কলকাতা, 15 ফেব্রুয়ারি: নেতাই গণহত্যা মামলায় (Netai mass killing case) তদন্ত কোন পর্যায়ে আছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হল না সিবিআই-এর তরফে । সিবিআই আদালতে জানিয়েছে, কোভিড পরিস্থিতির জন্য তদন্ত শেষ করা সম্ভব হয়নি । তাদের আরও সময় দেওয়া হোক । মামলার পরবর্তী শুনানি হবে 5 এপ্রিল । ইতিমধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
গত 6 ডিসেম্বর নেতাই গণহত্যা তদন্তের গতিপ্রকৃতি ও বিচারের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । 2011 সালের 7 জানুয়ারি নেতাই গ্রামে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের 9 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করছিল বলে অভিযোগ উঠেছিল (CBI investigation report)। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে ।
হাইকোর্ট রাজ্য পুলিশের তদন্ত বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মৃত ও আহতদের ক্ষতিপুরণের দাবিতে মামলা দায়ের করেছিল । হাইকোর্টের নজরদারিতে সেই মামলা এখনও বিচারাধীন । ঘটনায় চার্জশিট জমা পড়লেও এখনও অভিযুক্তরা সাজা পায়নি ।
উল্লেখ্য, তৎকালীন শাসকদল মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাই গ্রামের প্রত্যেক বাড়ি থেকে একজন করে সদস্যকে দলে যোগদানের কথা বলেছিল । তার প্রতিবাদে গ্রামবাসীরা এলাকায় মিছিল করছিলেন 2011 সালের 7 জানুয়ারি । সেই সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা নির্বিচারে তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ । গুলিতে 9 জন প্রাণ হারান এবং 28 জন আহত হন । 2013 সালে কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ।