ETV Bharat / state

Nabanna on Oxygen Management: কেন্দ্রের অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি লাগু করল নবান্ন - Oxygen Plant

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7-এর সংক্রমণে দিশেহারা চিন এবং বিশ্বের কয়েকটি দেশ ৷ ভারতে এর প্রভাব এখনও ব্যাপক না-হলেও, আগাম সতর্কতা নিতে শুরু করেছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি ৷ সেই মতো কেন্দ্রের অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি (Oxygen Management Advisory) লাগু করল নবান্ন ৷ স্বাস্থ্য দফতরের জেলা অফিসে সেই নির্দেশিকা জারি করা হয়েছে (Nabanna Implements Centre Advisory on Oxygen Management) ৷

Nabanna Implements Centre Advisory on Oxygen Management ETV BHARAT
অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি লাগু করল নবান্ন
author img

By

Published : Dec 25, 2022, 10:55 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি (Oxygen Management Advisory) দিয়েছিল রাজ্য সরকারকে ৷ কালক্ষেপ না-করে কেন্দ্রের পরামর্শ মতোই সতর্ক হল নবান্ন (Nabanna Implements Centre Advisory on Oxygen Management) ৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে অক্সিজেনের সরবরাহ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল ৷ বিশেষ করে করোনাকালে যে প্লান্টগুলি তৈরি করা হয়েছিল ৷ তা সচল আছে কি না, তা পরীক্ষা করে তৈরি রাখার কথা বলা হয়েছিল ৷ সেই নির্দেশিকাকে দ্রুত সব হাসপাতাল এবং মেডিক্যাল অক্সিজেন প্লান্টেও (Medical Oxygen Plant) পাঠিয়ে দেওয়ার জন্য স্বাস্য ভবনকে বলা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল, দেশ জুড়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তা ভবিষ্যতে বাড়তে পারে ৷ তাই রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ নিয়মিত করতে হবে ৷ প্রসঙ্গত, করোনা থাবা বাসানোর পর অক্সিজেনের সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা কারও অজানা নয় ৷ আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই রাজ্যগুলিকে সতর্ক হওয়ার কথা বলেছে কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে কেন্দ্রের দেখানো পথকে অনুসরণ করে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর সরকার বিধি-নিষেধের কথা ভাবছে না ৷ কেন্দ্রীয় সরকার যেমন যেমন রাজ্যকে পরামর্শ দেবে, রাজ্য সরকারও সেই পরামর্শ মেনে চলবে ৷ অবশেষে কেন্দ্রের পরামর্শ মেনে নিয়ে জেলাগুলিকে অক্সিজেন সরবরাহ নিয়ে সতর্ক করে দিল রাজ্য প্রশাসন ৷

এদিন নবান্নের তরফ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘‘ইতিমধ্যে যে সমস্ত হাসপাতালে করোনাকালে অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছিল, সেগুলি ঠিকঠাক আছে কিনা তার জন্য মকড্রিল করতে হবে ৷ পাশাপাশি, আপৎকালীন ব্যবস্থার কথা মাথায় রেখে লিকুইড অক্সিজেনের সরবরাহ যাতে জারি রাখা যায়, তার ব্যবস্থাও করতে হবে ৷ অক্সিজেন সিলিন্ডারের ব্যাকআপের ব্যবস্থা যাতে থাকে, তাও দেখতে হবে হাসপাতালগুলিকে ৷’’

আরও পড়ুন: ভারতে ভয়াবহ হবে না ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7, আশ্বাস বিশেষজ্ঞের

এদিন নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলাকে অক্সিজেন সরবরাহার জন্য আলাদা করে কন্ট্রোল রুম তৈরি করতে হবে ৷ এই কন্ট্রোল রুম থেকেই প্রতিদিনের অক্সিজেন ব্যবহারের হিসেব রাখতে হবে স্বাস্থ্য দফতরকে ৷ মূলত কন্ট্রোল রুম থেকেই কোথাও আপাতকালীন পরিস্থিতি তৈরি হলে, বা প্রয়োজনে অন্য হাসপাতাল থেকে দ্রুত যাতে অক্সিজেন পাঠানো যায়, তার ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

