ETV Bharat / state

কলকাতায় আরও 10 টি কনটেনমেন্ট জ়োন

author img

By

Published : Aug 6, 2020, 1:31 PM IST

কলকাতায় নতুন করে 10 টি জায়গাকে কনটেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে । মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়াল 40 টি ।

new 10 containment zone in kolkata
কলকাতায় আরও 10 টি কনটেনমেন্ট জ়োন

কলকাতা, 6 অগাস্ট : কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 40 । এর মধ্যে 10 জায়গাকে নতুন করে চিহ্নিত করা হয়েছে । পুরোনো তালিকা থেকে বাদ গেছে 7 টি এলাকা । এই 40 টি জায়গায় কড়াকড়ি করে জারি করা হয়েছে লকডাউন ।

কলকাতার যে 10 টি এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োন হিসাবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল- 1) 74 নম্বর ওয়ার্ডের 12 নম্বর রাজা সন্তোষ রায় রোড ।

2) 31 নম্বর ওয়ার্ডের 16 নম্বর বিপ্লবী বারীন ঘোষ সরণি ।

3) 101 নম্বর ওয়ার্ডের 4 নম্বর গ্রিন পার্ক ।

4) 101 নম্বর ওয়ার্ডের জি-104 নম্বর বাঘাযতীন এলাকা ।

5) 101 নম্বর ওয়ার্ডের জি-49 বাঘাযতীন এলাকা ।

6) 101 নম্বর ওয়ার্ডের 54/1 ফুলবাগান রোড চত্বর ।

7) 101 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লি ।

8) 75 নম্বর ওয়ার্ডের 4-এ চ্যাপেল রোড ।

9) 96 নম্বর ওয়ার্ডের 29-বি হাজরা রোড ।

10) 69 নম্বর ওয়ার্ডের 4-এ রেইনি পার্ক ।

কলকাতার বহুতলের পাশাপাশি বস্তি এলাকাগুলোও কনটেনমেন্ট জ়োনের আওতায় চলে এসেছে । 109, 30 ও 33 ওয়ার্ডের মোট 4 টি বস্তি কনটেনমেন্ট জ়োনের মধ্যে এসেছে । কলকাতায় কোরোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে । প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে । একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা 2816 । এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 83,800 ।

কলকাতা, 6 অগাস্ট : কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 40 । এর মধ্যে 10 জায়গাকে নতুন করে চিহ্নিত করা হয়েছে । পুরোনো তালিকা থেকে বাদ গেছে 7 টি এলাকা । এই 40 টি জায়গায় কড়াকড়ি করে জারি করা হয়েছে লকডাউন ।

কলকাতার যে 10 টি এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োন হিসাবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল- 1) 74 নম্বর ওয়ার্ডের 12 নম্বর রাজা সন্তোষ রায় রোড ।

2) 31 নম্বর ওয়ার্ডের 16 নম্বর বিপ্লবী বারীন ঘোষ সরণি ।

3) 101 নম্বর ওয়ার্ডের 4 নম্বর গ্রিন পার্ক ।

4) 101 নম্বর ওয়ার্ডের জি-104 নম্বর বাঘাযতীন এলাকা ।

5) 101 নম্বর ওয়ার্ডের জি-49 বাঘাযতীন এলাকা ।

6) 101 নম্বর ওয়ার্ডের 54/1 ফুলবাগান রোড চত্বর ।

7) 101 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লি ।

8) 75 নম্বর ওয়ার্ডের 4-এ চ্যাপেল রোড ।

9) 96 নম্বর ওয়ার্ডের 29-বি হাজরা রোড ।

10) 69 নম্বর ওয়ার্ডের 4-এ রেইনি পার্ক ।

কলকাতার বহুতলের পাশাপাশি বস্তি এলাকাগুলোও কনটেনমেন্ট জ়োনের আওতায় চলে এসেছে । 109, 30 ও 33 ওয়ার্ডের মোট 4 টি বস্তি কনটেনমেন্ট জ়োনের মধ্যে এসেছে । কলকাতায় কোরোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে । প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে । একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা 2816 । এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 83,800 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.