ETV Bharat / state

কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প - কলকাতা পৌরনিগম

Water Loss Management: জলের অপচয় রুখতে কলকাতায় শুরু হয়েছিল ওয়াটার লস ম্যানেজমেন্ট ৷ এর জন্য বেশ কিছু বাড়িতে বসানো হয়েছে মিটার ৷ কিন্তু সেই মিটার চুরি যাচ্ছে বলে অভিযোগ ৷ কলকাতা পৌরনিগম বিষয়টি বিকল্প উপায় ভাবার আশ্বাস দিয়েছে ৷

Water Loss Management
Water Loss Management
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 8:12 PM IST

কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প

কলকাতা, 9 ডিসেম্বর: জল অপচয় বন্ধ করতে বাড়ি-বাড়ি মিটার বসানো হয়েছিল কলকাতা পৌরনিগমের তরফে ৷ কিন্তু সেই মিটারই এবার চুরি যাচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা টাউনশিপে প্রায় 400 জলের মিটার চুরি গিয়েছে বলে অভিযোগ ৷ পুলিশেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ বিষয়টি টক টু মেয়র অনুষ্ঠানের মাধ্যমে ফিরহাদ হাকিমকেও জানানো হয়েছে স্থানীয়দের তরফে ৷ মেয়র জানিয়েছেন, প্রয়োজনে জলের মিটার বাড়ির ভিতর বসানোর ব্যবস্থা করা হবে ৷

উল্লেখ্য়, কলকাতা শহরে পানীয় জল সরবরাহ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের । একদিকে কলকাতার বিভিন্ন এলাকায় পানীয় জল সংকটের অভিযোগ ওঠে, অন্যদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জল অপচয় অভিযোগ শোনা যায় বিভিন্ন সময় । তাই পানীয় জলের অপচয় রুখতে পদক্ষেপ করে কলকাতা পৌরনিগম ৷ শুরু হয় ওয়াটার লস ম্যানেজমেন্ট ।

Water Loss Management
পুলিশে অভিযোগের নথি

ওই প্রকল্পের অধীনে বাড়ি-বাড়ি জলের মিটার বসানোর কাজ শুরু হয় ৷ উত্তর কলকাতার প্রায় 10টি ওয়ার্ড এবং দক্ষিণ কলকাতার প্রায় 10 থেকে 15টি ওয়ার্ডে ওয়াটার লস ম্যানেজমেন্ট-এর অধীনে প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহের লাইনে লাগানো হয়েছিল মিটার । দক্ষিণ কলকাতায় যে এলাকাগুলিতে মিটার বসানো হয়েছে, তার মধ্যে পাটুলি, বৈষ্ণবঘাটা টাউনশিপ এলাকাও রয়েছে ৷

Water Loss Management
পুলিশে অভিযোগের নথি

অভিযোগ, সম্প্রতি বৈষ্ণবঘাটা টাউনশিপে দু’টো একটা নয়, প্রায় 300 থেকে 400 বাড়ির ওয়াটার মিটার চুরি হয়ে যায় ৷ সিসিটিভি ফুটেজেও বিষয়টি সামনে এসেছে ৷ তাছাড়া টক টু মেয়র অনুষ্ঠানে এক নাগরিক ফোন করে এই ঘটনা জানান । অভিযোগ পেয়েই পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকদের বিষয়টি দেখতে বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, মিটার এমন জায়গায় বসাতে হবে, যাতে মিটার চুরি না যায় ৷ না হলে বারবার মিটার বসানো অসম্ভব ৷

Water Loss Management
জলের মিটার

এছাড়া ঘটনার পর নাগরিকরা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন । কলকাতা পৌরনিগমকে গোটা বিষয়টি বলা হয় । পৌরনিগমের তরফ থেকে জানানো হয়েছে আবার নতুন করে মিটার লাগাতে, গোটা প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে বছর খানেক সময় । ফলে এই চুরির ধাক্কায় জেরবার এই প্রকল্পের আধিকারিকরা । ধীরগতি হলেও যেভাবে কাজে হচ্ছিল, এত মিটার চুরি এই প্রকল্পের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলা যেতেই পারে ।

Water Loss Management
চুরি যাওয়ার পর জলের পাইপ লাইন
Water Loss Management
চুরি যাওয়ার পর জলের পাইপ লাইন

আরও পড়ুন:

  1. জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের
  2. জলের অপচয় বন্ধ করতে বাড়িতে বসতে চলেছে ওয়াটার মিটার
  3. জল অপচয় বন্ধ করে ক্লাস সিক্সের কথাই রোল মডেল !

কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প

কলকাতা, 9 ডিসেম্বর: জল অপচয় বন্ধ করতে বাড়ি-বাড়ি মিটার বসানো হয়েছিল কলকাতা পৌরনিগমের তরফে ৷ কিন্তু সেই মিটারই এবার চুরি যাচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা টাউনশিপে প্রায় 400 জলের মিটার চুরি গিয়েছে বলে অভিযোগ ৷ পুলিশেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ বিষয়টি টক টু মেয়র অনুষ্ঠানের মাধ্যমে ফিরহাদ হাকিমকেও জানানো হয়েছে স্থানীয়দের তরফে ৷ মেয়র জানিয়েছেন, প্রয়োজনে জলের মিটার বাড়ির ভিতর বসানোর ব্যবস্থা করা হবে ৷

উল্লেখ্য়, কলকাতা শহরে পানীয় জল সরবরাহ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের । একদিকে কলকাতার বিভিন্ন এলাকায় পানীয় জল সংকটের অভিযোগ ওঠে, অন্যদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জল অপচয় অভিযোগ শোনা যায় বিভিন্ন সময় । তাই পানীয় জলের অপচয় রুখতে পদক্ষেপ করে কলকাতা পৌরনিগম ৷ শুরু হয় ওয়াটার লস ম্যানেজমেন্ট ।

Water Loss Management
পুলিশে অভিযোগের নথি

ওই প্রকল্পের অধীনে বাড়ি-বাড়ি জলের মিটার বসানোর কাজ শুরু হয় ৷ উত্তর কলকাতার প্রায় 10টি ওয়ার্ড এবং দক্ষিণ কলকাতার প্রায় 10 থেকে 15টি ওয়ার্ডে ওয়াটার লস ম্যানেজমেন্ট-এর অধীনে প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহের লাইনে লাগানো হয়েছিল মিটার । দক্ষিণ কলকাতায় যে এলাকাগুলিতে মিটার বসানো হয়েছে, তার মধ্যে পাটুলি, বৈষ্ণবঘাটা টাউনশিপ এলাকাও রয়েছে ৷

Water Loss Management
পুলিশে অভিযোগের নথি

অভিযোগ, সম্প্রতি বৈষ্ণবঘাটা টাউনশিপে দু’টো একটা নয়, প্রায় 300 থেকে 400 বাড়ির ওয়াটার মিটার চুরি হয়ে যায় ৷ সিসিটিভি ফুটেজেও বিষয়টি সামনে এসেছে ৷ তাছাড়া টক টু মেয়র অনুষ্ঠানে এক নাগরিক ফোন করে এই ঘটনা জানান । অভিযোগ পেয়েই পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকদের বিষয়টি দেখতে বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, মিটার এমন জায়গায় বসাতে হবে, যাতে মিটার চুরি না যায় ৷ না হলে বারবার মিটার বসানো অসম্ভব ৷

Water Loss Management
জলের মিটার

এছাড়া ঘটনার পর নাগরিকরা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন । কলকাতা পৌরনিগমকে গোটা বিষয়টি বলা হয় । পৌরনিগমের তরফ থেকে জানানো হয়েছে আবার নতুন করে মিটার লাগাতে, গোটা প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে বছর খানেক সময় । ফলে এই চুরির ধাক্কায় জেরবার এই প্রকল্পের আধিকারিকরা । ধীরগতি হলেও যেভাবে কাজে হচ্ছিল, এত মিটার চুরি এই প্রকল্পের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলা যেতেই পারে ।

Water Loss Management
চুরি যাওয়ার পর জলের পাইপ লাইন
Water Loss Management
চুরি যাওয়ার পর জলের পাইপ লাইন

আরও পড়ুন:

  1. জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের
  2. জলের অপচয় বন্ধ করতে বাড়িতে বসতে চলেছে ওয়াটার মিটার
  3. জল অপচয় বন্ধ করে ক্লাস সিক্সের কথাই রোল মডেল !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.