কলকাতা, 3 সেপ্টেম্বর : রাজ্যে কৃষক আত্মহত্যার সংখ্যা শূন্য । ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিওরো বা NCRB-র সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে । শুধু বাংলা নয়, বিহার, ওড়িশা, উত্তরাখণ্ড, মণিপুর, চণ্ডীগড়, দমন ও দিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতেও কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের আত্মহত্যার সংখ্যা শূন্য । রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে NCRB ৷
গতবছর কৃষি ক্ষেত্রে এবং দিন মজুরির সঙ্গে যুক্ত প্রায় ৪৩ হাজার মানুষ আত্মহত্যা করেছেন । এর মধ্যে দিনমজুরের সংখ্যা 32 হাজার 563 । যা দেশে আত্মহত্যার পরিমাণের 23.4 শতাংশ । 2018 সালে এই সংখ্যা ছিল 30 হাজার 132 । ওই বছর কৃষি ক্ষেত্রে নিযুক্ত 10 হাজার 349 জন আত্মহত্যা করেন । অন্যদিকে কৃষির সঙ্গে যুক্ত 10 হাজার 281 জন মানুষ আত্মহত্যা করেছেন 2019 সালে । এর মধ্যে কৃষক রয়েছেন 5 হাজার 957 জন । কৃষির সঙ্গে যুক্ত শ্রমিক রয়েছেন 4 হাজার 324 জন । যা মোট আত্মহত্যার 7.4 শতাংশ ।
2019 সালে যে 5 হাজার 957 জন কৃষক আত্মঘাতী হন তাঁদের মধ্যে 5 হাজার 563 জন পুরুষ ও 394 জন মহিলা । একই বছরে কৃষি ক্ষেত্রে যুক্ত যে 4 হাজার 324 জন শ্রমিক আত্মঘাতী হন তাঁদের মধ্যে 3 হাজার 749 জন পুরুষ ও 575 জন মহিলা । দেশের যেসব রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা সবথেকে বেশি তাদের মধ্যে মহারাষ্ট্র (38.2 শতাংশ) সবার আগে রয়েছে । এরপরে রয়েছে কর্নাটক (19.4 শতাংশ), অন্ধ্রপ্রদেশ (10শতাংশ), মধ্যপ্রদেশ (5.3শতাংশ), ছত্তিশগড় (4.9শতাংশ) ও তেলাঙ্গানা (4.9 শতাংশ) ।
সবমিলিয়ে 2019-এ দেশে আত্মহত্যার সংখ্যা এক লাখ 39 হাজার 123 । 2018-তে সংখ্যাটা ছিল এক লাখ 34 হাজার 516 এবং 2017-তে এক লাখ 29 হাজার 887 । 2019-এ দিনমজুরদের মধ্যে 23.4 শতাংশ আত্মহত্যা করেন । গৃহবধূ (15.4)-দের মধ্যেও আত্মহত্যার পরিমাণ অনেক বেশি ছিল । স্ব-নির্ভর মানুষের মধ্যে আত্মহত্যার পরিমাণ ছিল 11.6 শতাংশ । বেকারদের মধ্যে 10.1 শতাংশ, পেশাদার অথবা বেতনভুকদের মধ্যে 9.1 শতাংশ, পড়ুয়াদের মধ্যে 7.4 শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 0.9 শতাংশ আত্মহত্যা করেছেন । NCRB-র তথ্য অনুযায়ী 14.7 শতাংশ আত্মঘাতী মানুষ 'অন্য ব্যক্তি'দের তালিকায় পড়ছেন ।
শিক্ষিতদের মধ্যে 12.6 শতাংশ আত্মহত্যা করেছেন । অন্যদিকে 3.7 শতাংশ নিরক্ষর মানুষ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে NCRB । 2019 সালে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তিদের আত্মহত্যার পরিমাণ ছিল 23.3 শতাংশ । অন্যদিকে ক্লাস টেন পর্যন্ত পড়েননি এমন ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার পরিমাণ ছিল 19.6 শতাংশ । প্রাথমিক শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে 16.3 শতাংশ (22 হাজার 649 জন) আত্মহত্যা করেছেন । উচ্চ-মাধ্যমিক পাশদের মধ্যে 14 শতাংশ (19 হাজার 508 জন) আত্মহত্যা করেছেন ।
NCRB-র তথ্য বলছে, দেশের মোট আত্মঘাতীর মধ্যে 66.7 শতাংশ বিবাহিত । অন্যদিকে 23.6 শতাংশ অবিবাহিত । বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং ডিভোর্স হয়নি অথচ আলাদা থাকেন এমন মানুষের মধ্যে এই সংখ্যা যথাক্রমে 1.8 শতাংশ, 0.71 শতাংশ ও 0.69 শতাংশ ।