ETV Bharat / state

Netai mass killing case: 5 এপ্রিলের মধ্যে নেতাই গণহত্যার তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ সিবিআই-কে - নেতাই গণহত্যার তদন্ত রিপোর্ট

নেতাই গণহত্যা মামলায় (Netai mass killing case) 5 এপ্রিলের মধ্যে সিবিআই-কে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Netai  mass killing case: Calcutta High Court orders CBI to file report by 5th April
5 এপ্রিলের মধ্যে নেতাই গণহত্যার তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ সিবিআইকে
author img

By

Published : Feb 15, 2022, 4:16 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: নেতাই গণহত্যা মামলায় (Netai mass killing case) তদন্ত কোন পর্যায়ে আছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হল না সিবিআই-এর তরফে । সিবিআই আদালতে জানিয়েছে, কোভিড পরিস্থিতির জন্য তদন্ত শেষ করা সম্ভব হয়নি । তাদের আরও সময় দেওয়া হোক । মামলার পরবর্তী শুনানি হবে 5 এপ্রিল । ইতিমধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

গত 6 ডিসেম্বর নেতাই গণহত্যা তদন্তের গতিপ্রকৃতি ও বিচারের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । 2011 সালের 7 জানুয়ারি নেতাই গ্রামে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের 9 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করছিল বলে অভিযোগ উঠেছিল (CBI investigation report)। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে ।

হাইকোর্ট রাজ্য পুলিশের তদন্ত বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মৃত ও আহতদের ক্ষতিপুরণের দাবিতে মামলা দায়ের করেছিল । হাইকোর্টের নজরদারিতে সেই মামলা এখনও বিচারাধীন । ঘটনায় চার্জশিট জমা পড়লেও এখনও অভিযুক্তরা সাজা পায়নি ।

আরও পড়ুন: Presidency Jail missing prisoner case : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, তৎকালীন শাসকদল মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাই গ্রামের প্রত্যেক বাড়ি থেকে একজন করে সদস্যকে দলে যোগদানের কথা বলেছিল । তার প্রতিবাদে গ্রামবাসীরা এলাকায় মিছিল করছিলেন 2011 সালের 7 জানুয়ারি । সেই সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা নির্বিচারে তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ । গুলিতে 9 জন প্রাণ হারান এবং 28 জন আহত হন । 2013 সালে কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ।

কলকাতা, 15 ফেব্রুয়ারি: নেতাই গণহত্যা মামলায় (Netai mass killing case) তদন্ত কোন পর্যায়ে আছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হল না সিবিআই-এর তরফে । সিবিআই আদালতে জানিয়েছে, কোভিড পরিস্থিতির জন্য তদন্ত শেষ করা সম্ভব হয়নি । তাদের আরও সময় দেওয়া হোক । মামলার পরবর্তী শুনানি হবে 5 এপ্রিল । ইতিমধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

গত 6 ডিসেম্বর নেতাই গণহত্যা তদন্তের গতিপ্রকৃতি ও বিচারের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । 2011 সালের 7 জানুয়ারি নেতাই গ্রামে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের 9 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করছিল বলে অভিযোগ উঠেছিল (CBI investigation report)। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে ।

হাইকোর্ট রাজ্য পুলিশের তদন্ত বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মৃত ও আহতদের ক্ষতিপুরণের দাবিতে মামলা দায়ের করেছিল । হাইকোর্টের নজরদারিতে সেই মামলা এখনও বিচারাধীন । ঘটনায় চার্জশিট জমা পড়লেও এখনও অভিযুক্তরা সাজা পায়নি ।

আরও পড়ুন: Presidency Jail missing prisoner case : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, তৎকালীন শাসকদল মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাই গ্রামের প্রত্যেক বাড়ি থেকে একজন করে সদস্যকে দলে যোগদানের কথা বলেছিল । তার প্রতিবাদে গ্রামবাসীরা এলাকায় মিছিল করছিলেন 2011 সালের 7 জানুয়ারি । সেই সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা নির্বিচারে তাঁদের উপর গুলি চালায় বলে অভিযোগ । গুলিতে 9 জন প্রাণ হারান এবং 28 জন আহত হন । 2013 সালে কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.