ETV Bharat / state

Swasthya Bhawan: সরকারি চিকিৎসক বেসরকারি হাসপাতালে ঠিক কতক্ষণ থাকছেন ? বিশদে জানাতে হবে স্বাস্থ্যভবনকে - তার রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

এবার চিকিৎসকরা সরকারি ও বেসরকারি, কোন হাসপাতালে কত সময় দিচ্ছেন তার উপর নজর রাখবে স্বাস্থ্য দফতর ৷ আর এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) ৷

New advisory for govt hospital doctors from health department
New advisory for govt hospital doctors from health department
author img

By

Published : Nov 3, 2022, 12:03 PM IST

কলকাতা, 3 নভেম্বর: সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালে কতটা সময় দিচ্ছেন তা জানতে নয়া উদ্যোগ নিল স্বাস্থ্য ভবন । এমনিতেই এই কারণে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক । এবার নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (Health Department) । সিদ্ধান্ত হয়েছে সরকারি হাসপাতাল ছেড়ে চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে ঠিক কতক্ষণ সময় দিচ্ছেন, তার সমস্ত রিপোর্ট দিতে হবে স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) ।

চিকিৎসকের নাম, সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট ওই চিকিৎসকের পদমর্যাদা ও বেসরকারি হাসপাতালে তিনি কতক্ষণ সময় দিচ্ছেন, সেই সব তথ্যই বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই নির্দেশ না মানা হলে তবে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট 2017 মেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে । এই সংক্রান্ত বিষয়ে বেসরকারি হাসপাতালের জন্য স্বাস্থ্য দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা (New advisory for govt hospital doctors) ।

আরও পড়ুন: চিকিৎসাবিজ্ঞানে বিরলতম ! সদ্যোজাত শিশুকন্যার পেটে মিলল 8টি ভ্রূণ !

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো আগের থেকে অনেক ভালো হয়েছে । কিন্তু সরকারি চিকিৎসকদের একাংশ হাসপাতালে অস্ত্রোপচার না করে রোগীদের নার্সিংহোমগুলিতে পাঠাচ্ছেন । এরপর সেখানে সেই রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে । তাই এইসব বিষয়গুলির উপর নজর দিতে এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর ।

কলকাতা, 3 নভেম্বর: সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালে কতটা সময় দিচ্ছেন তা জানতে নয়া উদ্যোগ নিল স্বাস্থ্য ভবন । এমনিতেই এই কারণে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক । এবার নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (Health Department) । সিদ্ধান্ত হয়েছে সরকারি হাসপাতাল ছেড়ে চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে ঠিক কতক্ষণ সময় দিচ্ছেন, তার সমস্ত রিপোর্ট দিতে হবে স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) ।

চিকিৎসকের নাম, সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট ওই চিকিৎসকের পদমর্যাদা ও বেসরকারি হাসপাতালে তিনি কতক্ষণ সময় দিচ্ছেন, সেই সব তথ্যই বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । এই নির্দেশ না মানা হলে তবে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট 2017 মেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে । এই সংক্রান্ত বিষয়ে বেসরকারি হাসপাতালের জন্য স্বাস্থ্য দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা (New advisory for govt hospital doctors) ।

আরও পড়ুন: চিকিৎসাবিজ্ঞানে বিরলতম ! সদ্যোজাত শিশুকন্যার পেটে মিলল 8টি ভ্রূণ !

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো আগের থেকে অনেক ভালো হয়েছে । কিন্তু সরকারি চিকিৎসকদের একাংশ হাসপাতালে অস্ত্রোপচার না করে রোগীদের নার্সিংহোমগুলিতে পাঠাচ্ছেন । এরপর সেখানে সেই রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে । তাই এইসব বিষয়গুলির উপর নজর দিতে এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.