কলকাতা, ২৫ নভেম্বর : করিমপুর আসনে উপনির্বাচনে গন্ডগোলের রিপোর্ট নবান্ন থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো হল । রাজ্যের ডিরেক্টর জেনেরাল (পুলিশ) বীরেন্দ্র এই রিপোর্ট পাঠিয়েছেন । গতকাল রাজ্য পুলিশের পক্ষ থেকে ওই আসনের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে নিরাপত্তা দিতে চাওয়া হয়েছিল । কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন । আজ ভোট গ্রহণের সময় জয়প্রকাশবাবুর উপর হামলা হয় । সেই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । সূত্রের খবর, রিপোর্টে জানানো হয়েছে ঘটনার সারবত্তা রয়েছে ।
করিমপুরে BJP প্রার্থীর উপর হামলার ঘটনা নিয়ে দিল্লিতে অভিযোগ জানায় BJP । বিষয়টি সর্বভারতীয় চ্যানেলগুলিতেও গুরুত্ব দিয়ে সম্প্রচারিত হয় । নির্বাচন কমিশনের তরফে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে । উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন ফোন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবকে । তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চাওয়া হয় জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছে । কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট নবান্ন হয়ে এসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে । রিপোর্টটি পাঠিয়ে দেওয়া হবে দিল্লির নির্বাচন সদনে । পাশাপাশি জয়প্রকাশের উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের DGP -র রিপোর্টও চাওয়া হয় । সেই রিপোর্টও এসে পৌঁছেছে CEO- র দপ্তরে । রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে ।
করিমপুরে অশান্তির আঁচ আগেই পেয়েছিল কমিশন । তিনটি আসনের মধ্যে এই কেন্দ্রেই স্পর্শকাতর বুথ সর্বাধিক । তাই ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এখানে । ৯৭ শতাংশ ভোট কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী । আজকের উপনির্বাচনে যে ৩০১ জন মাইক্রো অবজ়ারভার কাজ করছেন, তাঁদের অধিকাংশ রয়েছেন করিমপুরে । কিন্তু তারপরও ঠেকানো গেল না অশান্তি । প্রথমে থানা পাড়ায় BJP প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা । দেখানো হয় কালো পতাকা । পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে বের করে দেয় বুথ থেকে । এরপর আক্রান্ত হন জয়প্রকাশ । সাড়ে ১১টা নাগাদ পিপুলখোলায় একটি বুথের বাইরে জয়প্রকাশের উপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক । লাথি-কিল-চড় মারা হয় তাঁকে । রাস্তার পাশে ঝোপে পড়ে যান জয়প্রকাশ । সেই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন BJP প্রার্থী । এই ঘটনার পরেই কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান মুকুল রায় । তিনি কথা বলেন আধিকারিকদের সঙ্গে । পাশাপাশি বিষয়টি জানানো হয় নির্বাচন সদনে ।