ETV Bharat / state

এবার রক্ষা কিন্তু আগামীতে ? নন্দরামের স্মৃতি ভাবাচ্ছে ত্রিপল পট্টিকে

আতঙ্ক দানা বাঁধছে নন্দরাম মার্কেট সংলগ্ন ত্রিপল পট্টির ব্যবসায়ীদের মনে । তাঁদের মনে পড়ছে 2008 সালের বিধ্বংসী আগুনের কথা ।

ত্রিপল পট্টি
author img

By

Published : Jul 14, 2019, 3:24 PM IST

Updated : Jul 14, 2019, 3:33 PM IST

কলকাতা, 14 জুলাই : একদিকে তখন দাউদাউ করে জ্বলছে নন্দরাম মার্কেট । আগুনে ছাই হয়ে যাচ্ছে একের পর এক দোকান । অন্যদিকে পুরোনো কথা ভেবে তখন আতঙ্ক দানা বাঁধছে নন্দরাম মার্কেট সংলগ্ন ত্রিপল পট্টির ব্যবসায়ীদের মনে । তাঁদের মনে পড়ছে 2008 সালের বিধ্বংসী আগুনের কথা ।

এবারও হয়ত ঘটতে পারত সেবারের মতো দুর্ঘটনা । পুড়ে যেত লাখ লাখ টাকার ত্রিপল । ব্যবসায়ীরা বলছেন, "শুধুমাত্র কপালজোরে এবার বেঁচে গেছে ত্রিপল পট্টি । তবে কি 2008 সালের আগুনের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি ত্রিপল পট্টি ? ত্রিপল পট্টি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম ডি ভাটি স্বীকার করে নিয়েছেন দুর্ঘটনার সম্ভাবনার কথা । বলেন, "আগুনের সামান্যতম ফুলকিও যদি পড়ত ত্রিপল পট্টিতে তাহলে 11 বছর আগের স্মৃতি ফিরে আসত । আগুনের গ্রাসে চলে যেতে এই ত্রিপল পট্টি ।"

নন্দরামের স্মৃতি ভাবাচ্ছে ত্রিপল পট্টিকে

এই সংক্রান্ত খবর : ফের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুন

গোটা মার্কেটে বিপুল পরিমাণে মজুত ত্রিপলের মতো দাহ্য পদার্থ । ইতি-উতি জট পাকিয়ে রয়েছে বিদ্যুতের তার । তাই এবার বাঁচলেও, আগামী দিনের জন্য আশঙ্কায় ভুগছেন ত্রিপল পট্টির ব্যবসায়ীরা ।

এই সংক্রান্ত খবর : জ্বলছে নন্দরাম মার্কেট, ফিরে এল 2008-এর স্মৃতি

কলকাতা, 14 জুলাই : একদিকে তখন দাউদাউ করে জ্বলছে নন্দরাম মার্কেট । আগুনে ছাই হয়ে যাচ্ছে একের পর এক দোকান । অন্যদিকে পুরোনো কথা ভেবে তখন আতঙ্ক দানা বাঁধছে নন্দরাম মার্কেট সংলগ্ন ত্রিপল পট্টির ব্যবসায়ীদের মনে । তাঁদের মনে পড়ছে 2008 সালের বিধ্বংসী আগুনের কথা ।

এবারও হয়ত ঘটতে পারত সেবারের মতো দুর্ঘটনা । পুড়ে যেত লাখ লাখ টাকার ত্রিপল । ব্যবসায়ীরা বলছেন, "শুধুমাত্র কপালজোরে এবার বেঁচে গেছে ত্রিপল পট্টি । তবে কি 2008 সালের আগুনের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি ত্রিপল পট্টি ? ত্রিপল পট্টি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম ডি ভাটি স্বীকার করে নিয়েছেন দুর্ঘটনার সম্ভাবনার কথা । বলেন, "আগুনের সামান্যতম ফুলকিও যদি পড়ত ত্রিপল পট্টিতে তাহলে 11 বছর আগের স্মৃতি ফিরে আসত । আগুনের গ্রাসে চলে যেতে এই ত্রিপল পট্টি ।"

