ETV Bharat / state

Central Metro Station : সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসল আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি - সেন্ট্রাল মেট্রো স্টেশন

সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে চলমান সিঁড়ি (New Escalator in Central Metro Station) । পুরনো এস্কেলেটর সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি । প্ল্যাটফর্ম থেকে মেজেনাইন পর্যন্ত বসানো হল এই নতুন এস্কেলেটরটি ।

Central Metro Station
Central Metro Station
author img

By

Published : Mar 22, 2022, 5:45 PM IST

কলকাতা, 22 মার্চ : যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরনো এস্কেলেটরগুলিকে বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সেই কাজ । সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে চলমান সিঁড়ি (New Escalator in Central Metro Station) ৷

কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই ওটিস নামক একটি সংস্থার তৈরি করা । এর আগেও বেশ কয়েকটি স্টেশনের পুরনো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে এসেছে আন্তর্জাতিক মানের এস্কেলেটর ।

আরও পড়ুন : Mamata to Give Widow Allowance : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার হাত ধরে আরও 8 লক্ষকে বিধবাভাতা

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক ও আন্তর্জতিকমানের এস্কেলেটরগুলি অনেক বেশি নিরাপদ । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভ রয়েছে । সাশ্রয় হবে প্রায় 50 শতাংশ বিদ্যুৎ বলে তাদের দাবি । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । পুরনো এস্কেলেটরের সিঁড়ির তুলনায় যেহেতু নতুনগুলির পাদানি বেশি চওড়া ফলে শিশু ও প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে বলে মনে করছে কর্তৃপক্ষ ।

মেট্রো কতৃপক্ষের আরও দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই এস্কেলেটরগুলি বসানো হয়েছে ৷ এতে রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম'।

কলকাতা, 22 মার্চ : যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে 20 থেকে 25 বছরের পুরনো এস্কেলেটরগুলিকে বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে শুরু হয়েছে সেই কাজ । সেন্ট্রাল মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে চলমান সিঁড়ি (New Escalator in Central Metro Station) ৷

কলকাতা মেট্রোর সবকটি এস্কেলেটরই ওটিস নামক একটি সংস্থার তৈরি করা । এর আগেও বেশ কয়েকটি স্টেশনের পুরনো এস্কেলেটর সরিয়ে তার পরিবর্তে এসেছে আন্তর্জাতিক মানের এস্কেলেটর ।

আরও পড়ুন : Mamata to Give Widow Allowance : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার হাত ধরে আরও 8 লক্ষকে বিধবাভাতা

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক ও আন্তর্জতিকমানের এস্কেলেটরগুলি অনেক বেশি নিরাপদ । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভ রয়েছে । সাশ্রয় হবে প্রায় 50 শতাংশ বিদ্যুৎ বলে তাদের দাবি । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । পুরনো এস্কেলেটরের সিঁড়ির তুলনায় যেহেতু নতুনগুলির পাদানি বেশি চওড়া ফলে শিশু ও প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে বলে মনে করছে কর্তৃপক্ষ ।

মেট্রো কতৃপক্ষের আরও দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই এস্কেলেটরগুলি বসানো হয়েছে ৷ এতে রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.