ETV Bharat / state

Naren Slams Hafiz: 'কাস্তে-হাতুড়ি'র প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন ? সাইরানিকে প্রশ্ন নরেনের

"কাস্তে হাতুড়ির প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন?" দলের ব্যাংক অ্যাকাউন্ট (Naren Slams Hafiz) থেকে সরিয়ে দিয়ে হাফিজ আলম সাইরানির দিকে এই প্রশ্ন ছুড়ে দিলেন নরেন চট্টোপাধ্যায় (Naren Chatterjee)৷

Naren Chatterjee slams Hafiz Alam Sairani for joining Congress
'কাস্তে-হাতুড়ি'র প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন ? সাইরানিকে প্রশ্ন নরেনের
author img

By

Published : Oct 20, 2022, 6:56 PM IST

কলকাতা, 20 অক্টোবর: দলের বিরুদ্ধে 11টি অভিযোগ করে গত 23 সেপ্টেম্বর ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani)। এরপর গত 17 অক্টোবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে বিধান ভবনে দেখা করে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি । এ বার ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাইরানিকে দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিল । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় (Naren Chatterjee) বুধবার এ কথা জানিয়েছেন । একইসঙ্গে হাফিজ আলম সাইরানির বিরুদ্ধে পালটা অভিযোগ এনেছেন তিনি । তাঁর প্রশ্ন, "কাস্তে হাতুড়ির প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন হাফিজ সাহেব ?"

গত 23 সেপ্টেম্বর দল ছাড়ার পরে সাইরানি জানিয়েছিলেন, ফরওয়ার্ড ব্লক ছাড়লেও তিনি বামপন্থা ছাড়বেন না । কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কংগ্রেসে যোগদানের বিষয়টি প্রকাশ্যে আসার পর ফরওয়ার্ড ব্লকের বর্তমান কর্মী ও নেতৃত্ব হাফিজ আলম সাইরানির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন । তাও আবার হাফিজের করা অভিযোগকে হাতিয়ার করেই ।

পদত্যাগ পত্রে কী লিখেছিলেন সাইরানি ? সাইরানি চার পাতার পদত্যাগ পত্রে অভিযোগ করেন, ‘‘2019 সালের পরে দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ কেন্দ্রের মোদি সরকার জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে চলেছে ৷ রাজ্যে দুর্নীতিগ্রস্ত ও অগণতান্ত্রিক সরকার চলছে ৷ জাতীয়তাবাদী একটি বামপন্থী দল হিসাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন করে এবং সংগঠনকে শক্তিশালী করার সুযোগ ছিল ৷ রাজ্য নেতৃত্বের পরিকল্পনা, কর্মসূচী গ্রহণের ক্ষেত্রে দিশাহীন ভূমিকা ফরওয়ার্ড ব্লককে পিছিয়ে দিচ্ছে ৷’’ একইসঙ্গে দলের পতাকা বদল নিয়েও সুর চড়ান হাফিজ ।

আরও পড়ুন: 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

ফরওয়ার্ড ব্লকের বর্তমান রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এ দিন বলেন, "হাফিজ সাহেব নীতি, আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন । সেই প্রশ্নের উত্তর তো তাঁকেই দিতে হবে । কারণ তিনি পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য । এমনকী রাজ্য কমিটির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাতেও তিনি অন্যতম পদে ছিলেন । অর্থাৎ যদি পার্টির মধ্যে কোনও ভুল থেকে থাকে নীতির রূপায়নে বা অন্য কোনও ক্ষেত্রে, তার জন্য তো তিনিই দায়ী । নীতি নির্ধারণ বা অন্য যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কেন বাধা দেননি ? তিনি কেন প্রশ্ন তোলেননি ? এই প্রশ্নই তো এখন পার্টি কর্মীরা তাঁকে করছেন । তাঁকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ।"

'কাস্তে-হাতুড়ি'র প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন ? সাইরানিকে প্রশ্ন নরেনের