নন্দরামের স্মৃতি ভাবাচ্ছে ত্রিপল পট্টিকে

এই সংক্রান্ত খবর : ফের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুন

গোটা মার্কেটে বিপুল পরিমাণে মজুত ত্রিপলের মতো দাহ্য পদার্থ । ইতি-উতি জট পাকিয়ে রয়েছে বিদ্যুতের তার । তাই এবার বাঁচলেও, আগামী দিনের জন্য আশঙ্কায় ভুগছেন ত্রিপল পট্টির ব্যবসায়ীরা ।

এই সংক্রান্ত খবর : জ্বলছে নন্দরাম মার্কেট, ফিরে এল 2008-এর স্মৃতি

Intro:নন্দরাম মার্কেট আবারো ফিরল 11 বছর আগের স্মৃতি। ঠিক একইভাবে সেই 11 বছর আগের ভয়াবহ স্মৃতি গ্রাস করল নন্দরাম মার্কেট সংলগ্ন ত্রিপল পট্টিকেও। অল্পের জন্য এবারেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরের সবচেয়ে বড় ত্রিপল এর মার্কেট। যা বড় বাজারের অন্য জতুগৃহ গুলির থেকে কোন অংশেই কম নয়। ফলে আজকের ঘটনার পর ত্রিপল পট্টির ব্যবসায়ীদের যে বিনিদ্র রজনী কাটবে তা বলার অপেক্ষা রাখে না।ল


Body:দুপুর আড়াইটে। বড় বাজারের স্বাভাবিক ব্যস্ততার মধ্যেই হঠাৎই নন্দরাম মার্কেট এর নবম থেকে ভেসে আসতে শুরু করলো মানুষের চিৎকার আর আর্তনাদ। মুহূর্তের মধ্যে বদলে গেল গোটা এলাকার পরিবেশ। কারণ তখন নন্দরাম মার্কেট এর জানালা দিয়ে দৃশ্যমান আগুনের লেলিহান শিখা। কলকাতার অন্যতম পুরনো মার্কেটের এই অগ্নিকাণ্ড যে শুধুমাত্র সেখানের কর্মীদের আতংকিত করে তুলেছিল তা নয়, বরং আতঙ্কের সমপরিমাণ ছাপ ছিল সংলগ্ন ত্রিপল পট্টির ব্যবসায়ীদের মুখেও। কারণ 11 বছর আগে ত্রিপল পট্টির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই নন্দরাম মার্কেট এর আগুনএর জেরে। আজও যদি সামান্যতম আগুনের ফুলকি এসে পড়তেই মার্কেটে তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতো না সেই আন্দাজ করা যায়। কারণ বস্তাবন্দি বিপুল পরিমাণ ত্রিপল এবং এলোমেলো হয়ে থাকা ইলেকট্রিক্যাল ওয়ারিং আগুন কে গ্রাস করতে অত্যন্ত সহজেই। আর এই দুর্ঘটনার সম্ভাবনা যে 100% ছিল তা স্বীকার করছেন ত্রিপল পট্টি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এমডি ভাটিও। তার কথায় আগুনের সামান্যতম ফুলকি যদি উড়ে এসে পরতো ত্রিপল পট্টিতে তাহলে 11 বছর আগের মত সে আগুনের গ্রাসে যেতে পারত এই ত্রিপল পট্টি। কারণ গোটা মার্কেট জুড়ে বিপুল পরিমাণে মজুত রয়েছে পেট্রো জাতীয় পণ্য ত্রিপল ইতি উতি জট পাকিয়ে রয়েছে ইলেক্ট্রিক্যাল ওয়ারিং। এছাড়াও 11 বছরের স্মৃতিচারণ করলেন ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে।


Conclusion:
Last Updated : Jul 14, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.