কলকাতা, 22 মে: বজবজে বিস্ফোরণ কাণ্ডের পর বাজি কারখানা নিয়ে আরও সক্রিয় হল নবান্ন । নবান্নের তরফ থেকে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশিকা জারি করে নবান্নের তরফে সমস্ত বাজি কারখানার উপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পরই এই নিয়ে সক্রিয় হয়েছিল রাজ্য প্রশাসন ৷ নবান্নের তরফ থেকে ছয় দফা নির্দেশিকা জারি করা হয় সেই সময় ৷ পুলিশকে সক্রিয় হবার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের শীর্ষস্তর থেকে । এর মাঝেই দক্ষিণ 24 পরগনার বজবজে একটি বাজি কারখানায় রবিবার বিস্ফোরণ হয় ৷ তাতে মৃত্যু হয় তিনজনের ৷ যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকস্তরে চাপানউতোর শুরু হয়েছে । এই অবস্থায় বাজি কারখানা নিয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিল নবান্ন ।
নির্দেশিকা জারি করে নবান্নের তরফ থেকে বলা হয়েছে, সমস্ত বাজি কারখানায় নজরে রাখতে হবে । কোথাও অবৈধভাবে বাজি তৈরির সরঞ্জাম মজুত করা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে ৷ নিয়মিত পরিদর্শন করতে হবে বৈধ বাজি কারখানাগুলিতে ৷ সেখানে সমস্ত সরকারি নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে পুলিশকে । এবং সেই মতো পদক্ষেপ করতে হবে । এ দিন সমস্ত জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটগুলিকে এই নির্দেশ দিয়েছে । এই পরিস্থিতিতে এখন দেখার পুলিশের তরফ থেকে নবান্নের এই নির্দেশের পর কী কী পদক্ষেপ করা হয় !
এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পরই নবান্নের তরফ থেকে ছয় দফা নির্দেশিকা দেওয়া হয় । সেই নির্দেশিকায় বলা হয়, বেআইনি বাজি তৈরির ব্যবসায় যুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে । বেআইনি বাজি কারখানায় নিয়মিত নজরদারি চালাতে হবে । বিস্ফোরক পেলেই বাজেয়াপ্ত করতে হবে । বাজেয়াপ্ত হওয়া সামগ্রী নির্দিষ্ট নিয়ম মেনে নষ্ট করতে হবে । বিপুল পরিমাণ বাজি উদ্ধার হলে প্রয়োজনে অল্প করে তা নষ্ট করতে হবে বলে নবান্নের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছিল । এবার এরই সঙ্গে যুক্ত হল বৈধ বাজি কারখানাগুলিও নিয়ম মেনে সব কিছু করছে কি না, তা নিয়ে নজরদারি করার নির্দেশিকা ।
আরও পড়ুন: এগরার পর এবার বজবজ, বাজি কারখানায় বিস্ফোরণে মৃত নাবালিকা-সহ 3