ETV Bharat / state

এসপ্ল্যানেড ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসছে নতুন চলমান সিঁড়ি

আজ (11 অক্টোবর) থেকে এসপ্ল্যানেড ও শ্যামবাজার নতুন চলমান সিঁড়ি বসানোর কাজ শুরু হবে ৷

metro
author img

By

Published : Oct 11, 2019, 11:51 AM IST

Updated : Oct 11, 2019, 12:00 PM IST

কলকাতা , 11 অক্টোবর : এসপ্ল্যানেড ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হবে নতুন চলমান সিঁড়ি ৷ কাজ শুরু হবে আজ থেকে ৷

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলানো হবে ৷ তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর বন্ধ রেখে সেই জায়গায় নতুন এস্কেলেটর বসানোর কাজ চলছে ।

এবার দুই মেট্রো স্টেশনে আজ থেকে নতুন এস্কেলেটর বসানোর কাজ শুরু হবে ৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এস্কেলেটর পরিষেবা শনিবার রাত 10 টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে । তাই এসপ্ল্যানেড স্টেশনের গ্র্যান্ড হোটেলের দিকের প্রবেশ ও প্রস্থানের গেটটি যতদিন না নতুন এস্কেলেটর চালু করা হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এসপ্ল্যানেড স্টেশনের পুরানো এস্কেলেটরটির জায়গায় বসবে উন্নতমানের নতুন এস্কেলেটর ।

শ্যামবাজার মেট্রো স্টেশনের পুরানো এস্কেলেটরের জায়গায়ও বসানো হবে নতুন চলমান সিঁড়ি । এই স্টেশনের নতুন চলমান সিঁড়ি বসানোর কাজও শুরু হবে আজ রাত 10 টার পর থেকে । যার কারণে টালিগঞ্জের দিকের গেট দিয়ে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে ।

কলকাতা , 11 অক্টোবর : এসপ্ল্যানেড ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হবে নতুন চলমান সিঁড়ি ৷ কাজ শুরু হবে আজ থেকে ৷

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলানো হবে ৷ তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর বন্ধ রেখে সেই জায়গায় নতুন এস্কেলেটর বসানোর কাজ চলছে ।

এবার দুই মেট্রো স্টেশনে আজ থেকে নতুন এস্কেলেটর বসানোর কাজ শুরু হবে ৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এস্কেলেটর পরিষেবা শনিবার রাত 10 টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে । তাই এসপ্ল্যানেড স্টেশনের গ্র্যান্ড হোটেলের দিকের প্রবেশ ও প্রস্থানের গেটটি যতদিন না নতুন এস্কেলেটর চালু করা হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এসপ্ল্যানেড স্টেশনের পুরানো এস্কেলেটরটির জায়গায় বসবে উন্নতমানের নতুন এস্কেলেটর ।

শ্যামবাজার মেট্রো স্টেশনের পুরানো এস্কেলেটরের জায়গায়ও বসানো হবে নতুন চলমান সিঁড়ি । এই স্টেশনের নতুন চলমান সিঁড়ি বসানোর কাজও শুরু হবে আজ রাত 10 টার পর থেকে । যার কারণে টালিগঞ্জের দিকের গেট দিয়ে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে ।

Intro:এসপ্লেনেড মেট্রোস্টেশনে বসানো হবে নতুন এস্কেলেটর। পুরনো এস্কেলেটর সরিয়ে তার জায়গায় বসানো হবে নতুন চলমান সিঁড়ি। এই কাজের জন্য 11 অক্টোবর থেকে যতদিন এই নতুন এস্কেলেটর বসানোর কাজ সম্পূর্ণভাবে না হবে ততদিন বন্ধ রাখা হবে এই পরিষেবা। মেট্রোরেল কতৃপক্ষের তরফে জানান হয়েছে যে এস্কেলেটর পরিষেবা শনিবার রাত 10টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে। Body:তাই এসপ্লেনেড স্টেশনের গ্র্যান্ড হোটেলের দিকের প্রবেশ ও প্রস্থানের গেটটি যতদিন না নতুন এস্কেলেটর চালু করা হচ্ছে ততদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসপ্লেনেড স্টেশনের পুরোনো এস্কেলেটরটির জায়গায় বসবে নতুন ঝাঁ চকচকে আরও উন্নতমানের এস্কেলেটর।

এই চলমান সিঁড়িটি মেজেনাইন ফ্লোর থেকে প্ল্যাটফর্মের দিকে পরে।

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরনো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে। তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরনো এস্কেলেটর বন্ধ রেখে সেই জায়গায় নতুন এস্কেলেটর বসানোর কাজ চলছে।

কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই ওটিস নামক একটি সংস্থার তৈরি করা।
Conclusion:পাশাপাশি শ্যামবাজার মেট্রো স্টেশনের পুরোনো এস্কেলেটরের জায়গায় বসানো হবে নতুন সিঁড়ি। এই স্টেশনের নতুন সিঁড়ি বসানোর কাজও শুরু হবে 11 অক্টোবর রাত 10 টার পর থেকে। ওর ফলে ওই সেশনের টালিগঞ্জ-এর দিকের গেট দিয়ে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে।
Last Updated : Oct 11, 2019, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.