ETV Bharat / state

রেড-অরেঞ্জ-গ্রিন জেলা চিহ্নিত নবান্নের, কলকাতায় কনটেনমেন্ট জ়োন 227 - corona infection

রেড জ়োনে রয়েছে রাজ্যের চার জেলা । অরেঞ্জ জ়োনে আছে 11টি জেলা । আর গ্রিন জ়োনে আছে 8টি জেলা । কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 227 ।

নবান্ন
নবান্ন
author img

By

Published : Apr 27, 2020, 8:56 PM IST

কলকাতা, 27 এপ্রিল : রাজ্যে কোরোনা সংক্রমণের নিরিখে কোন এলাকার অবস্থা কীরকম, কোথায় কত কনটেনমেন্ট জ়োন আছে তার তালিকা প্রকাশ করল নবান্ন । রেড জ়োনে রয়েছে রাজ্যের চার জেলা । অরেঞ্জ জ়োনে আছে 11টি জেলা । আর গ্রিন জ়োনে আছে 8টি জেলা । কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 227 । এই পরিসংখ্যান বলছে, জেলাগুলির মধ্যে সর্বোচ্চ হটস্পট কলকাতাতেই ।

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের বিষয়টা আমাদের দেখতে হবে । আমরা রেড-অরেঞ্জ-গ্রিন জ়োনে ভাগ করব জেলাগুলিকে । তারপর সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা ।" পরে নবান্ন থেকে প্রকাশিত হয় একটি তালিকা । সেই তালিকা বলছে, সংক্রমণের নিরিখে সবথেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চার জেলা । কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর । এখানে সংক্রমণের হার সবথেকে বেশি । অরেঞ্জ জ়োনের মধ্যে রয়েছে 11টি জেলা । সেগুলি হল- দক্ষিণ 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ ও মালদা । আপাতত সুরক্ষিত বা গ্রিন জ়োনের মধ্যে রয়েছে রাজ্যের চার জেলা । এইসব জেলায় বিগত 21 দিনে কোনও সংক্রমণের খবর মেলেনি । এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ।

জেলা অনুযায়ী কনটেনমেন্ট জ়োনের সংখ্যার নিরিখে শীর্ষে আছে কলকাতা । এখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 227 । এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কয়েকটি এলাকাকে । সেগুলি হল- নয় নম্বর ওয়ার্ডের অভয় মিত্র রোড, তিন নম্বর ওয়ার্ডের JK ঘোষ রোড-লাল ময়দান-অনাথ নাথ দেব লেন, চার নম্বর ওয়ার্ডের রাজা মনীন্দ্র রোড-বেলগাছিয়া এলাকা, পাঁচ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড-ইন্দ্র বিশ্বাস রোড-ক্ষুদিরাম বোস সরণি, এক নম্বর ওয়ার্ডের 32/9 BT রোড-চিড়িয়া মোড়ের KC রোড এবং খগেন চ্যাটার্জি রোড, কাশিপুর রোডের পুরো বস্তি, ছয় নম্বর ওয়ার্ডের করিম বক্স রোড-23/1 ও 23/3 কাশিপুর রোড-শেঠ পুকুর রোড, সাত নম্বর ওয়ার্ডের শচীন মিত্র লেন থেকে শুরু করে ঘোষপাড়া বাগবাজার স্ট্রিট । এভাবেই 227টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে নবান্ন ।

কলকাতার পরই আছে উত্তর 24 পরগনা । এখানে 17টি ব্লক/পৌরসভা এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 57 । তারপর রয়েছে হাওড়া । জেলার গ্রামীণ ও শহর এলাকা মিলিয়ে এখানে 56টি ব্লক/ওয়ার্ড কনটেনমেন্ট জ়োনের তালিকায় রয়েছে । কোরোনা সংক্রমণের নিরিখে রেড জ়োনে আছে পূর্ব মেদিনীপুরও । ওই জেলায় আট পৌরসভা এলাকা মিলিয়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা শতাধিক ।

কলকাতা, 27 এপ্রিল : রাজ্যে কোরোনা সংক্রমণের নিরিখে কোন এলাকার অবস্থা কীরকম, কোথায় কত কনটেনমেন্ট জ়োন আছে তার তালিকা প্রকাশ করল নবান্ন । রেড জ়োনে রয়েছে রাজ্যের চার জেলা । অরেঞ্জ জ়োনে আছে 11টি জেলা । আর গ্রিন জ়োনে আছে 8টি জেলা । কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 227 । এই পরিসংখ্যান বলছে, জেলাগুলির মধ্যে সর্বোচ্চ হটস্পট কলকাতাতেই ।

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের বিষয়টা আমাদের দেখতে হবে । আমরা রেড-অরেঞ্জ-গ্রিন জ়োনে ভাগ করব জেলাগুলিকে । তারপর সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা ।" পরে নবান্ন থেকে প্রকাশিত হয় একটি তালিকা । সেই তালিকা বলছে, সংক্রমণের নিরিখে সবথেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চার জেলা । কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর । এখানে সংক্রমণের হার সবথেকে বেশি । অরেঞ্জ জ়োনের মধ্যে রয়েছে 11টি জেলা । সেগুলি হল- দক্ষিণ 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ ও মালদা । আপাতত সুরক্ষিত বা গ্রিন জ়োনের মধ্যে রয়েছে রাজ্যের চার জেলা । এইসব জেলায় বিগত 21 দিনে কোনও সংক্রমণের খবর মেলেনি । এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ।

জেলা অনুযায়ী কনটেনমেন্ট জ়োনের সংখ্যার নিরিখে শীর্ষে আছে কলকাতা । এখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 227 । এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কয়েকটি এলাকাকে । সেগুলি হল- নয় নম্বর ওয়ার্ডের অভয় মিত্র রোড, তিন নম্বর ওয়ার্ডের JK ঘোষ রোড-লাল ময়দান-অনাথ নাথ দেব লেন, চার নম্বর ওয়ার্ডের রাজা মনীন্দ্র রোড-বেলগাছিয়া এলাকা, পাঁচ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড-ইন্দ্র বিশ্বাস রোড-ক্ষুদিরাম বোস সরণি, এক নম্বর ওয়ার্ডের 32/9 BT রোড-চিড়িয়া মোড়ের KC রোড এবং খগেন চ্যাটার্জি রোড, কাশিপুর রোডের পুরো বস্তি, ছয় নম্বর ওয়ার্ডের করিম বক্স রোড-23/1 ও 23/3 কাশিপুর রোড-শেঠ পুকুর রোড, সাত নম্বর ওয়ার্ডের শচীন মিত্র লেন থেকে শুরু করে ঘোষপাড়া বাগবাজার স্ট্রিট । এভাবেই 227টি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে নবান্ন ।

কলকাতার পরই আছে উত্তর 24 পরগনা । এখানে 17টি ব্লক/পৌরসভা এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 57 । তারপর রয়েছে হাওড়া । জেলার গ্রামীণ ও শহর এলাকা মিলিয়ে এখানে 56টি ব্লক/ওয়ার্ড কনটেনমেন্ট জ়োনের তালিকায় রয়েছে । কোরোনা সংক্রমণের নিরিখে রেড জ়োনে আছে পূর্ব মেদিনীপুরও । ওই জেলায় আট পৌরসভা এলাকা মিলিয়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা শতাধিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.