ETV Bharat / state

সিন্ডিকেটের সুযোগ নেই বলেই কিষান প্রকল্প চালু হয়নি, রাজ্য সরকারকে আক্রমণ মোদির - narendra modi

নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । তিনি বলেন, "কেন্দ্র দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য চেষ্টা করছে । আমার বিশ্বাস বাংলার মানুষকে কেউ যোজনাগুলি থেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না ।"

narendra modi
narendra modi
author img

By

Published : Jan 12, 2020, 12:39 PM IST

Updated : Jan 12, 2020, 3:15 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : সিন্ডিকেটের সুযোগ নেই বলেই রাজ্যে কৃষাণ সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি । রাজ্যের নীতি নির্ধারকদের ঈশ্বর সুবুদ্ধি দিক । নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন মোদি ।

আজ কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে একাধিক বিষয় কথা বলেন তিনি । ভারতের ইতিহাসে কলকাতা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মোদি বলেন দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেতে দেখেছে কলকাতা বন্দর । বাংলার মানুষের কী প্রয়োজন, কী বলতে চায় তাঁরা তা জানেন প্রধানমন্ত্রী । পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদি ।

পশ্চিমবঙ্গের উন্নয়নের চেষ্টা করছে কেন্দ্র, এই কথা বলার পাশাপাশি রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন নরেন্দ্র মোদি । তিনি বলেন, "প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় দেশের 8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 43 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে । সিন্ডিকেটের সুযোগ নেই বলেই রাজ্যে কিষান সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি । রাজ্যের নীতি নির্ধারকদের ঈশ্বর সুবুদ্ধি দিক । " তিনি আরও বলেন, "কেন্দ্র দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য চেষ্টা করছে । আমার বিশ্বাস বাংলার মানুষকে কেউ যোজনাগুলি থেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না ।"

আরও পড়ুন : কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, ঘোষণা মোদির

কলকাতা, 12 জানুয়ারি : সিন্ডিকেটের সুযোগ নেই বলেই রাজ্যে কৃষাণ সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি । রাজ্যের নীতি নির্ধারকদের ঈশ্বর সুবুদ্ধি দিক । নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন মোদি ।

আজ কলকাতা পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে একাধিক বিষয় কথা বলেন তিনি । ভারতের ইতিহাসে কলকাতা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মোদি বলেন দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেতে দেখেছে কলকাতা বন্দর । বাংলার মানুষের কী প্রয়োজন, কী বলতে চায় তাঁরা তা জানেন প্রধানমন্ত্রী । পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদি ।

পশ্চিমবঙ্গের উন্নয়নের চেষ্টা করছে কেন্দ্র, এই কথা বলার পাশাপাশি রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন নরেন্দ্র মোদি । তিনি বলেন, "প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় দেশের 8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 43 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে । সিন্ডিকেটের সুযোগ নেই বলেই রাজ্যে কিষান সম্মান নিধির মত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি । রাজ্যের নীতি নির্ধারকদের ঈশ্বর সুবুদ্ধি দিক । " তিনি আরও বলেন, "কেন্দ্র দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য চেষ্টা করছে । আমার বিশ্বাস বাংলার মানুষকে কেউ যোজনাগুলি থেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না ।"

আরও পড়ুন : কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, ঘোষণা মোদির

Howrah (West Bengal), Jan 12 (ANI): Prime Minister Narendra Modi at Belur Math asserted that whoever believes in Constitution of India, can take citizenship of India under existing procedures. "We are giving citizenship; we are not taking away citizenship. Apart from this, even today, person of any religion who believes or do not believe in God, but believes in the Constitution of India, can take citizenship of India under existing procedures," said PM Modi.
Last Updated : Jan 12, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.