কলকাতা, 14 জুলাই : একদিকে তখন দাউদাউ করে জ্বলছে নন্দরাম মার্কেট । আগুনে ছাই হয়ে যাচ্ছে একের পর এক দোকান । অন্যদিকে পুরোনো কথা ভেবে তখন আতঙ্ক দানা বাঁধছে নন্দরাম মার্কেট সংলগ্ন ত্রিপল পট্টির ব্যবসায়ীদের মনে । তাঁদের মনে পড়ছে 2008 সালের বিধ্বংসী আগুনের কথা ।
এবারও হয়ত ঘটতে পারত সেবারের মতো দুর্ঘটনা । পুড়ে যেত লাখ লাখ টাকার ত্রিপল । ব্যবসায়ীরা বলছেন, "শুধুমাত্র কপালজোরে এবার বেঁচে গেছে ত্রিপল পট্টি । তবে কি 2008 সালের আগুনের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি ত্রিপল পট্টি ? ত্রিপল পট্টি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম ডি ভাটি স্বীকার করে নিয়েছেন দুর্ঘটনার সম্ভাবনার কথা । বলেন, "আগুনের সামান্যতম ফুলকিও যদি পড়ত ত্রিপল পট্টিতে তাহলে 11 বছর আগের স্মৃতি ফিরে আসত । আগুনের গ্রাসে চলে যেতে এই ত্রিপল পট্টি ।"
এই সংক্রান্ত খবর : ফের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুন
গোটা মার্কেটে বিপুল পরিমাণে মজুত ত্রিপলের মতো দাহ্য পদার্থ । ইতি-উতি জট পাকিয়ে রয়েছে বিদ্যুতের তার । তাই এবার বাঁচলেও, আগামী দিনের জন্য আশঙ্কায় ভুগছেন ত্রিপল পট্টির ব্যবসায়ীরা ।
এই সংক্রান্ত খবর : জ্বলছে নন্দরাম মার্কেট, ফিরে এল 2008-এর স্মৃতি