ETV Bharat / state

পুজোর ছুটির পর সচিব পর্যায়ে রদবদল

author img

By

Published : Nov 3, 2020, 6:35 AM IST

Updated : Nov 3, 2020, 10:32 AM IST

পুজোর ছুটির পরেই জেলাশাসক ও সচিব পর্যায়ে একাধিক রদবদল করল নবান্ন । জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলায় জেলাশাসকের পরিবর্তন হল ।

nabanna
nabanna

কলকাতা, 3 নভেম্বর : পুজোর ছুটির পরই জেলাশাসক ও সচিব পর্যায়ে ব্যাপক রদবদল ঘটাল রাজ্য সরকার । এনিয়ে নবান্নে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । একসঙ্গে এতগুলি দপ্তরে সচিব বদলের ঘটনা সাম্প্রতিককালে বিরল ঘটনা।

WBIDC-র এগজ়িকিউটিভ ডিরেক্টর ছিলেন IAS সুমিত গুপ্তা । তাঁকে উত্তর 24 পরগনার জেলাশাসক পদে নিযুক্ত করা হচ্ছে । সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ছিলেন চৈতালি চক্রবর্তী । তিনি যুক্ত হবেন স্পেশাল সেক্রেটারি (হোম) ।

এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে ছিলেন শশাঙ্ক শেঠি । তাঁকে দার্জিলিঙের জেলাশাসক পদে নিযুক্ত করা হল । দার্জিলিঙের জেলাশাসক ছিলেন এস পুন্নাবলম । তিনি জয়েন্ট সেক্রেটারি L & LR পদে নিযুক্ত হচ্ছেন । জলপাইগুড়ির জেলাশাসক ছিলেন অভিষেককুমার তিওয়ারি । জয়েন্ট সেক্রেটারি( হায়ার এডুকেশন) পদে তিনি নিযুক্ত হচ্ছেন । জলপাইগুড়ির জেলাশাসক হচ্ছেন মৌমিতা গোদারা বসু । পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিজয় ভারতী । তিনি বীরভূমের জেলাশাসক পদের দায়িত্ব সামলাবেন । পূর্ব বর্ধমানের জেলাশাসক হচ্ছেন এনামুল হক ।

নদিয়ার জেলাশাসক ছিলেন বিভু গোয়েল । তিনি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিযুক্ত হচ্ছেন । নদিয়ার জেলাশাসক হচ্ছেন পার্থ ঘোষ ।

কলকাতা, 3 নভেম্বর : পুজোর ছুটির পরই জেলাশাসক ও সচিব পর্যায়ে ব্যাপক রদবদল ঘটাল রাজ্য সরকার । এনিয়ে নবান্নে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । একসঙ্গে এতগুলি দপ্তরে সচিব বদলের ঘটনা সাম্প্রতিককালে বিরল ঘটনা।

WBIDC-র এগজ়িকিউটিভ ডিরেক্টর ছিলেন IAS সুমিত গুপ্তা । তাঁকে উত্তর 24 পরগনার জেলাশাসক পদে নিযুক্ত করা হচ্ছে । সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ছিলেন চৈতালি চক্রবর্তী । তিনি যুক্ত হবেন স্পেশাল সেক্রেটারি (হোম) ।

এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে ছিলেন শশাঙ্ক শেঠি । তাঁকে দার্জিলিঙের জেলাশাসক পদে নিযুক্ত করা হল । দার্জিলিঙের জেলাশাসক ছিলেন এস পুন্নাবলম । তিনি জয়েন্ট সেক্রেটারি L & LR পদে নিযুক্ত হচ্ছেন । জলপাইগুড়ির জেলাশাসক ছিলেন অভিষেককুমার তিওয়ারি । জয়েন্ট সেক্রেটারি( হায়ার এডুকেশন) পদে তিনি নিযুক্ত হচ্ছেন । জলপাইগুড়ির জেলাশাসক হচ্ছেন মৌমিতা গোদারা বসু । পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিজয় ভারতী । তিনি বীরভূমের জেলাশাসক পদের দায়িত্ব সামলাবেন । পূর্ব বর্ধমানের জেলাশাসক হচ্ছেন এনামুল হক ।

নদিয়ার জেলাশাসক ছিলেন বিভু গোয়েল । তিনি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে নিযুক্ত হচ্ছেন । নদিয়ার জেলাশাসক হচ্ছেন পার্থ ঘোষ ।

Last Updated : Nov 3, 2020, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.