কলকাতা, 6 জুন: পৌরনিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানম ৷ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি ৷ রাজ্য সরকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে মামলা করেছিল ৷ সেই মামলা শোনার জন্য আজ একটি নতুন বেঞ্চ গঠন করেছে প্রধান বিচারপতির বেঞ্চ ৷
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হুগলির প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের বাড়ি কাম অফিস থেকে একাধিক পৌরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও ওএমআর শিট উদ্ধার করে ইডি ৷ যা থেকে তদন্তকারীদের সন্দেহ হয়, পৌরসভার নিয়োগেও দুর্নীতি হয়ে থাকতে পারে ৷ যা নিয়ে পরবর্তীকালে তদন্ত করতে চেয়ে সিবিআই আবেদন করে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই'টকে আলাদা করে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷
কিন্তু, রাজ্য সরকার সেই তদন্তের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেন ৷ যার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে ৷ তবে, তিনি সেই মামলা শুনতে পারবেন না বলে, এর থেকে অব্যাহতি চান ৷ জানিয়ে দেন ওই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই ৷ নিয়ম অনুযায়ী, মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত চলে যায় ৷ এ দিন সেই মামলাটির শুনানির জন্য নতুন একটি বেঞ্চ গঠন করল প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানমের বেঞ্চ ৷ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি হবে ৷
আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত, স্থগিতাদেশ দিল না নয়া বেঞ্চ
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর, হুগলি থেকে তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পায় ইডি ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ৷ এরপর শান্তনুর সূত্রে নাম আসে অয়ন শীলের ৷ তাঁর সল্টলেকে ভাড়া বাড়ি তথা অফিসে তল্লাশি চালিয়ে ইডি নিয়োগ সংক্রান্ত নথির পাশাপাশি, পৌরসভার নিয়োগের একাধিক নথি ইডি-র হাতে আসে ৷