ETV Bharat / state

NGT Fines Bengal: রাজ্যকে সাড়ে তিন হাজার কোটির ক্ষতিপূরণ দিতে নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের - pollution free environment

পশ্চিমবঙ্গ সরকার কঠিন এবং তরল জাতীয় বর্জ্য পদার্থ ঠিকমতো সামলে উঠতে পারেনি ৷ এতে পরিবেশের যথেষ্ট ক্ষতি হয়েছে বলে মনে করে ট্রাইবুনাল । আর তার ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে 3 হাজার 500 কোটি টাকা দিতে হবে (NGT Fines Bengal) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 4, 2022, 7:35 AM IST

Updated : Sep 4, 2022, 9:04 AM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাজ্যকে সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতিপূরণ জমার নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা এনজিটি ৷ কঠিন, এমনকী তরল বর্জ্য পদার্থের ঠিকঠাক ব্যবস্থাপনা করতে না পারাতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷ এভাবে পরিবেশের ক্ষতি হয়েছে বলে অভিযোগ ট্রাইবুনালের ৷ তাই এনজিটি 3 হাজার 500 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে (National Green Tribunal orders West Bengal Government to compensate 3500 crore rupees) ৷

বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বে গঠিত বেঞ্চ 1 সেপ্টেম্বর এই নির্দেশ দেন ৷ একটি বিবৃতিতে ট্রাইবুনাল জানিয়েছে, "পরিবেশের যা ক্ষতি হয়েছে, সেদিক ভেবে রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে হবে ৷" এনজিটি অ্যাক্টের আওতায় 15 নং ধারায় এই অর্থ দেওয়া বাধ্যতামূলক ৷

পরিবেশ আদালত জানায়, রাজ্য সরকার বর্জ্য পদার্থ ব্যবস্থাপনাকে (waste management system) যথেষ্ট অগ্রাধিকার দেয়নি ৷ অথচ 2022-23 অর্থবর্ষে রাজ্যের বাজেটে নগরোন্নয়ন এবং পৌরনিগমের খাতে 12 হাজার 818 কোটি টাকা বরাদ্দ আছে ৷ এই পর্যবেক্ষণের পর বিচারপতি এ কে গোয়েল জানান, পরিবেশকে দূষণমুক্ত রাখাটা রাজ্য এবং আঞ্চলিক প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব ৷

আরও পড়ুন: বানভাসী উত্তর, কপাল খুলতে পারে দক্ষিণবঙ্গেরও

এনজিটি উল্লেখ করেছে, শহরাঞ্চলে প্রতিদিন 2 হাজার 758 মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয় ৷ 44 টি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (Sewage Treatment Plants, STPs) 1 হাজার 505.84 এমএলডি (Minimal Liquid Discharge) পরিমাণ বর্জ্য পদার্থের নিকাশি করার ক্ষমতা আছে ৷ যেখানে মাত্র 1 হাজার 268 এমএলডির নিকাশি হয়েছে এবং 1 হাজার 490 এমএলডি পরিমাণ বাকি থেকে গিয়েছে ৷ বর্জ্যে ঠিকঠাক নিকাশি ব্যবস্থা করে পরিবেশকে দূষণমুক্ত রাখাটা বেঁচে থাকার অধিকারের অঙ্গ ৷ মৌলিক মানবিক অধিকার এবং এর সম্পূর্ণ দায় রাজ্যের ৷ এই অধিকারকে মান্যতা না দেওয়ার ক্ষেত্রে তহবিলের অভাব দেখানোর যুক্তি খাটে না, জানায় বেঞ্চে ৷

"পরিবেশের এই ক্ষতি এবং অতীতে যে নিয়ম লঙ্ঘন হয়েছে, তা বিবেচনা করে রাজ্যের এই ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক ৷ আগামী দু'মাসের মধ্যে তরল এবং কঠিন বর্জ্য পদার্থ মিলিয়ে 3 হাজার 500 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে জমা দিতে হবে ৷" যদি এরপরেও নিয়ম লঙ্ঘন চলতে থাকে, তাহলে অতিরিক্ত ক্ষতিপূরণও দিতে হতে পারে, জানায় আদালত ৷

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাজ্যকে সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতিপূরণ জমার নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা এনজিটি ৷ কঠিন, এমনকী তরল বর্জ্য পদার্থের ঠিকঠাক ব্যবস্থাপনা করতে না পারাতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷ এভাবে পরিবেশের ক্ষতি হয়েছে বলে অভিযোগ ট্রাইবুনালের ৷ তাই এনজিটি 3 হাজার 500 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে (National Green Tribunal orders West Bengal Government to compensate 3500 crore rupees) ৷

বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বে গঠিত বেঞ্চ 1 সেপ্টেম্বর এই নির্দেশ দেন ৷ একটি বিবৃতিতে ট্রাইবুনাল জানিয়েছে, "পরিবেশের যা ক্ষতি হয়েছে, সেদিক ভেবে রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে হবে ৷" এনজিটি অ্যাক্টের আওতায় 15 নং ধারায় এই অর্থ দেওয়া বাধ্যতামূলক ৷

পরিবেশ আদালত জানায়, রাজ্য সরকার বর্জ্য পদার্থ ব্যবস্থাপনাকে (waste management system) যথেষ্ট অগ্রাধিকার দেয়নি ৷ অথচ 2022-23 অর্থবর্ষে রাজ্যের বাজেটে নগরোন্নয়ন এবং পৌরনিগমের খাতে 12 হাজার 818 কোটি টাকা বরাদ্দ আছে ৷ এই পর্যবেক্ষণের পর বিচারপতি এ কে গোয়েল জানান, পরিবেশকে দূষণমুক্ত রাখাটা রাজ্য এবং আঞ্চলিক প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব ৷

আরও পড়ুন: বানভাসী উত্তর, কপাল খুলতে পারে দক্ষিণবঙ্গেরও

এনজিটি উল্লেখ করেছে, শহরাঞ্চলে প্রতিদিন 2 হাজার 758 মিলিয়ন লিটার তরল বর্জ্য তৈরি হয় ৷ 44 টি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (Sewage Treatment Plants, STPs) 1 হাজার 505.84 এমএলডি (Minimal Liquid Discharge) পরিমাণ বর্জ্য পদার্থের নিকাশি করার ক্ষমতা আছে ৷ যেখানে মাত্র 1 হাজার 268 এমএলডির নিকাশি হয়েছে এবং 1 হাজার 490 এমএলডি পরিমাণ বাকি থেকে গিয়েছে ৷ বর্জ্যে ঠিকঠাক নিকাশি ব্যবস্থা করে পরিবেশকে দূষণমুক্ত রাখাটা বেঁচে থাকার অধিকারের অঙ্গ ৷ মৌলিক মানবিক অধিকার এবং এর সম্পূর্ণ দায় রাজ্যের ৷ এই অধিকারকে মান্যতা না দেওয়ার ক্ষেত্রে তহবিলের অভাব দেখানোর যুক্তি খাটে না, জানায় বেঞ্চে ৷

"পরিবেশের এই ক্ষতি এবং অতীতে যে নিয়ম লঙ্ঘন হয়েছে, তা বিবেচনা করে রাজ্যের এই ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক ৷ আগামী দু'মাসের মধ্যে তরল এবং কঠিন বর্জ্য পদার্থ মিলিয়ে 3 হাজার 500 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে জমা দিতে হবে ৷" যদি এরপরেও নিয়ম লঙ্ঘন চলতে থাকে, তাহলে অতিরিক্ত ক্ষতিপূরণও দিতে হতে পারে, জানায় আদালত ৷

Last Updated : Sep 4, 2022, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.