কলকাতা , 11 অক্টোবর : এসপ্ল্যানেড ও শ্যামবাজার মেট্রো স্টেশনে বসানো হবে নতুন চলমান সিঁড়ি ৷ কাজ শুরু হবে আজ থেকে ৷
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, 20 থেকে 25 বছরের পুরানো যে এস্কেলেটরগুলি রয়েছে সেগুলি বদলানো হবে ৷ তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সংস্কারের কাজ । ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনের পুরানো এস্কেলেটর বন্ধ রেখে সেই জায়গায় নতুন এস্কেলেটর বসানোর কাজ চলছে ।
এবার দুই মেট্রো স্টেশনে আজ থেকে নতুন এস্কেলেটর বসানোর কাজ শুরু হবে ৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এস্কেলেটর পরিষেবা শনিবার রাত 10 টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে । তাই এসপ্ল্যানেড স্টেশনের গ্র্যান্ড হোটেলের দিকের প্রবেশ ও প্রস্থানের গেটটি যতদিন না নতুন এস্কেলেটর চালু করা হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এসপ্ল্যানেড স্টেশনের পুরানো এস্কেলেটরটির জায়গায় বসবে উন্নতমানের নতুন এস্কেলেটর ।
শ্যামবাজার মেট্রো স্টেশনের পুরানো এস্কেলেটরের জায়গায়ও বসানো হবে নতুন চলমান সিঁড়ি । এই স্টেশনের নতুন চলমান সিঁড়ি বসানোর কাজও শুরু হবে আজ রাত 10 টার পর থেকে । যার কারণে টালিগঞ্জের দিকের গেট দিয়ে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে ।