ETV Bharat / state

Chandra Bose Wants Planning Commission: যোজনা কমিশন ফিরিয়ে আনার পক্ষে জোরালো সওয়াল নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর - চন্দ্র বসু

যোজনা কমিশন ফিরিয়ে আনার পক্ষে জোরালো সওয়াল করলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose Wants Planning Commission)৷ নেতাজির জন্ম জয়ন্তীতে রাজ্য সরকারের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নেতাজির তৈরি যোজনা কমিশন ফিরিয়ে আনা উচিত ৷

Chandra Bose ETV Bharat
চন্দ্র বসু
author img

By

Published : Jan 23, 2023, 7:41 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: অতীতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোজনা কমিশন তুলে দেওয়া নিয়ে সরব হতে দেখা গিয়েছে । নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Birth Anniversary) হাতে তৈরি যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । তবে সেই সময় এই নিয়ে চুপ ছিলেন তৎকালীন বিজেপিতে থাকা নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose Wants Planning Commission)। তবে সোমবার সরকার আয়োজিত নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়ে দিলেন, নেতাজির হাতে তৈরি যোজনা কমিশন ফিরিয়ে আনা উচিত ।

একইসঙ্গে এ দিন তিনি বলেছেন, "নীতি আয়োগ কী কাজ করে আমার জানা নেই । তাই এই বার্তা আমি প্রধানমন্ত্রীকে দিতে চাই । নেতাজির যেটা চিন্তাধারা ছিল, সে রকম একটি সাম্যবাদী রাষ্ট্র, একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যদি আমরা গঠন না করতে পারি, তাহলে ভারত ভেঙে যাবে । ভারত আবার দুঃখে নিমজ্জিত হবে ।"

প্রসঙ্গত এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে চন্দ্র বসু বলেন, জাতি বা ধর্মের ভিত্তিতে নয়, দেশবাসীর পরিচয় হওয়া উচিত তিনি ভারতীয় । আর এই আন্দোলন যদি বাংলার মাটি থেকেই শুরু হয়, এর চেয়ে ভালো কী হতে পারে ! এ দিন মুখ্যমন্ত্রী দেশনায়কদের স্মরণ করে একটি গানের অ্যালবাম প্রকাশ করেন ৷ এ প্রসঙ্গে চন্দ্র বসু বলেছেন, স্বাধীনতা সংগ্রামীদের পথই আগামী ভারতবর্ষের পথ । আর তাই ইতিহাসকে মনে রাখা খুব জরুরি । এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রশংসাযোগ্য । ভালো কাজ করছেন তিনি ।

আরও পড়ুন: 23 জানুয়ারির চমক দিলেন মমতা, একই মঞ্চে হাজির সুগত বসু ও চন্দ্র বসু

এ দিন সরকারি মঞ্চে আসা নিয়েও মুখ খুলেছেন চন্দ্র বসু । এ প্রসঙ্গে চন্দ্র বসু বলেন, "এটা রাজ্য সরকারের অনুষ্ঠান । রাজ্য সরকারের তরফ থেকে নেতাজির পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাই আমরা আজ এখানে এসেছি । রাজ্যের অন্যত্র একাধিক অনুষ্ঠান হচ্ছে দিনভর । সে ক্ষেত্রে অন্য অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হইনি তাই সেখানে যায়নি ।" সোমবাক চন্দ্র বসুর বক্তব্য থেকেই স্পষ্ট যে তিনি কোন অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করেছেন । তিনি স্পষ্ট জানান, "সরকারের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ আমি আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছি । যেহেতু শহীদ মিনারে আমাকে দেখা যায়নি, খুব স্বাভাবিক সেখানে আমি আমন্ত্রিত ছিলাম না ।"

কলকাতা, 23 জানুয়ারি: অতীতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোজনা কমিশন তুলে দেওয়া নিয়ে সরব হতে দেখা গিয়েছে । নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Birth Anniversary) হাতে তৈরি যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । তবে সেই সময় এই নিয়ে চুপ ছিলেন তৎকালীন বিজেপিতে থাকা নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose Wants Planning Commission)। তবে সোমবার সরকার আয়োজিত নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়ে দিলেন, নেতাজির হাতে তৈরি যোজনা কমিশন ফিরিয়ে আনা উচিত ।

একইসঙ্গে এ দিন তিনি বলেছেন, "নীতি আয়োগ কী কাজ করে আমার জানা নেই । তাই এই বার্তা আমি প্রধানমন্ত্রীকে দিতে চাই । নেতাজির যেটা চিন্তাধারা ছিল, সে রকম একটি সাম্যবাদী রাষ্ট্র, একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যদি আমরা গঠন না করতে পারি, তাহলে ভারত ভেঙে যাবে । ভারত আবার দুঃখে নিমজ্জিত হবে ।"

প্রসঙ্গত এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে চন্দ্র বসু বলেন, জাতি বা ধর্মের ভিত্তিতে নয়, দেশবাসীর পরিচয় হওয়া উচিত তিনি ভারতীয় । আর এই আন্দোলন যদি বাংলার মাটি থেকেই শুরু হয়, এর চেয়ে ভালো কী হতে পারে ! এ দিন মুখ্যমন্ত্রী দেশনায়কদের স্মরণ করে একটি গানের অ্যালবাম প্রকাশ করেন ৷ এ প্রসঙ্গে চন্দ্র বসু বলেছেন, স্বাধীনতা সংগ্রামীদের পথই আগামী ভারতবর্ষের পথ । আর তাই ইতিহাসকে মনে রাখা খুব জরুরি । এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রশংসাযোগ্য । ভালো কাজ করছেন তিনি ।

আরও পড়ুন: 23 জানুয়ারির চমক দিলেন মমতা, একই মঞ্চে হাজির সুগত বসু ও চন্দ্র বসু

এ দিন সরকারি মঞ্চে আসা নিয়েও মুখ খুলেছেন চন্দ্র বসু । এ প্রসঙ্গে চন্দ্র বসু বলেন, "এটা রাজ্য সরকারের অনুষ্ঠান । রাজ্য সরকারের তরফ থেকে নেতাজির পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাই আমরা আজ এখানে এসেছি । রাজ্যের অন্যত্র একাধিক অনুষ্ঠান হচ্ছে দিনভর । সে ক্ষেত্রে অন্য অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হইনি তাই সেখানে যায়নি ।" সোমবাক চন্দ্র বসুর বক্তব্য থেকেই স্পষ্ট যে তিনি কোন অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করেছেন । তিনি স্পষ্ট জানান, "সরকারের তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ আমি আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছি । যেহেতু শহীদ মিনারে আমাকে দেখা যায়নি, খুব স্বাভাবিক সেখানে আমি আমন্ত্রিত ছিলাম না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.