ETV Bharat / state

আজ হচ্ছে না নারদ মামলার শুনানি - narada case hearing is no assemlbe

কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলা চলছে । গত দুই সপ্তাহে ইতিমধ্যেই শুনানি হয়েছে । আজও শুনানির কথা ছিল ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আজ একত্রিত হতে পারছে না ।

আজ হচ্ছে না নারদা মামলার শুনানি
হাইকোর্ট
author img

By

Published : Jun 21, 2021, 12:34 PM IST

Updated : Jun 21, 2021, 12:57 PM IST

কলকাতা, 21 জুন : আজ হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি ৷ এ রাজ্য থেকে নারদ মামলা সরানোর দাবি জানিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ আজ তার শুনানি হওয়ার কথা ছিল ৷

কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলা চলছে । গত দুই সপ্তাহে ইতিমধ্যেই শুনানি হয়েছে । আজও শুনানির কথা ছিল ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আজ একত্রিত হতে পারছে না । সেই কারণেই এই মামলার শুনানি, আজ করা হবে না ।

প্রসঙ্গত, গত 17 মে নারদা মামলায় সিবিআই রাজ্যের 4 হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ,মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে । কলকাতা হাইকোর্টে দুটি বিষয়ে নিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ একটি হল চার হেভিওয়েট নেতার জামিন সংক্রান্ত ৷ এবং অপরটি হল, নারদ মামলা এ রাজ্য থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে গিয়ে বিচার প্রক্রিয়া চালানো ।

আরও পড়ুন : বকেয়া ফি মেটাতে না পারলেও নাম কাটা যাবে না পড়ুয়াদের, নির্দেশ হাইকোর্টের

বিষয়গুলির বিচারের জন্য কলকাতা হাইকোর্টে তৈরি হয় পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ । এই বিশেষ বেঞ্চ, আগেই চার নেতার জামিন মঞ্জুর করেছে । এখন শুনানি চলছে সিবিআই এর দ্বিতীয় আবেদনটির উপর । যার শুনানি হওয়ার কথা ছিল আজ ৷ কিন্তু অনিবার্য কারণবশত শুনানি করা সম্ভব হচ্ছে না, বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে ৷

কলকাতা, 21 জুন : আজ হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি ৷ এ রাজ্য থেকে নারদ মামলা সরানোর দাবি জানিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ আজ তার শুনানি হওয়ার কথা ছিল ৷

কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলা চলছে । গত দুই সপ্তাহে ইতিমধ্যেই শুনানি হয়েছে । আজও শুনানির কথা ছিল ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফে সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আজ একত্রিত হতে পারছে না । সেই কারণেই এই মামলার শুনানি, আজ করা হবে না ।

প্রসঙ্গত, গত 17 মে নারদা মামলায় সিবিআই রাজ্যের 4 হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ,মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে । কলকাতা হাইকোর্টে দুটি বিষয়ে নিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ একটি হল চার হেভিওয়েট নেতার জামিন সংক্রান্ত ৷ এবং অপরটি হল, নারদ মামলা এ রাজ্য থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে গিয়ে বিচার প্রক্রিয়া চালানো ।

আরও পড়ুন : বকেয়া ফি মেটাতে না পারলেও নাম কাটা যাবে না পড়ুয়াদের, নির্দেশ হাইকোর্টের

বিষয়গুলির বিচারের জন্য কলকাতা হাইকোর্টে তৈরি হয় পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ । এই বিশেষ বেঞ্চ, আগেই চার নেতার জামিন মঞ্জুর করেছে । এখন শুনানি চলছে সিবিআই এর দ্বিতীয় আবেদনটির উপর । যার শুনানি হওয়ার কথা ছিল আজ ৷ কিন্তু অনিবার্য কারণবশত শুনানি করা সম্ভব হচ্ছে না, বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে ৷

Last Updated : Jun 21, 2021, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.