কলকাতা, 28 মে: চার বছরের ডিগ্রি কোর্স শুরু করা নিয়ে ইতিমধ্যেই চলছে তর্জা। জাতীয় শিক্ষা নীতি রাজ্যে লাগু হবে কি না, তা এখনও ধোঁয়াশার মধ্যে। চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও শিক্ষা মন্ত্রী জানিয়েছিলেন কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। তবে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে জাতীয় শিক্ষা নীতি পদ্ধতি। সম্প্রতি শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হওয়া কেরিয়ার কাউন্সেলিং ফেয়ারে উপস্থিত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তুলে ধরেছেন জাতীয় শিক্ষা নীতির সুবিধার কথা ।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজস্থানের ত্রিভুবন নামে একটি কলেজ ইতিমধ্যেই জাতীয় শিক্ষা নীতি চালু করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই শিক্ষানীতি জারি হলে পড়ুয়াদের সুবিধা হবে। ওই কলেজের পক্ষ থেকে মোহাম্মদ তাওসিফ হোসেন বলেন," আমাদের এই বছর যে ভরতি প্রক্রিয়া চলছে সেখানে চার বছরের জাতীয় শিক্ষা নীতি মেনে সব অনার্স কোর্স চার বছর করে দেওয়া হয়েছে। এর ফলে পড়ুয়াদের বেশ কিছু সুবিধা হবে। আগে পড়ুয়ারা এ বিষয়ে বুঝতে পারত না, তবে এই বছর বহু পড়ুয়ায় জাতীয় শিক্ষানীতির বিষয় জানে এবং তারা যথেষ্ট ইচ্ছুক।"
অন্যদিকে বহু পুরনো প্রতিষ্ঠান সিকিম মণিপাল। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চার বছরের ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি সব কোর্সের জন্যই শুরু হয়েছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। এরই সঙ্গে গুজরাতের মারওয়াড়ি বিশ্ববিদ্যালয় এই চার বছরের ডিগ্রি কোর্স লাগু করেছে। উপস্থিত প্রতিনিধিরা জানিয়েছেন, যদি কেউ চার বছরের ডিগ্রি কোর্স শুরু করেন তাহলে পড়ুয়াদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কারণ যদি কোনও পড়ুয়া পড়ার মাঝে যে কোনও বছরে তা ছেড়ে দেন, তাহলে সেই বছর পর্যন্ত একটি করে সার্টিফিকেট পাবেন।
আরও পড়ুন: গুয়াহাটিগামী বন্দেভারত দাঁড়াবে নিউ কোচবিহার স্টেশনেও, নয়া টাইম টেবিল ঘোষণা
জাতীয় শিক্ষানীতি রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে শুরু হলেও বাংলা সেই পথে এখনও হাঁটেনি। সেক্ষেত্রে, রাজ্যের বাইরে থাকা পড়ুয়াদের চার বছরের ডিগ্রি কোর্স ও রাজ্যের মধ্যে থাকা পড়ুয়াদের তিন বছরের ডিগ্রি কোর্স করার বিষয়ে আগামী দিনে পড়ুয়াদের জন্য কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না তো ? প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষামহলের অন্দরেই।