ETV Bharat / state

বাইপাসে জল জমার সমস্যা মেটাতে কাজ শুরু - new drainage system on bypass

পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী এই রাস্তায় জল জমার সমস্যা দীর্ঘদিনের ৷ অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় ৷ তবে তারক সিং জানালেন, নিকাশি ব্যবস্থা চালু হয়ে গেলে জল জমার সমস্যা মিটে যাবে ।

সায়েন্সসিটি সংলগ্ন বাইপাস
author img

By

Published : Nov 19, 2019, 10:09 PM IST

কলকাতা, 19 নভেম্বর : প্রতিবছর বর্ষার সময় সায়েন্স সিটি সংলগ্ন বাইপাসে জল জমে ৷ দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে ওই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম ।

মঙ্গলবার মেয়র পারিষদ (নিকাশি ব্যবস্থা) তারক সিং কাজ কেমন হচ্ছে, তা খতিয়ে দেখতে সেখানে যান । তারক সিং জানান, কাজ প্রায় শেষের দিকে ৷ চলতি মাসের শেষের দিকে কাজ শেষ হয়ে যাবে ৷ জমে থাকা জল আম্বেদকর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে সংলগ্ন খালে ফেলা হবে ৷

পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী এই রাস্তায় জল জমার সমস্যা দীর্ঘদিনের ৷ অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় ৷ তবে তারক সিং জানালেন, নিকাশি ব্যবস্থা চালু হয়ে গেলে জল জমার সমস্যা মিটে যাবে । এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যা মেটানোর দাবি করছিল ।

কলকাতা, 19 নভেম্বর : প্রতিবছর বর্ষার সময় সায়েন্স সিটি সংলগ্ন বাইপাসে জল জমে ৷ দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে ওই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম ।

মঙ্গলবার মেয়র পারিষদ (নিকাশি ব্যবস্থা) তারক সিং কাজ কেমন হচ্ছে, তা খতিয়ে দেখতে সেখানে যান । তারক সিং জানান, কাজ প্রায় শেষের দিকে ৷ চলতি মাসের শেষের দিকে কাজ শেষ হয়ে যাবে ৷ জমে থাকা জল আম্বেদকর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে সংলগ্ন খালে ফেলা হবে ৷

পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী এই রাস্তায় জল জমার সমস্যা দীর্ঘদিনের ৷ অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় ৷ তবে তারক সিং জানালেন, নিকাশি ব্যবস্থা চালু হয়ে গেলে জল জমার সমস্যা মিটে যাবে । এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যা মেটানোর দাবি করছিল ।

Intro:প্রতিবছর বর্ষার সময় সাইনসিটি সংলগ্ন রাস্তায় সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায়। 5 সার্কাস থেকে সাইনসিটি গামি এই রাস্তায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এই রাস্তায়। এই এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ কে আইপি প্রজেক্টে নিকাশি ব্যবস্থা করা হয়েছিল তাতে ঠিকমতো জল নিকাশি হয় না। নিকাশি নালা সাহায্যে এই অঞ্চলের জল ফেলা হত যে খালে সেই নিকাশি নালা বেশ খানিকটা উঁচুতে থাকায় স্বাভাবিক ভাবে জল নাকাশি হত না। ফলে অল্প বৃষ্টিত জল জমে যেত এই এলাকায়।


Body:দীর্ঘদিনের এই জল জমা সমস্যাকে সমাধান করতে নতুন করে এই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ শুরু করে কলকাতা পৌরনিগম। যদিও এই নিকাশি কাজে সময় বেঁকে বসে 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমদ খান। নিকাশি ব্যবস্থায় আম্বেদ কার ড্রেনের বুস্টার পাম্প স্টেশনে এই জমা জল ফেলা হবে । স্থানীয় কাউন্সিলর সাইয়্যেদ আহমদ খানের দাবি যে জল ফেলা হবে আম্বেদকার ড্রেনেজ বুস্টার পাম্পে সেই ধারণ ক্ষমতা নেই। আজ তারক সিং মেয়র পরিষদ নিকাশি আজ এই নিকাশের কাজ দেখতে যান। তারক সিং জানিয়েছেন ইতিমধ্যেই জটিলতা কেটে গেছে। আম্বেদকর বুস্টার পাম্পিং স্টেশন এর জল ধারণ ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন তিনি।


Conclusion:মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন এই বিস্তীর্ণ এলাকা জল আম্বেদকর বুস্টার পাম্পিং স্টেশন ফেলা হবে এই নতুন নিকাশি ব্যবস্থার মাধ্যমে। খালের পাশে একটি দেওয়াল আছে সেই দেওয়াল ভেঙে জল পাম্পিং স্টেশনে গিয়ে পড়বে। 90% কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এই মাসের শেষেই এই নিকাশি ব্যবস্থার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দীর্ঘদিনের জল জমা সমস্যা ওদের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.