কলকাতা , 9 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যু সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ তাই কোরোনা মোকাবিলায় এবার তৎপর হল কলকাতার নৌসেনা কর্তৃপক্ষ । এই পরিস্থিতিতে তাঁরা কয়েকটি পদক্ষেপ করেছেন ৷
শুধুমাত্র জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত জাহাজ ছাড়া আর কোনও জাহাজ চলাচল করা যাবে না ৷ সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে ।
বন্দর ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত জাহাজে কাজের ক্ষেত্রে স্বাস্থ্য নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে করা নজর দেওয়া হচ্ছে । অন্যদিকে , কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কম সংখ্যক কর্মীদের এখন কাজে রাখা হয়েছে ৷ সব বন্দর কর্মী এবং তাঁদের পরিবারের ক্ষেত্রে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে । অন্যদিকে , 20 জন কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ যাতে তাঁরা চিকিৎসক ও নার্সদের সাহায্য করতে পারেন । তাঁদের ব্যাটেল ফিল্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট (Battle Field Nursing Assistants) বলা হচ্ছে ।
এছাড়া , যেসব নৌ আধিকারিকরা এই সময় কর্মরত রয়েছেন তাঁদের ও বন্দরের অন্যান্য কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । কর্মী ও অধিকারিকদের পরিবারের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে । অফিস এবং বন্দর এলাকাগুলি নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে ৷ থার্মাল স্ক্যানারের সাহায্যে বন্দর কর্মীদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে । যে দোকান বা স্টোরগুলিতে ভেন্ডাররা মাল পৌঁছে দিচ্ছে , সেই দোকানগুলিকে আগে ভালোভাবে জীবাণু মুক্ত করা হচ্ছে।
ছোটো ছোটো কয়েকটি দল গঠন করা হয়েছে ৷ তারা গোটা বন্দর চত্বর ও থাকার জায়গাগুলিকে স্যানিটাইজ় করছেন । অন্যদিকে , লকডাউনের আগে যেসব কর্মীরা কাজ থেকে বন্দরে ফিরেছেন তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে । প্রয়োজনে , তাঁদের আইসোলেশনে পাঠানো হচ্ছে । বিশেষ আইসোলেশন ওয়ার্ডও তৈরি করা হয়েছে । অন্যদিকে, যেসব আধিকারিক বা কর্মীরা লকডাউনের আগেই ছুটিতে গেছেন , তাঁদের এখন কাজে যোগদান করতে নিষেধ করা হয়েছে । তাঁরা যেখানে রয়েছেন সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।
এছাড়াও INS নেতাজি সুভাষের মাধমে তাঁদের খাবার ও রেশন পাঠানো হচ্ছে । জেটি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে রেশন । তারপর সেগুলিকে ভালোভাবে স্যানিটাইজ় করে তবেই জাহাজের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে । অন্যদিকে , চিকিৎসকের আর একটি দল জাহাজে থাকা কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন । এঁদের মধ্যে কারও কোনওরকম অসুস্থতা দেখা দিলে দ্রুত জাহাজ থেকে সরিয়ে আইসোলেশনে পাঠানো হচ্ছে । প্রয়োজনে তাঁদের কমান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
বন্দর ও আটকে পড়া জাহাজগুলিকে কোরোনা মুক্ত রাখতে পদক্ষেপ নৌসেনার - Coronavirus safety
কোরোনা মোকাবিলায় কয়েকটি পদক্ষেপ করেছে নৌসেনা কর্তৃপক্ষ ৷ যেমন শুধুমাত্র জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত জাহাজ চলাচল করবে ৷ সামাজিক দূরত্ব মেনে কাজ করা হবে ৷ এছাড়া, যেসব নৌ আধিকারিকরা এই সময় কর্মরত রয়েছেন তাঁদের ও বন্দরের অন্যান্য কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ।
কলকাতা , 9 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যু সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ তাই কোরোনা মোকাবিলায় এবার তৎপর হল কলকাতার নৌসেনা কর্তৃপক্ষ । এই পরিস্থিতিতে তাঁরা কয়েকটি পদক্ষেপ করেছেন ৷
শুধুমাত্র জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত জাহাজ ছাড়া আর কোনও জাহাজ চলাচল করা যাবে না ৷ সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে ।
বন্দর ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত জাহাজে কাজের ক্ষেত্রে স্বাস্থ্য নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে করা নজর দেওয়া হচ্ছে । অন্যদিকে , কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কম সংখ্যক কর্মীদের এখন কাজে রাখা হয়েছে ৷ সব বন্দর কর্মী এবং তাঁদের পরিবারের ক্ষেত্রে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে । অন্যদিকে , 20 জন কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ যাতে তাঁরা চিকিৎসক ও নার্সদের সাহায্য করতে পারেন । তাঁদের ব্যাটেল ফিল্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট (Battle Field Nursing Assistants) বলা হচ্ছে ।
এছাড়া , যেসব নৌ আধিকারিকরা এই সময় কর্মরত রয়েছেন তাঁদের ও বন্দরের অন্যান্য কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । কর্মী ও অধিকারিকদের পরিবারের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে । অফিস এবং বন্দর এলাকাগুলি নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে ৷ থার্মাল স্ক্যানারের সাহায্যে বন্দর কর্মীদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে । যে দোকান বা স্টোরগুলিতে ভেন্ডাররা মাল পৌঁছে দিচ্ছে , সেই দোকানগুলিকে আগে ভালোভাবে জীবাণু মুক্ত করা হচ্ছে।
ছোটো ছোটো কয়েকটি দল গঠন করা হয়েছে ৷ তারা গোটা বন্দর চত্বর ও থাকার জায়গাগুলিকে স্যানিটাইজ় করছেন । অন্যদিকে , লকডাউনের আগে যেসব কর্মীরা কাজ থেকে বন্দরে ফিরেছেন তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে । প্রয়োজনে , তাঁদের আইসোলেশনে পাঠানো হচ্ছে । বিশেষ আইসোলেশন ওয়ার্ডও তৈরি করা হয়েছে । অন্যদিকে, যেসব আধিকারিক বা কর্মীরা লকডাউনের আগেই ছুটিতে গেছেন , তাঁদের এখন কাজে যোগদান করতে নিষেধ করা হয়েছে । তাঁরা যেখানে রয়েছেন সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।
এছাড়াও INS নেতাজি সুভাষের মাধমে তাঁদের খাবার ও রেশন পাঠানো হচ্ছে । জেটি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে রেশন । তারপর সেগুলিকে ভালোভাবে স্যানিটাইজ় করে তবেই জাহাজের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে । অন্যদিকে , চিকিৎসকের আর একটি দল জাহাজে থাকা কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন । এঁদের মধ্যে কারও কোনওরকম অসুস্থতা দেখা দিলে দ্রুত জাহাজ থেকে সরিয়ে আইসোলেশনে পাঠানো হচ্ছে । প্রয়োজনে তাঁদের কমান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।