যই তিনি ইস্তফা দেন । পরে তিনি উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন । অন্যদিকে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় লা গণেশনকে । তিনি মণিপুরের স্থায়ী রাজ্যপাল। তার সঙ্গেই অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয় তাঁকে ।

রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস

আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করব', অঙ্গীকার নয়া রাজ্যপালের

Last Updated : Nov 22, 2022, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.