ETV Bharat / state

Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে হঠাৎ পরিদর্শন! হাজির জাতীয় মেডিক্যাল কমিশন - আহমেদ ডেন্টাল কলেজ

রাজ্যে প্রথমবার পা রাখল ন্যাশনাল মেডিক্যাল কমিশন ৷ বৃহস্পতিবার কমিশনের প্রতিনিধি দলটি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন ৷ হাসপাতালের হালহকিকত নিয়ে রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে (National Medical Commission visits KMCH) ৷

Medical College
কলকাতা মেডিক্যাল কলেজ
author img

By

Published : Feb 3, 2023, 6:42 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ডেন্টাল আহমেদের পর এবার নজরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এমসিএইচে হাজির ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission, NMC) টিম ৷ রাজ্যে এই প্রথম পরিদর্শনে এল এনএমসি ৷ প্রতিনিধি দলটি কলেজ ও হাসপাতাল ঘুরে দেখে ৷ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট 18টি বিভাগে গতকাল দুপুর থেকে পরিদর্শন চলে ৷ পরিকাঠামোর দিক দিয়ে সবকিছু সঠিক রয়েছে কি না, তাই সরেজমিনে খতিয়ে দেখে এনএমসির এই বিশেষ দলটি ৷ এই রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এনএমসিতে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

মেডিক্যাল কমিশনের এই দলে 15 জন সদস্য ছিলেন ৷ পোস্ট গ্রাজুয়েট স্তরের পঠনপাঠনে কোনও ঘাটতি বা খামতি রয়েছে কি না, তা দেখে এই প্রতিনিধি দলটি ৷ সূত্রের দাবি, এনএমসির সদস্যরা কলেজ ও হাসপাতালে আসার দিন ছুটিতে থাকা শিক্ষকদের নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী এই সময়ে কীভাবে ক্লাস চলছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিদর্শক দলটি ৷ দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিদর্শন চলেছে ৷ সন্ধ্যায় অধ্যক্ষের ঘরে বসে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করেন তাঁরা ৷ পরিদর্শন শেষে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে এনএমসি ৷ তার আগে মুখ খুলতে নারাজ তাঁরা ৷

আরও পড়ুন: অবশেষে ঘেরাও মুক্ত আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ

সম্প্রতি কলকাতার আহমেদ ডেন্টাল কলেজ পরিদর্শনে গিয়েছিল ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া ৷ সেই কলেজের পরিকাঠামোকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছে ৷ রিপোর্ট জুড়ে শুধুই ঘাটতির ফর্দ ! আগামী শিক্ষাবর্ষে বিডিএসের 50 শতাংশ আসন হ্রাসের সুপারিশ করল কাউন্সিল ৷ এই রিপোর্ট যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিপাকে ফেলবে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কলেজে নেই পর্যাপ্ত অধ্যাপক, রয়েছে কর্মীর ঘাটতি, যন্ত্রাংশে মরচে পড়ে গিয়েছে ৷ ল্যাবরেটরির অবস্থাও তথৈবচ ৷ ডিসিআই-এর রিপোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং ডেন্টাল কলেজের পরিকাঠামো ৷ জানা গিয়েছে, রাজ্যে আরও বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শনে যাবে এনএমসির দলটি ৷

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ডেন্টাল আহমেদের পর এবার নজরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এমসিএইচে হাজির ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission, NMC) টিম ৷ রাজ্যে এই প্রথম পরিদর্শনে এল এনএমসি ৷ প্রতিনিধি দলটি কলেজ ও হাসপাতাল ঘুরে দেখে ৷ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট 18টি বিভাগে গতকাল দুপুর থেকে পরিদর্শন চলে ৷ পরিকাঠামোর দিক দিয়ে সবকিছু সঠিক রয়েছে কি না, তাই সরেজমিনে খতিয়ে দেখে এনএমসির এই বিশেষ দলটি ৷ এই রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এনএমসিতে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

মেডিক্যাল কমিশনের এই দলে 15 জন সদস্য ছিলেন ৷ পোস্ট গ্রাজুয়েট স্তরের পঠনপাঠনে কোনও ঘাটতি বা খামতি রয়েছে কি না, তা দেখে এই প্রতিনিধি দলটি ৷ সূত্রের দাবি, এনএমসির সদস্যরা কলেজ ও হাসপাতালে আসার দিন ছুটিতে থাকা শিক্ষকদের নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী এই সময়ে কীভাবে ক্লাস চলছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিদর্শক দলটি ৷ দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিদর্শন চলেছে ৷ সন্ধ্যায় অধ্যক্ষের ঘরে বসে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করেন তাঁরা ৷ পরিদর্শন শেষে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে এনএমসি ৷ তার আগে মুখ খুলতে নারাজ তাঁরা ৷

আরও পড়ুন: অবশেষে ঘেরাও মুক্ত আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ

সম্প্রতি কলকাতার আহমেদ ডেন্টাল কলেজ পরিদর্শনে গিয়েছিল ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া ৷ সেই কলেজের পরিকাঠামোকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছে ৷ রিপোর্ট জুড়ে শুধুই ঘাটতির ফর্দ ! আগামী শিক্ষাবর্ষে বিডিএসের 50 শতাংশ আসন হ্রাসের সুপারিশ করল কাউন্সিল ৷ এই রিপোর্ট যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিপাকে ফেলবে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কলেজে নেই পর্যাপ্ত অধ্যাপক, রয়েছে কর্মীর ঘাটতি, যন্ত্রাংশে মরচে পড়ে গিয়েছে ৷ ল্যাবরেটরির অবস্থাও তথৈবচ ৷ ডিসিআই-এর রিপোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং ডেন্টাল কলেজের পরিকাঠামো ৷ জানা গিয়েছে, রাজ্যে আরও বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শনে যাবে এনএমসির দলটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.