এখানেই থেমে না থেকে হাফিজ আলামকে কড়া আক্রমণ করে নরেন চট্টোপাধ্যায় আরও বলেন, "তিনি নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন । কিন্তু 'হাতে' তো 'কাস্তে হাতুড়ি' নেই । বা কংগ্রেস-নীতির সঙ্গে বামপন্থী নীতির কোনও মিলও নেই । তাহলে তিনি কেন কংগ্রেসে যোগ দিলেন, উত্তরটা স্পষ্টই । দেওয়ার প্রয়োজন নেই ।"

কলকাতা, 20 অক্টোবর: দলের বিরুদ্ধে 11টি অভিযোগ করে গত 23 সেপ্টেম্বর ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani)। এরপর গত 17 অক্টোবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে বিধান ভবনে দেখা করে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি । এ বার ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাইরানিকে দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিল । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় (Naren Chatterjee) বুধবার এ কথা জানিয়েছেন । একইসঙ্গে হাফিজ আলম সাইরানির বিরুদ্ধে পালটা অভিযোগ এনেছেন তিনি । তাঁর প্রশ্ন, "কাস্তে হাতুড়ির প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন হাফিজ সাহেব ?"

গত 23 সেপ্টেম্বর দল ছাড়ার পরে সাইরানি জানিয়েছিলেন, ফরওয়ার্ড ব্লক ছাড়লেও তিনি বামপন্থা ছাড়বেন না । কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কংগ্রেসে যোগদানের বিষয়টি প্রকাশ্যে আসার পর ফরওয়ার্ড ব্লকের বর্তমান কর্মী ও নেতৃত্ব হাফিজ আলম সাইরানির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন । তাও আবার হাফিজের করা অভিযোগকে হাতিয়ার করেই ।

পদত্যাগ পত্রে কী লিখেছিলেন সাইরানি ? সাইরানি চার পাতার পদত্যাগ পত্রে অভিযোগ করেন, ‘‘2019 সালের পরে দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ কেন্দ্রের মোদি সরকার জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে চলেছে ৷ রাজ্যে দুর্নীতিগ্রস্ত ও অগণতান্ত্রিক সরকার চলছে ৷ জাতীয়তাবাদী একটি বামপন্থী দল হিসাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন করে এবং সংগঠনকে শক্তিশালী করার সুযোগ ছিল ৷ রাজ্য নেতৃত্বের পরিকল্পনা, কর্মসূচী গ্রহণের ক্ষেত্রে দিশাহীন ভূমিকা ফরওয়ার্ড ব্লককে পিছিয়ে দিচ্ছে ৷’’ একইসঙ্গে দলের পতাকা বদল নিয়েও সুর চড়ান হাফিজ ।

আরও পড়ুন: 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

ফরওয়ার্ড ব্লকের বর্তমান রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এ দিন বলেন, "হাফিজ সাহেব নীতি, আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন । সেই প্রশ্নের উত্তর তো তাঁকেই দিতে হবে । কারণ তিনি পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য । এমনকী রাজ্য কমিটির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাতেও তিনি অন্যতম পদে ছিলেন । অর্থাৎ যদি পার্টির মধ্যে কোনও ভুল থেকে থাকে নীতির রূপায়নে বা অন্য কোনও ক্ষেত্রে, তার জন্য তো তিনিই দায়ী । নীতি নির্ধারণ বা অন্য যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কেন বাধা দেননি ? তিনি কেন প্রশ্ন তোলেননি ? এই প্রশ্নই তো এখন পার্টি কর্মীরা তাঁকে করছেন । তাঁকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ।"

'কাস্তে-হাতুড়ি'র প্রতি দরদ থাকলে 'হাত' ধরলেন কেন ? সাইরানিকে প্রশ্ন নরেনের

এখানেই থেমে না থেকে হাফিজ আলামকে কড়া আক্রমণ করে নরেন চট্টোপাধ্যায় আরও বলেন, "তিনি নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছিলেন । কিন্তু 'হাতে' তো 'কাস্তে হাতুড়ি' নেই । বা কংগ্রেস-নীতির সঙ্গে বামপন্থী নীতির কোনও মিলও নেই । তাহলে তিনি কেন কংগ্রেসে যোগ দিলেন, উত্তরটা স্পষ্টই । দেওয়ার প্রয়োজন নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.