অর্থাৎ কেন্দ্রের তরফে যে অ্যাডভাইসরি রাজ্যকে পাঠানো হয়েছিল, এবার সেই একই অ্যাডভাইসরি রাজ্যের তরফ থেকে জেলাগুলিকে পাঠানো হল ৷ মূলত এই চিঠির বিষয়বস্তু হল অক্সিজেন ম্যানেজমেন্ট ৷ এক্ষেত্রে নবান্নের তরফেও আশু বিপদের আশঙ্কা থেকেই আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

কলকাতা, 25 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি (Oxygen Management Advisory) দিয়েছিল রাজ্য সরকারকে ৷ কালক্ষেপ না-করে কেন্দ্রের পরামর্শ মতোই সতর্ক হল নবান্ন (Nabanna Implements Centre Advisory on Oxygen Management) ৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে অক্সিজেনের সরবরাহ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল ৷ বিশেষ করে করোনাকালে যে প্লান্টগুলি তৈরি করা হয়েছিল ৷ তা সচল আছে কি না, তা পরীক্ষা করে তৈরি রাখার কথা বলা হয়েছিল ৷ সেই নির্দেশিকাকে দ্রুত সব হাসপাতাল এবং মেডিক্যাল অক্সিজেন প্লান্টেও (Medical Oxygen Plant) পাঠিয়ে দেওয়ার জন্য স্বাস্য ভবনকে বলা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল, দেশ জুড়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তা ভবিষ্যতে বাড়তে পারে ৷ তাই রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ নিয়মিত করতে হবে ৷ প্রসঙ্গত, করোনা থাবা বাসানোর পর অক্সিজেনের সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা কারও অজানা নয় ৷ আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই রাজ্যগুলিকে সতর্ক হওয়ার কথা বলেছে কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে কেন্দ্রের দেখানো পথকে অনুসরণ করে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন ৷

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর সরকার বিধি-নিষেধের কথা ভাবছে না ৷ কেন্দ্রীয় সরকার যেমন যেমন রাজ্যকে পরামর্শ দেবে, রাজ্য সরকারও সেই পরামর্শ মেনে চলবে ৷ অবশেষে কেন্দ্রের পরামর্শ মেনে নিয়ে জেলাগুলিকে অক্সিজেন সরবরাহ নিয়ে সতর্ক করে দিল রাজ্য প্রশাসন ৷

এদিন নবান্নের তরফ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘‘ইতিমধ্যে যে সমস্ত হাসপাতালে করোনাকালে অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছিল, সেগুলি ঠিকঠাক আছে কিনা তার জন্য মকড্রিল করতে হবে ৷ পাশাপাশি, আপৎকালীন ব্যবস্থার কথা মাথায় রেখে লিকুইড অক্সিজেনের সরবরাহ যাতে জারি রাখা যায়, তার ব্যবস্থাও করতে হবে ৷ অক্সিজেন সিলিন্ডারের ব্যাকআপের ব্যবস্থা যাতে থাকে, তাও দেখতে হবে হাসপাতালগুলিকে ৷’’

আরও পড়ুন: ভারতে ভয়াবহ হবে না ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ 7, আশ্বাস বিশেষজ্ঞের

এদিন নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলাকে অক্সিজেন সরবরাহার জন্য আলাদা করে কন্ট্রোল রুম তৈরি করতে হবে ৷ এই কন্ট্রোল রুম থেকেই প্রতিদিনের অক্সিজেন ব্যবহারের হিসেব রাখতে হবে স্বাস্থ্য দফতরকে ৷ মূলত কন্ট্রোল রুম থেকেই কোথাও আপাতকালীন পরিস্থিতি তৈরি হলে, বা প্রয়োজনে অন্য হাসপাতাল থেকে দ্রুত যাতে অক্সিজেন পাঠানো যায়, তার ব্যবস্থা করতে বলা হয়েছে ৷

অর্থাৎ কেন্দ্রের তরফে যে অ্যাডভাইসরি রাজ্যকে পাঠানো হয়েছিল, এবার সেই একই অ্যাডভাইসরি রাজ্যের তরফ থেকে জেলাগুলিকে পাঠানো হল ৷ মূলত এই চিঠির বিষয়বস্তু হল অক্সিজেন ম্যানেজমেন্ট ৷ এক্ষেত্রে নবান্নের তরফেও আশু বিপদের আশঙ্কা থেকেই আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.