ETV Bharat / state

Nawsad Siddique: বিধানসভা কেন্দ্রে ঢুকতে বাধা, ফের হাইকোর্টের দ্বারস্থ নওশাদ - আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

তাঁকে বিধানসভা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৷ এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷

Nawsad Siddique
নওশাদ সিদ্দিকী
author img

By

Published : Jul 17, 2023, 3:02 PM IST

Updated : Jul 17, 2023, 7:29 PM IST

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

কলকাতা, 17 জুলাই: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী । নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে, এই অভিযোগ তুলে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ ৷ বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করেন নওশাদ সিদ্দিকী । 144 ধারা জারি নেই ভাঙ্গর এলাকায় ৷ তা সত্ত্বেও ভাঙ্গরের বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরদ্ধে ।

নওশাদের দাবি, তিনি ভাঙড়ের বিধায়ক ফলে নিজের বিধানসভা কেন্দ্রে তিনি যেতেই পারেন ৷ কিন্তু পুলিশ কেন তাঁকে তাঁর বিধানসভা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে ? এই প্রশ্নের উত্তর চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী গোপা বিশ্বাস । মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ । চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সময় থেকে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে । পঞ্চায়েত ভোটের মুখে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । তাতে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন । পরে তাঁর বিরুদ্ধে রাজারহাট ও বড়বাজার থানা এলাকায় এক মহিলা অভিযোগ করেন ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে নওশাদ সিদ্দিকী তাঁর শ্লীলতাহানি করেছেন । সেই মামলাতেও কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ আপাতত নওশাদকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! হাইকোর্টে আগাম জামিনের আবেদন নওশাদের

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বারেবারে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ নওশাদ আদালতে উল্লেখ করেছেন, তাঁর বিধানসভা এলাকায় আইএসএফ সমর্থকদের আটকানোর হাজার চেষ্টা করা হয় ৷ তা সত্ত্বেও শেষ পর্যন্ত ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত দখল করেছে আইএসএফ । ফলে তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ শাসকদল তৃণমূলের সমর্থকরা ৷

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

কলকাতা, 17 জুলাই: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী । নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে, এই অভিযোগ তুলে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ ৷ বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করেন নওশাদ সিদ্দিকী । 144 ধারা জারি নেই ভাঙ্গর এলাকায় ৷ তা সত্ত্বেও ভাঙ্গরের বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরদ্ধে ।

নওশাদের দাবি, তিনি ভাঙড়ের বিধায়ক ফলে নিজের বিধানসভা কেন্দ্রে তিনি যেতেই পারেন ৷ কিন্তু পুলিশ কেন তাঁকে তাঁর বিধানসভা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে ? এই প্রশ্নের উত্তর চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী গোপা বিশ্বাস । মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ । চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সময় থেকে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে । পঞ্চায়েত ভোটের মুখে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । তাতে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন । পরে তাঁর বিরুদ্ধে রাজারহাট ও বড়বাজার থানা এলাকায় এক মহিলা অভিযোগ করেন ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে নওশাদ সিদ্দিকী তাঁর শ্লীলতাহানি করেছেন । সেই মামলাতেও কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ আপাতত নওশাদকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! হাইকোর্টে আগাম জামিনের আবেদন নওশাদের

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বারেবারে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় ৷ নওশাদ আদালতে উল্লেখ করেছেন, তাঁর বিধানসভা এলাকায় আইএসএফ সমর্থকদের আটকানোর হাজার চেষ্টা করা হয় ৷ তা সত্ত্বেও শেষ পর্যন্ত ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত দখল করেছে আইএসএফ । ফলে তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ শাসকদল তৃণমূলের সমর্থকরা ৷

Last Updated : Jul 17, 2023, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.