কলকাতা, 19 নভেম্বর : প্রতিবছর বর্ষার সময় সায়েন্স সিটি সংলগ্ন বাইপাসে জল জমে ৷ দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে ওই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম ।
মঙ্গলবার মেয়র পারিষদ (নিকাশি ব্যবস্থা) তারক সিং কাজ কেমন হচ্ছে, তা খতিয়ে দেখতে সেখানে যান । তারক সিং জানান, কাজ প্রায় শেষের দিকে ৷ চলতি মাসের শেষের দিকে কাজ শেষ হয়ে যাবে ৷ জমে থাকা জল আম্বেদকর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে সংলগ্ন খালে ফেলা হবে ৷
পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী এই রাস্তায় জল জমার সমস্যা দীর্ঘদিনের ৷ অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় ৷ তবে তারক সিং জানালেন, নিকাশি ব্যবস্থা চালু হয়ে গেলে জল জমার সমস্যা মিটে যাবে । এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যা মেটানোর দাবি করছিল ।